নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি

প্রবাস৩৩

মানুষ আমি

প্রবাস৩৩ › বিস্তারিত পোস্টঃ

ওরা পশুর চেয়েও অধম,মানুষ রূপী পশু।

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

অবৈধ পথে টাকা রোজগার করতে করতে আর নিরীহ অসহায় মানুষদের অত্যাচার করতে করতে ওদের কেউ কেউ পশুর চরিত্র ধারন করেছে।তা না হলে একজন পুলিশের এস আই ঘুষ দাবী করে না পেয়ে অপরাধ ছাড়াই গ্রেফতার করে অস্র মামলায় ঢুকায়। আবার কেউ কেউ ঘুষ না দিলে গ্রেফতার করেই অমানুষিক অত্যাচার করে মুহূর্তের মধ্যে লাশ বানিয়ে ফেলে। যেমনটি মিরপুরে সদ্য ঘটল। ওরা নিজেদেরকে সেকেন্ড গড মনে করে। আর ওদের রক্ষা করে উপড়ের পশু গুলোয়। এটাও কি দেশ ? এটাও কি গনতন্ত্র? অথচ বিদেশে একজন নাগরিক বা বিদেশীই হোক পুলিশ কত সম্মান করে চলে। অনেক সময় দেখা যায় মদ খেয়ে মাতলামি করছে পুলিশ সাহায্য করতে এসে পুলিশই বার বার মার খায়। তবুও সম্মান করতে ভোলে না।আর আমাদের পশুগুলোর কান্ড দেখুন।আল্লাহ ওদের তুমি হেদায়াত করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.