নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন নিজেকে এবং দেশকে ভালবাসী

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

প্রবাসী১২

সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি

প্রবাসী১২ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দেখি আমার শালিকা আমাকে ভালবাসে।

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৮

মানুষ হিসেবে সে খুবই ভাল। দারুন সুন্দরী। পারিবারীকভাবে তার সাথেই আমার বিয়ের প্রস্তাব হয়েছিল। দু'জনের বয়সের হিসেবে সেটাই ঠিক ছিল। কিন্তু আমি বিয়ে করেছি তার বড় বোনকে। এটা হয়তো কপালের লিখন। বিয়ের পর হতে শালিকার সাথে আমার সম্পর্কটা ভাল যাচ্ছেনা, সে আমার সাথে রাগারাগী করে, আমিও তাকে বকাঝকা করি, যদিও দেখি আড়ালে সে আমার জন্য কাঁদে।
অম্ল-মধুর সম্পর্কটি ভালই যাচ্ছিল। হঠাত একরাতে স্বপ্নে দেখি, সে আমাকে প্রচন্ড ভালবাসে। রাস্তায় আমাকে দেখেই আমাকে জড়িয়ে ধরে, যেন বহুশত বছরের অপেক্ষার পর ভালবাসার দুজন মানুষের মিলন হয়েছে, চারপাশের সকল কিছু স্থির হয়ে এ দৃশ্য দেখছিল। যেন জিবন্ত সিনেমা। পরপর বেশ ক'দিন আমি তাকে এভাবে স্বপ্নে দেখতে থাকি। প্রায় প্রতিরাতে। সবকটি স্বপ্নই খুবই ঘনিষ্ঠ। বিষয়টি আমার মানষিকতার উপর রেখাপাত করে। আমি খুবই ডিষ্টার্বড ফিল করতে থাকি। স্বপ্নের মত করে ওকে আদর করতে মন চাইতে শুরু করে, কি কারনে জানিনা হঠাত করে সে প্রায় প্রতিদিনই আমাকে তার বাসায় যেতে বলা শুরু করলো, আমি যেতে না চাইলে ও ভিষন পিড়াপিড়ী করতো, শেষে আমাকে যেতেই হতো। আবার বাসায় ফিরে শোয়ার সাথে সাথে সে আমার কাছে চলে আসতো, অকল্পনীয় সব আদরে সে আমাকে ভাসিয়ে দিতো।
বাধ্য হয়ে আমি তাকে বল্লাম আমাকে এভাবে যেন সে আমাকে আর ডাকে। সে খুব মন খারাপ করলো, খুব পীড়াপিড়ি করতে লাগলো কারন জানার জন্য। অবশেষে আমি তাকে সব কিছু খুলে বলি। তাতেও সে দমেনি। প্রায় প্রতিদিন আমাকে বাসায় দাওয়াত খাওয়ানোর নামে ডেকে নিতো। আমার জন্য বিষয়টি মহাসংকটের মত মনে হলো। অবশেষে তার ফোন রিসিভ বন্ধ করে দিলাম। তার বাসায় আর যাচ্ছিনা। তার সাথে কথা বলছিনা। কিন্তু প্রায়ই সে আমার বাসায় আসে, সবাই জানে তার সাথে আমার একটা সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটা কি সেটা কেউ জানেনা।
অনেক দিন হয়ে গেলো তার সাথে কোন যোগাযোগ নেই, কিন্তু এখনো তাকে ওভাবেই স্বপ্নে দেখি। আমি কষ্ট পাই। কিন্তু তার সাথে আর যোগাযোগ করছিনা। সবসময়ই ও আমার খুব আদরের ছিলো কিন্তু স্বপ্নে যেভাবে আসে এভাবে কখনো ভাবিনি। দুষ্ট স্বপ্ন আমার কাছ থেকে আমার প্রিয় শালিকাটি কেড়ে নিলো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৬

আরণ্যক রাখাল বলেছেন: আহারে

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রবাসী১২ বলেছেন: থ্যান্ক্যু

২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৩

নোয়াখাইল্ল্যা বলেছেন: চটিবই লেখেন, ভবিষ্যতে ভালো করবেন। নষ্টামির সিমা থাকা দরকার

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২

প্রবাসী১২ বলেছেন: অসীম নষ্টামীর কি দেখলেন?

৩| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

সত্যের পথে আরিফ বলেছেন: সু শীল না?

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

প্রবাসী১২ বলেছেন: না ভাই, কঠিন শীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.