![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A strong positive mental attitude will create more miracles than any wonder drug!
কাজী সাইফুল ইসলাম বর্তমান সময়ের একজন প্রতিভাবান লেখক। সময়ের বাস্তবতায় নামটি অতি পরিচিত না হলেও তীক্ষ্ণ অন্তরদৃষ্টি এবং প্রাঞ্জল লেখনীর তিনি অতি দ্রুত পাঠকের মনে স্থান করে নিচ্ছে। একুশে বইমেলা ২০১৩’তে প্রকাশিত হয়েছে তার নতুন উপন্যাস তিক্ত আকাশ। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
তিক্ত আকাশ উপন্যাসটি মূলত সমকালীন সমাজের বাস্তবতার নিরিখে রচিত। উপন্যাসের নায়ক রুদ্র। তার জন্ম হয় অতি দরিদ্র এক পরিবারে, যারা কিনা বস্তিবাসী। একপ্রকার অন্ধকার পরিবেশে রুদ্রর বেরে ওঠা। জীবনে বেচে থাকার মৌলিক চাহিদাগুলোর অভাব সেই জন্মের পর থেকেই। যার কারনে জীবন যুদ্ধে তার অভিজ্ঞতা তিক্ততায় পরিপূর্ণ। একসময় রুদ্র তার কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে। কিন্তু গতানুগতিক ভাবে সে নিজেকে মেলে ধরে না। তার চিন্তা-চেতনায় বিশাল পরিবর্তন পরিলক্ষিত হয়। অন্ধকার জগতে বেরে উঠেও সে আলোর সপ্ন দেখে। ইতোমধ্যে রুদ্র বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে। বিশ্ববিদ্যালয়ের বাধভাঙ্গা জীবনেও কিন্তু সে তার রাস্তা হারিয়ে ফেলেনি। এখানেই গল্পটি নাটকীয় মোড় নেয়। এই পর্যায়ে রুদ্রর সাথে পরিচয় হয় ইরার। ইরা সচ্ছল পরিবার এর সন্তান। যতই দিন যায় রুদ্রর চিন্তা চেতনা এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি মুগ্ধ করে ইরা কে। সে রুদ্রর প্রতি আকৃষ্ট হয় তবে তা কখনও প্রকাশ করে না। তবে তারা দুজনেই সপ্ন দেখে একটি নিপীড়নহীন সমাজের, যেখানে মানুষের মুল্যায়ন হবে কর্মে। থাকবে না কোন বিভেদ, বৈষম্য। এভাবেই সাবলীল গতিতে এগিয়ে যায় গল্প।
নিপীড়নহীন সমাজ এবং প্রতিবাদী চরিত্রের ছবি একে লেখক মার্কসের সেই বিখ্যাত উক্তিই মনে করিয়ে দিলেন “বিপ্লব কোন রাজনৈতিক দুর্ঘটনা নয়, বরং ঐতিহাসিক প্রয়োজনীয়তার অভিব্যাক্তি”।
সমকালীন জীবনের বাস্তবতায় ভিন্ন দৃষ্টিকোণ থেকে রচিত “তিক্ত আকাশ” সকল বিবেকবান মানুষের অন্তরের সাথে মিশে যাবে।
বইঃ তিক্ত আকাশ। লেখকঃ কাজী সাইফুল ইসলাম। প্রচ্ছদঃ নিয়াজ চৌধুরী তুলি। মুল্যঃ ২০০ টাকা। প্রকাশকঃ ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
©somewhere in net ltd.