নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই পথ ধরেই হেঁটে যাব

রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ...

পি পি

পি পি › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবির নাস্তিকদের চেয়েও বড় নাস্তিক, কেমনে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

এখনতো দেখি নাস্তিকদের ব্লগ অথবা পোস্ট গুলার সবচেয়ে বড় গ্রাহক হয়ে গেছে জামাতি ছাগল গুলা। এখান ওখান থেকে পোস্ট সংগ্রহ করে অথবা নিজেরা প্রসব করে "অমুক নাস্তিক" এটা লিখেছেন বলে পোস্ট দিচ্ছে। লোকে তোদের এমনি এমনি ছাগল ডাকে? আরে, কোনো পোস্ট যদি কারো ধর্মানুভূতিতে আঘাত করার মত হয় , তাহলে সেটা আবার নতুন করে শেয়ার করে , আবার আরো কিছু মানুষের অনুভূতিতে আঘাত তো তোরাই করছিস। ব্যপারটা অনেকটা, একজন নারী যদি ধর্ষিত হয়, সেটা কিভাবে হইল মানুষকে বুঝানোর জন্য তারে আবার সবার সামনে ধর্ষণ করে দেখানোর মত। একজন নাস্তিক যে পোস্টটা দিয়েছে , সেটা তার বিশ্বাস থেকে দিয়েছে, হয়ত সেটা প্রথাগত বিশ্বাসের পরিপন্থী। কিন্তু তুই কি করছিস? তুই এটারে পুঁজি করে ব্যবসা শুরু করে দিয়েছিস। স্বার্থ হাসিলের জন্য ওই নাস্তিক পোস্টের মার্কেটিং তো তোরা করছিস।

আবাল কুনহানকার। ধর্মের ভিতর রাজনীতি ঢুকাইছস , এখন রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাচ্ছস। তোরা সৃষ্টির নিকৃষ্টতম জীব। ওয়াক থু:



নোট : জামাতি আবালদের এই আবলামিতে ত্যানা প্যাচক সম্প্রদায় সাপোর্ট দিয়ে ধর্ম রক্ষা করার ঢেকুর তুলতে দেখছি। তুমরাও কম আবাল না, মতান্তরে বেশি বাল পাকনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

যোগী বলেছেন: জামাতি ছাগলরা নাস্তিকদের সব চেয়ে বড় প্রচার মাধ্যম।

এখন আর নাস্তিকদের বেশি কষ্ট করা লাগেনা। ধর্মের নামে কোন কটুক্তি কোন একটা যায়গায় একটু লেখলেই হয়। জামাতিরা সেটা গোটা দুনিয়ায় ছড়ায় দিয়ে দোজাহানের অশেষ সোয়াব হাসিল করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

পি পি বলেছেন: তা যা বলেছেন মামা , নাস্তিকদের মার্কেটিং এজেন্সী হিসেবেই কাজ করছে এই বাটপার গুলা।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

চলতি নিয়ম বলেছেন: তলোদেশ পত্রিকা গত দুই দিনে তাই করছে X(( X((

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

পি পি বলেছেন: আপনি কি মহাচুদুর বুদুর রহমান সম্পাদিত "আমার দেশ" নামক দৈনিক টয়লেট টিস্যু টার কথা বলছেন?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: “জামাতে ইসলামী এমন একটি মাফিয়া বাণিজ্যিক সংগঠন যাহা রাজনীতির খোলসে ইসলামের অপব্যবহার করিয়া ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত করিবার মাধ্যমে ফায়দা হাসিল করিয়া থাকে এবং তাহাদের ফায়দার ভাগ বাটোয়ারায় অন্যান্য রাজনৈতিক দলকে সময় ও সুযোগ মত লাভবান করিয়া থাকে। উল্লেখ্য যে, এই মাফিয়া সংগঠন হইতে ফায়দা গ্রহনের জন্য আদর্শ ও নীতিবিবর্জিত রাজনীতিক, সুশীল, মিডিয়াকর্মী এবং আস্ত রাজনৈতিক দলও তাহাদের সাহিত প্রকাশ্যে এবং গোপনে সুসম্পর্ক স্থাপন করিয়া তাহা দৃঢ়ভাবে ধরিয়া রাখে। জামাতের দুর্দিনে সুবিধাভোগী এই সকল গোষ্ঠী প্রকাশ্যে ও গোপনে জামাতকে রক্ষা করিবার নিমিত্তে বিভিন্ন কৌশলে আন্তরিক দায়িত্ব পালন করিয়া থাকে। জামাতের নামের পশ্চাতে ইসলামী শব্দটি যুক্ত থাকিলেও বুঝিতে হইবে যে জামাতের প্রকৃত নাম হইল জামাতে মুনাফিক। ”

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

পি পি বলেছেন: হে হে হে "জামাতে মুনাফিক"
জবের বইলেছ মাঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.