![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকলে আজ ৭ বছরে পা রাখত সে। তোমরা যারা আজ সাত বছর বয়েসী, তোমাদের মত করে হাঁটত, খেলত, বায়না ধরতো, রাগ করতো, দুঃখ পেত। হাঁটতে গিয়ে হোচট খেলে হাত বাড়িয়ে দিত সাহায্যের জন্য, কখনো বা জেদ করে বাড়ানো হাত ঠেলে সরিয়ে দিতো। এসব কথায় এখন কি কাজ। সে তো নেই। সব সুখ-দুঃখ, অনুভূতি, মায়ার অনেক অনেক উর্ধে। যেখানেই থাক অনেক অনেক সুখে থাকিস। আমি জানি আকাশের সব চেয়ে উজ্ঝল তারাটি তুই। অপেক্ষায় আছি কখন ঈশ্বর আমাকে ১টা স্বাভাবিক মৃত্যু দেবেন। তারপর দু'জনে মিলে একসাথে জ্বলবো মিটি মিটি মিটি মিটি ... অনন্তকাল।
যুগ যুগ বেঁচে থাকব সনু-সোনাই।
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:০৭
পি পি বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ গিরিনদী
২| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এম এম কামাল ৭৭ বলেছেন: মন ছুয়ে গেল।
১৫ ই মে, ২০১৩ রাত ৯:২৯
পি পি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২
গিরিনদী বলেছেন: এই সব লেখা পড়ার পর কি লিখব বুঝে উঠতে পারি না। শুধু এই টুকু বলি আপনি ভাল থাকুন আপনার হারিয়ে যাওয়া তারাটিও ভাল থাকুক যেখানেই থাকুক।