নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি

প্রবাস৩৩

মানুষ আমি

প্রবাস৩৩ › বিস্তারিত পোস্টঃ

সুপারস্টার রোনালদো একজন অমুসলীম এবং জার্মানীর স্টার ওজিল এর নৈতিকতা।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৮

সদ্য শেষ হলো বিশ্বকাপ।আনন্দ বেদনার রেশ এখনো কাটেনি।শক্তি সামর্থ্য দিয়ে বিশ্বকাপ জার্মানী নিয়ে গেছে। আর সুপারস্টার রোনালদোর দেশ পর্তুগাল আগে ভাগেই বিদায় নিয়েছিল। দেখুন রোনালদো অমুসলীম হলেও তার নৈতিকতা কত প্রখর। আর ওজিল বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে কোরআন তেলাওয়াত করে মাঠে নেমেছেন এবং রোজাও ছিলেন। ওজিল তার বিশ্বকাপের প্রাইজ মানি প্রায় ৫লাখ ইউরো সব দিয়ে দিবেন গাজার শিশুদের সহায়তায়।রোজার শেষপ্রান্তে এসে সবাই ঈদের আয়োজনে ব্যস্ত। কিন্তু ইহুদি ইসরাইল পবিত্র রমজানে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে নিরিহ মানুষ হত্যা করে চলছে।যার সিংহ ভাগই শিশু। উল্লেখ্য বিধর্মী দেশের একজন মুসলমান ওজিল। আর কিছুদিন আগে পর্তুগালের সাথে ইসরাইল এক প্রীতি ম্যাচ খেলেছিল,খেলা শেষে ইসরাইলের এক খেলোয়ার রোনালদোর সঙ্গে জার্সি বদল করতে চাইলে রোনালদো বলে,আমি কোনো খুনিদের সঙ্গে জার্সি বদল করিনা। উল্লেখ্য রোনালদো এবং তার দেশ অমুসলীম।এদের নৈতিকতার সাথে বিশ্ব মুসলমানদের যদি সামান্যও মিল থাকতো তাহলে কি আমেরিকার শক্তি সামর্থ্য নিয়ে ইসরাইল এই সাহস পেতো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪২

শেখ মফিজ বলেছেন: তথ্যের সঠিকথা কোথায় পাওয়া যাবে ।

২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

রাজিব বলেছেন: গাজার শিশুদের জন্য টাকা দেবার কথা ওজিলের প্রতিনিধি অস্বীকার করেছেন। সে টাকা দিলেও কোন সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কিন্তু ভুয়া তথ্য দিয়ে ওজিলকে খাঁটি ইমানদার মুসলমান বানিয়ে তারপর তথ্য মিথ্যা প্রমানিত হবার পর আমাদের ধর্মকে হাসির পাত্রতে পরিনত করে কি লাভ? অজিল বিশ্বকাপের সময় রোজাও রাখেনি, ওজিল গাজাতে কোন টাকা দেয়নি। আর অজিল তার গার্ল ফ্রেন্ডের সঙ্গে লিভ টুগেদার করে। এগুলো তার ব্যক্তিগত ব্যপার এবং আমাদের সমালোচনা করার দরকার নেই। কিন্তু এমন একজন লোককে ইসলামের রোল মডেল বানিয়ে আমাদের ধর্মকে হাস্যকর করার চেষ্টা নিন্দনীয়

৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

রিফাত হোসেন বলেছেন: কিসের সাথে কি মিলালো !

ভুয়া তথ্য শেয়ার করেন কেন ?

৪| ১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

হেডস্যার বলেছেন:
আনন্দে চোক্ষে পানি আয় পর্ছে।


Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.