| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী১২
সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি
আমরা দেখিনি পৃথিবীর দীর্ঘ ইতিহাসে কেউ কাউকে নির্মুল করতে পেরেছে, তবে ইতিহাসের প্রতিটি সৈরাচারের করুন পতন ঘটেছে সবসময়। নির্মুলের সবচে' জঘন্য অপারেশন চলেছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত্তাসলীম এর বিরুদ্ধে, যখন তিনি একা ছিলেন। সেটাও ব্যর্থ হয়েছে।
বিএনপির মত একটি দলকে নির্মুল করা সম্ভব নয়। আওয়ামি লীগকেও নির্মুল করা সম্ভব নয়। আর নির্মুলের কথাটিইবা আসবে কেন? নির্মুলবাদিতা একটি লষ্ট প্রজেক্ট। এটি অমানবিক ইবলিসতন্ত্র। মানবতা বিরোধি জঘন্য অপরাধ সংগঠন ছাড়া এ তন্ত্রে আর কিছু সম্ভব নয়। আমাদের মধ্যে কোন ধর্মীয় বিবেধ নেই, কোন জাতিগত বিবেধ নেই, কোন আঞ্চলিক বিবেধ নেই। শুধুমাত্র রাজনৈতিক কারনে সামান্য মতপার্থক্য আছে। এর জন্য নির্মুল কথাটি কেন আসবে? কালকের আওয়ামি লীগ আজকের বিএনপি। সবইতো এক। তাহলে কেন এ জিঘাংষা?
দয়া করে বন্ধ করুন। নিজেকে নিজে ধ্বংশ করার এখেলা এখনই বন্ধ করুন। এটা সম্ভব, খুবই সম্ভব। শুধু একটু বিবেকের প্রয়োজন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০২
প্রবাসী১২ বলেছেন: চেস্টার স্তর আছে। এক সের ওঠাতে যে শক্তি প্রয়োজন, ৪০ সের ওঠাতে ৪০গুন শক্তি প্রয়োজন। তা না থাকলে ওঠানো যাবেনা। এখন প্রয়োজন সাদা পতাকা হাতে সকলের মাঠে নামা। আমাদের আওয়ামিলীগ ও বিএনপি দুটিই প্রয়োজন। কোন একটির নির্মুল অন্যটিকে আরো সৈরাচারী হিংস্র করে তুলবে। ভারসাম্য হারাবে। "সচেতন জনসাধারন"ই পারে সংকট উত্তরনের সহজ পথ দেখাতে। এটাই ফাষ্টএন্ডবেস্ট অপশন।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
ঢাকাবাসী বলেছেন: দুটোকেই তাড়ান।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
নিলু বলেছেন: চেষ্টা করতে থাকি আমরা , লিখে যান