![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মণি আমি চলে যাচ্ছি।
আমি চলে যাচ্ছি এই বিশাল আকাশটা ফেলে।
আমি চলে যাচ্ছি দক্ষিণের মাতাল হাওয়া ফেলে।
মণি আমি আজ চলে যাচ্ছি সেই ছোট ছোট ভুলগুলো না করে, আজ আমি পরিপূর্ণ শুদ্ধ।
আজ আমি চলে যাচ্ছি,আমার কবিতার সাদা মেঘগুলোকে তোমার কাছে রেখে, চেয়ে দেখো মণি তারা আমাকে ছোঁয়ার জন্যে পিছু পিছু ছুটছে, কিন্তু আমি, আমি তাদের এড়িয়ে চলে যাচ্ছি, চলে যাচ্ছি বহু দূর।
মণি, যদি পারো আমায় ক্ষমা করে দিয়ো, আমি তোমায় না জানিয়েই চলে যাচ্ছি।
কারণ আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে কেউ যেতে চায় না, আর যদি একবার চলে যায় কখনো ফিরে না।
আমি আজ মুক্ত পাখিদের মত উড়ছি।
কারো সাধ্য নেই আজ আমায় ছোঁয়ার।
মণি আমি চলে যাচ্ছি তোমায় ফেলে, এই সুন্দর নীল-সবুজে মাখা আমার কবিতায়।
মণি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
মো: নিবরাজ সাল সাবিল গগন প্রিয় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম।