![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি
ঢাকা যানজটে নাকাল একটি শহর। ঢাকার পশ্চিম হতে পূর্বে, দক্ষিণ হতে উত্তরে যতায়াতের কোন সহজ রাস্তা নেই। বড় আশ্চর্য্যের বিষয় হলো, দক্ষিণ হতে উত্তরে যাওয়ার সবচে' সহজ রাস্তাটি আমরা ব্যবহার করছিনা।
সোনারগাও হোটেলের নিকট হতে গুলশান ১ ও ২ হয়ে জোয়ার সাহারা পর্যন্ত অতি চমতকার সম্পূর্ণ প্রস্তুত একটি নৌ-রুট আমরা সম্পূর্ণ অজানা কারনে ব্যবহার করছিনা। এতে কোটি কোটি টাকা, কোটি কোটি ঘন্টা সময় সাশ্রয় হবে। যানজটে শুধু অর্থ আর সময়ই নষ্ট হয়না, এতে কাজ করার মানষিকতাও নষ্ট হয়।বহুবিধ উপকারী এ' নৌ-পথ অবিলম্বে চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী রইলো। দেশ ও জনগনের স্বার্থে এ বিষয়ে সকলকে সোচ্চার হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১১
প্রবাসী১২ বলেছেন: এ প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করলে এটা বাস্তবায়ন সম্ভব। এর মধ্যে তেমন কোন খরচ নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬
ছাসা ডোনার বলেছেন: ধন্যবাদ , খুবই গুরুত্তপুর্ন একটা তথ্য। ওবায়দুল কাদের সাহেব চোখ দুটো খুলুন দেখবেন আপনার চারিপাশে প্রচুর অসমাপ্ত কাজ রয়েছে যেগুলো করলে আমাদের দেশের মানুষের উপকার হবে আপনার নাম ও মানুষের হ্রদয়ে লেখা থাকবে। নৌ পথ চালু করলে জলাশয় পরিস্কার থাকবে , ভূলে যাবেন না জলাশয়ের দুইপাশ ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করতে যেন দুই পাশদিয়ে মানুষ পায়ে হেটে নদীর পাশ দিয়ে চলাচল করতে পারে এবং যানবাহন চলাচলের কারনে দুই পাশ ভেংগে না পরে।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৩
প্রবাসী১২ বলেছেন: এত অল্প খরচে এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ নৌপথ তৈরীর সুযোগটি নষ্ট করা দুর্ভাগ্যজনক। আমাদের সকলকে এ ব্যাপারে সোচ্চার হওয়া জরুরী। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯
রাঘব বোয়াল বলেছেন: ম্যাপ দিয়ে একটু বিস্তারিত ইনফো দিলে উপকার হইত।আমি বুঝতে পারছিনা যে সোনারগাও হোটেলের পিছন হতে জোয়ার সাহারা পর্যন্ত কোন নৌরুটটির কথা বলছেন?
১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০
প্রবাসী১২ বলেছেন: হাতির ঝিলের সোনারগোঁও হোটেল পয়েন্ট থেকে শুরু করে উত্তর-পূর্ব দিকে এসে পুলিশ প্লাজার পূর্ব পাশ দিয়ে গুলশান ১ ও ২ হয়ে ইউনাইটেড হাসপাতালের পাশ পর্যন্ত প্রায় ১২কিঃমিঃ পথ নৌ-পথ হিসেবে ব্যবহার করা সম্ভব। এটি ৯০% রেডি। খুব অল্প সময়ের মধ্যে এটাকে সম্পূর্ণ প্রস্তুত করা সম্ভব। এতে রাজধানী ঢাকার মধ্যে একটি আর্থ-সামাজিক-বিনোদন-পরিবেশগত ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। হাতির ঝিল হতে পূর্ব দিকে বাল নদী পর্যন্ত এটাকে প্রসার করা সম্ভব। অনু্গ্রহ করে গুগল ম্যাপ দেখুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
মামু১৩ বলেছেন: দেশের উন্নয়নের কেবল সাম্ভাবনা দেখা দিয়েছে; ওমনি সকল সমস্যা সামনে হুমরি খেয়ে পরল। প্রতিদিন ২০/২৫ মরে রোড একসিডেন্টে! রাস্তা ঘাট নাই, নাই আইন জানা/মানা জনগণ। অসম উন্নয়নের বলী হবে হাজার হাজার মানুষ।