নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন নিজেকে এবং দেশকে ভালবাসী

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

প্রবাসী১২

সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি

প্রবাসী১২ › বিস্তারিত পোস্টঃ

মসজিদে প্রবেশের পর দু'রাকাত নামাজ পড়া প্রসঙ্গে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন দু'রাকাত নামাজ না পড়ে বসোনা যেন। বুখারী ও মুসলিম।

আমাদের দেশে এ সুন্নতটি অনেকটা অবহেলিত। অথচ খুতবা দেয়ার সময়ও এ নামাজ আদায় করার জন্য হাদিস শরিফে আদেশ দেয়া হয়েছে।

ইসলাম সম্পূর্ণভাবে একটি জ্ঞানভিত্তিক জীবন-বিধান। আর এ জ্ঞানের আধার শুধু মাত্র কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম। কোন ব্যাক্তি অবশ্যই নন। তিনি যেই হোন না কেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৮

সাফরিনলিপি বলেছেন: বাহিরের দেশ গুলোতে এ নামাজ আদায় করার প্রচলন আছে । আপনাকে ধন্যবাদ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

প্রবাসী১২ বলেছেন: আমাদের দেশে বরং লাল বাতি জালিয়ে এ নামাজকে নিষিদ্ধ করা হচ্ছে। এ দায়িত্ব কে নেবে?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

যমুনার চোরাবালি বলেছেন: ''দুখলুল মসজিদ'', মসজিদে ঢুকেই এই ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ম বলেই জেনে এসেছি। নিজেও কয়েকবার সম্ভবত পড়েছি। কিছু কিছু মানুষদের পড়ছে দেখি। তবে বেশিরভাব মানুষই এই নামাজ আদায় করেননা বলেই আমার মনে হয়। আর বেশিরভাগ মানুষদের বেশিরভাগই এই বিষয়ে সম্ভবত তেমন অবগত নন। অথবা কিছুটা গাছাড়া ভাব ও অলসতাও এর জন্য দায়ী।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

প্রবাসী১২ বলেছেন: ধন্যবাদ। যারা জানেননা নাম তাদেরকে জানােনা আমাদের কাজ। আল্লাহ আমাদেরেক তৌফিক দিন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাংলাদেশের মানুষ জানলেও অবহেলা করে। দুখলুল মসজিদ নামাজটা মসজিদে হাজিরা বা উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে পড়া হয়।

অনেকে জুম্মার দিন মসজিদে আগে আগে গেলে শুধু পড়ে এ নামাজ। আর আজকাল তো জুম্মার নামাজে আরেক ফ্যাশন হয়ে দাড়িয়েছে যে, ঠিক খোতবা শুরুর আগে দিয়ে মসজিদে ঢোকে ইমামের সঙ্গে দু রাকাত পড়েই বের হয়ে যায় মসজিদ থেকে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

প্রবাসী১২ বলেছেন: ধন্যবাদ। সুনানত নামাজের মধ্যে এ নামাজটির প্রতিই সবচে' অধিক গুরুত্ব আরোপ করা হয়েছেম আর সে বিষয়েই আমরা অলসতা করছি।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

মদন বলেছেন: ++++++++++++

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:০১

রিফাত হোসেন বলেছেন: ফরজ আদায় করতে দেন, :) জুম্মার খুতবার দিন বাদে বাকি ফরজ নামাজ যেন শেষ করতে পারি তৌফিক দেন ।

সুন্নত নফল সবই সম্ভব । ঘরে ঢুকতেও ২ রাকায়াত নফল পড়ে নিতে পারেন ।

নিয়তই নিয়ে যাবে ভাই । ...
এইটা না পড়াকে বাকা চোখে দেখে, অমুক পড়েছে বা অমুক দেশ পড়েছে বলার কারন নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.