| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী১২
সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি
ঢাকা যানজটে নাকাল একটি শহর। ঢাকার পশ্চিম হতে পূর্বে, দক্ষিণ হতে উত্তরে যতায়াতের কোন সহজ রাস্তা নেই। বড় আশ্চর্য্যের বিষয় হলো, দক্ষিণ হতে উত্তরে যাওয়ার সবচে' সহজ রাস্তাটি আমরা ব্যবহার করছিনা।
সোনারগাও হোটেলের নিকট হতে গুলশান ১ ও ২ হয়ে জোয়ার সাহারা পর্যন্ত অতি চমতকার সম্পূর্ণ প্রস্তুত একটি নৌ-রুট আমরা সম্পূর্ণ অজানা কারনে ব্যবহার করছিনা। এতে কোটি কোটি টাকা, কোটি কোটি ঘন্টা সময় সাশ্রয় হবে। যানজটে শুধু অর্থ আর সময়ই নষ্ট হয়না, এতে কাজ করার মানষিকতাও নষ্ট হয়।বহুবিধ উপকারী এ' নৌ-পথ অবিলম্বে চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী রইলো। দেশ ও জনগনের স্বার্থে এ বিষয়ে সকলকে সোচ্চার হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
©somewhere in net ltd.