![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল মানুষের নৈতিক অবক্ষয় চরমে পৌছেছে। বাংলাদেশের কথাতো ভিন্ন। সমাজ সংস্কারের মাধ্যমেই একটি জাতীর ভাগ্য পরিবর্তন হতে পারে কিন্তু বাংলাদেশ সরকারের অব্যবস্থা এবং আইন/ধর্মেরপ্রতি অশ্রদ্ধা নারী সমাজকে আরো কঠিন পরিস্থতির সম্মুখীন করছে।
আমি যে দেশে বর্তমানে অবস্থান করছি এখানে ৩০%মানুষের কোন ধর্ম নেই অর্থাৎ ধর্মে বিশ্বাসী নয়।বাকি প্রায় সবই খ্রীস্টান বৈদ্য। নারীরা তাদের ইচ্ছে মত চলে। রাত ২টা নেই ৫টা নেই,আলো আধারের কোনো প্রশ্ন নেই, সবাই স্বাধীনতা নিয়ে চলে। তা সত্তে ও আইনের প্রতি ভয় ও শ্রদ্ধার কমতি নেই।
বাংলাদেশ একটি মুসলিম অধ্যূষিত দেশ হওয়া সত্তেও নারীদের প্রতি যেভাবে যৌন নিপীড়ন চালাচ্ছে তা আতঙ্কের বিষয়।
বুক ভরা আশা নিয়ে অনেক শিশু বড় হওয়ার সপ্ন দেখে কিন্তু যৌন নিপীড়নের শিকার হয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে।
ব্যপারটা কিছুটা হাস্যকর মনে হলেও ফলটা মারাত্নক, যদি ধর্ষক সংখায় ১ বা২ জন হয় শরীরের সবটুকু শক্তি দিয়ে, দু পায়ের মাঝখানে অন্ডকোষে নিচ থেকে পা দিয়ে জোরে আঘাত করুন। দেখবেন ধর্ষকের উত্তেজনা মূহুত্যেই উধাও। উন্নত বিশ্বে এ ফর্মূলা ব্যবহার করে মেয়েরা ভালো ফল পায়।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
১১স্টার বলেছেন:
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
পাখির ডানা বলেছেন: "বুক ভরা আশা নিয়ে অনেক শিশু যৌন নিপীড়নের শিকার হয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছে।"
এইটা কিতা কইলেন?বুঝবার পারতাছি না !! :-&
প্রক্রিয়াটা কামের বলেই জানি। :>
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
মিষ্টি কথন বলেছেন: Blade kousol bebohar kora jete pare. Uttejito hole purosango korton. Maje maje potrikay dekhi bhavi kortik debore lingo korton.
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
অপলক বলেছেন: এমন একটা ভ্যাকসিন আবিষ্কার করা দরকার, যা বাধ্যতামূলক ভাবে প্রাপ্তবয়স্ক অবিবাহিত পুরুষদের দিতে হবে এবং যে ভ্যাকসিন একবার নিলে পরবর্তী ৫ বছর কোন যৌন আকঙ্কা জাগ্রত হবে না।
যারা ধর্ষন কাজে লিপ্ত হবে, তাদের ১ম বারের জন্যে একটা অন্ডকোষ, ২য় বার করলে ২টা কেটে ফেলে দিতে হবে। কিংকর হয়ে বেঁচে থাকার মজা তখন বুঝবে। এর পরেও যদি সে ধর্ষনে অন্যকে সহযোগিতা করে, তাইলে ডাইরেক্ট ফাসি।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
প্রবাস৩৩ বলেছেন: ম্যাক ও পাখির ডানাকে--
শিশুরা বড় হওয়ার সপ্ন দেখে কিন্তু শিশু বয়সেই ধর্ষীতা হয়ে মৃত্যুর পথ বেছে নেয়......।ধন্যবাদ
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
অপলক বলেছেন: শিশুরা কামরাতে পারে ভাল। ওদের শেখাতে হবে যে, কেউ এরকম করলে নাকে এমন এক কামড় বসাতে যাতে ধর্ষকের নাক কাটা যায়।
আর মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে + পিশাচের সংখ্যা ৩ এর বেশি হলে, ছলে বলে কৌশলে জিনিসটা মখের ভেতর নিয়ে এক কামড়ে ছিড়ে নিলেই হল। প্রধান ধমনী দিয়ে রক্ত ফিনকির মত বের হবে। ডাক্তার ছাড়া উপায় থাকবে না তাকে বাঁচানোর। গ্রপ সেক্স এ একজনের এমন অবস্থা করতে পারলেই অন্যরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। মনে হয়, সে যাত্রা মেয়ে টি রক্ষা পাবে।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
প্রবাস৩৩ বলেছেন: অপলক--
বাংলাদেশে সর্ব
প্রথম দরকার বেকারত্ব ঘোচানোর মহাপরিকলপনা
দিত্বীয়ত,বিদ্যূৎ-যোগাযোগ ব্যবস্থার মহাপলিকল্পনা,তবেই জনগন রক্ষা পেতে পারে। ধন্যবাদ
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সুলাইমান হাসান বলেছেন: :-& :-& :-& :!>
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
মাক্স বলেছেন: বুক ভরা আশা নিয়ে অনেক শিশু যৌন নিপীড়নের শিকার হয়ে...
ঠিক বুঝলাম না