নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন নিজেকে এবং দেশকে ভালবাসী

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

প্রবাসী১২

সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি

প্রবাসী১২ › বিস্তারিত পোস্টঃ

একজন সাধারন মানুষকে গাল মন্দ করাও যখন অপরাধ, তখন মোহাম্মদ বিন আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে গাল মন্দ করা কোন ধরনের বাক স্বাধীনতা?

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

আমি যে-ই হই না কেন, কোন পর্যায়ের কোন মানুষকে আমি গাল মন্দ করতে পারিনা। পৃথিবীর সকল যুগে সব সমাজে এটা অপরাধ। যিনি একাজটি করেন, তিনি মন্দ হিসেবেই পরিচিত হয়ে থাকেন।
তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কোন ধরনের বাক স্বাধিনতা? যাঁর কোন কথা, কোন কাজ মন্দ বলার কোন উপায় নেই, মানবতার জন্য, মানুষের কল্যানে যিনি তাঁর সকল কিছু উতসর্গ করেছিলেন, যাঁকে নিজ জীবনের চেয়েও বেশী ভালবাসে শতকোটি মানুষ, যাকে মন্দ বল্লে শতকোটি মানুষের মন ভাঙ্গে, তাঁকে নিয়েই কেন বাক স্বাধিনতার এ সম্পুর্ণ বিরল চর্চা?

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: যারা এ কাজটি করে তারা অন্ধ এবং শয়তানের সাগরেদ ।। আল্লাহ তাদের জন্যি
দুযখ বানাইয়াছেন ।।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

প্রবাসী১২ বলেছেন: আল্লাহকে বিশ্বাস করলেতো কোন সমস্যা হতোনা। ধরে নিলাম সে নাস্তিক, তবুওকি কাউকে গাল মন্দ করা সাপোর্ট করা যায়?

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

Avey hvixd বলেছেন: আল্লাহর পরিবর্তে মানুষের আইন মেনে আল্লাহকে অপমান করা হচ্ছে পৃথিবীব্যাপী এ নিয়ে কোন মন্তব্য, দাবী বা আন্দোলনতো করা হচ্ছে না, এটা কি আপনার চোখে পড়েনি? আপনারা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহর চেয়েও মর্যাদাশীল মনে করেন?

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

প্রবাসী১২ বলেছেন: আল্লাহ আমাকে আন্দোলন করতে বলেননি। আল্লাহ বলেছেন শুধু মানুষকে বিষয়টা বুঝাতে, অবশ্য এটাও একটা আন্দোলন। আমি সেটা আমার মত করে করছি। আমার গন্ডি যতটুকুন কভার করে।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

প্রবাসী১২ বলেছেন: ভাই আপনাকে অন্যরকম মনে হচ্ছে। আপনি যদি আপনার কথাটি সঠিক ভাবে বলে থাকেন, তাহলে আপনার কথার মধ্যে আমি কিছু গন্ধ পাচ্ছি।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা অবশ্যই এর জন্য তীব্র প্রতিবাদ জানাতে পারি, কিন্তু কাউকে হত্যা করতে পারি না। আমাদের ধর্ম এত হালকা নয়, আমাদের নবী এত হালকা নয় যে কিছু পাগল ছাগল ইসলাম ধর্ম এবং নবীকে নিয়ে খারাপ কিছু বললেই আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে তা তাঁর বা ইসলামের মর্যাদা ক্ষুন্ন হবে।

আল্লাহ নিশ্চয় ভালো জানেন এবং সবর করা মুসলিমদের জন্য খুবই প্রয়োজন। সকল প্রকার উসকানি ঠান্ডা মাথায় সামলাতে হবে। নইলে বিপদ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

প্রবাসী১২ বলেছেন: আপনি ঠিক বলেছেন। ইসলাম কন্ট্রোল হচ্ছে আরশের উপর হতে। ওখানে পৌছার সাধ্য কারো নেই, ইসলাম আপন গতিতে এগোবেই। আমরা সত্যটা বলে যাবো, মন্দটার ব্যাপারে সবর করবো, এটাই আমাদের করনীয়।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

সুস্মিতা গুপ্তা বলেছেন: সহমত

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

প্রবাসী১২ বলেছেন: ধন্যবাদ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

সরদার হারুন বলেছেন: আগে বলুন আবার কে ? কখোন ? কোথায় ? তাঁকে কটু কথা বলেঁছ ?

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

প্রবাসী১২ বলেছেন: আমি ফরাসী কার্টুনিষ্টের কথা বলছি।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭

সোহেল মাহমুদ বলেছেন:
কাল্পনিক ভালোবাসার সাথে সহমত।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

প্রবাসী১২ বলেছেন: কোনটি কাল্পনিক ভালবাসা?

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

শাহরীয়ার সুজন বলেছেন: মুসলমাদের ক্ষ্যাপীয়ে দেয়ার জন্যই বির্ধমী আর নাস্তিকরা এই কাজটা করে। এটা তাদের পুরনো কৌশল।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

প্রবাসী১২ বলেছেন: ইসলামকে দমিয়ে রাখার কৌশল হিসেবে তারা এটা করছে মনে হয়, তবে তারা বোকা স্বর্গে বাস করছে। ইসলাম আপন গতিতে এগোবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.