নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিন্স-এর ব্লগ

:) :D

প্রিন্স_হাইয়ান

:)

প্রিন্স_হাইয়ান › বিস্তারিত পোস্টঃ

অসহায় মা

১৮ ই জুন, ২০১০ সকাল ৮:২৭

ছোট্ট একটি জীর্ন শীর্ন শিশু

সোহাগ মাখা আদরে রয়েছে মায়ের কোলে

ভিক্ষার থলি হাতে মা দাঁড়িয়ে

এক মুঠো চালের জন্য আহাজারী করছে।





স্বামী তার মৃত্যু শয্যায় শায়িত

ঘরে খাদ্যের ভান্ডার সব শুন্য

সারাদিন দ্বারে দ্বারে ঘুরে একটু খাদ্যের জন্য।



ওর মাত্র একটি ছেলে

অথচ পৃথিবী এমন নিষ্ঠুর

কেউ ওকে কাজ দেয় না

ভিক্ষা না করে ও কি করবে?

স্বার্থেতো সবাই বেহুশ--

ও কাকে এ মিনতি জানাবে?

কে ওকে অন্নের,বস্ত্রের নিশ্চয়তা দেবে?

কে ওর শিশুর মুখে হাসি ফোটাবে?



এখানেই ধরা পড়ে গেছে

স্বার্থপর মানুষের সব ফাঁকি

মা কে তুমি ভিক্ষুক সাজালে

আরও, কি রয়েছে বাকি?



শিশুটি মায়ের মুখে তাকেয়ে আছে

মায়ের চোখে অবিরত পানি ঝরছে

শিশু মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে

মা! তুমি কেঁদোনা

মা! তুমি কেঁদোনা



শুনো বিশ্ববাসী!

অসহায় এ শিশুর বানী,

এখনো সময় আছে,

ঐ ভিক্ষুক মা-কে কাছে টেনে

মুছে ফেলো তোমার পাপের গ্লানি।

তা না হলে,

ঐ শিশুও তোমাকে ছাড়বেনা

মা এর চোখের জলের বিচার চাইবে

তখন তোমাদের এ পাপী মুখ

কোথায় লুকিয়ে রাখবে?

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪৩

রাজসোহান বলেছেন: দারুন একটা কবিতা !!

১৮ ই জুন, ২০১০ সকাল ১১:৩৮

প্রিন্স_হাইয়ান বলেছেন: Dhonnobad vaiya

২| ২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: +++++++++++

২৪ শে জুন, ২০১০ রাত ৩:৫৬

প্রিন্স_হাইয়ান বলেছেন: dhonnobad

৩| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৪

চাঁপাবাজ বলেছেন: ওই বখা কইরে.......চল এটাক করি.............. X( X( X(

৪| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৫

বখাটে পুলা বলেছেন: হ চল......আক্রমননননননননন.......... X( X(

ইয়াাাাাাাাড্ডিশুম........ X( X(

৫| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: ওই বখা আর চাঁপা এইবার এইহানে আইয়া শুরু কর্সোস X((

২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:৫৯

প্রিন্স_হাইয়ান বলেছেন: আরে......কেঠা এটা... চেনা চেনা লাগে...আরে আপ্নে!!!!.........গরীবের ব্লগে বড় মাইষের পাড়া...আসেন আসেন বসেন.........ঐ তিন টায় বিতলামি করুক...আমরা ঐ দিকে না তাকাই...আসেন গপ্প করি......... :p :p :p

৬| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩০

টানজিমা বলেছেন: হ গুলি কর.......গুলি কর.....X(

৭| ২৫ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩২

টানজিমা বলেছেন: খালা, তুমি এই গুলা গুলির মাঝে আশলা কেন??? :|
সইরা জাও সইরা জাও.....গুল্লি লাগব গায়ে.......:(

টিশিয়া....... X(
টিশিয়া....... X(
টিশিয়া.......X(

২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:০৩

প্রিন্স_হাইয়ান বলেছেন: কাক্কু কিরাম আছ? মন্ডা ভালা?

৮| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৫

নীল-দর্পণ বলেছেন: চা-পান ছাড়া গপ্প করি ক্যামনে :(

২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

প্রিন্স_হাইয়ান বলেছেন: হ হ ঠিক ঠিক.........।

৯| ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৮

নীল-দর্পণ বলেছেন: আরেব্বাশ! কর্ছেন কী! আপ্পে জানলেন ক্যামতে নেবু আমার পিরিয় ;)
আর বখাতো এক্কেবারে মামুর লাহান কাম কর্সে :P

২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

প্রিন্স_হাইয়ান বলেছেন: ভালা...............খিক খিক ললজ

১০| ২৯ শে জুন, ২০১০ রাত ১০:২৭

শায়মা বলেছেন: সুন্দর লেখা।

৩০ শে জুন, ২০১০ রাত ১২:৩৫

প্রিন্স_হাইয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

১১| ০১ লা জুলাই, ২০১০ রাত ২:২৯

কি নাম দিব বলেছেন: ভালো লাগলো
++

০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৫৮

প্রিন্স_হাইয়ান বলেছেন: dhonnobad...
Suvokamona nani :P

১২| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:০৪

গানচিল বলেছেন: খুব ভাল লাগলো।

০১ লা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৪

প্রিন্স_হাইয়ান বলেছেন: dhonnobad ganchil vai

১৩| ০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫০

পাহাড়ের কান্না বলেছেন: সুন্দর ভাবনায় সুন্দর কবিতা।

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৮

প্রিন্স_হাইয়ান বলেছেন: dhonnobad paharer kanna vai, valo thakun nirontor

১৪| ০৩ রা জুলাই, ২০১০ সকাল ১০:৪৫

সাকিরা জাননাত বলেছেন: অনেক সুন্দর! হৃদয় ছোঁয়া!

শুনো বিশ্ববাসী!
অসহায় এ শিশুর বানী,
এখনো সময় আছে,
ঐ ভিক্ষুক মা-কে কাছে টেনে
মুছে ফেলো তোমার পাপের গ্লানি।

০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:৩৭

প্রিন্স_হাইয়ান বলেছেন: osongkho dhonnobad...Agami protity din hok sukher...suvokamona

১৫| ০৬ ই জুলাই, ২০১০ রাত ১:১২

টানজিমা বলেছেন: কই কোবতে কই???????.............. :-& :-&
পোষ্ট কর্বানা?....... :( :(

১৬| ০৭ ই জুলাই, ২০১০ ভোর ৫:৪৭

ডিজিটাল সময় বলেছেন: সুন্দর

০৯ ই জুলাই, ২০১০ রাত ১:১০

প্রিন্স_হাইয়ান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.