| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী১২
সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি
এই চিঠি ইংল্যান্ড, সুইডেন ও নরওয়ের রাজা ২য় জর্জ এর পক্ষ হতে মুসলিম খলিফা ৩য় হিশামের প্রতি, আন্দালুসের মহিমান্বিত ও সম্মানিত রাজা: শিক্ষা ও শিল্পের আলোকিত প্রতিষ্ঠানের আলোয় আপনার উর্বর দেশ আলোকিত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। তাই আমি ইচ্ছা পোষন করছি যে, আমাদের সন্তানেরা আপনাদের সে মহত্বের নমুনা সংগ্রহ করবে; যাতে করে আমাদের চারপাশ হতে অন্ধকারাচ্ছন্ন দেশে জ্ঞানোর আলো ছড়িয়ে দেয়ার জন্য আপনাদের অনুসরনের একটা সুন্দর শুরু হতে পারে।এ জন্য আমরা ইংল্যান্ডের সম্ভ্রান্ত মেয়েদের একটা টিম নির্বাচন করেছি, আমার ভাতিজি প্রিন্সেস দোবান্ত এর নেতৃত্বে, আপনার করুনা ও মহানুভবতায় যে তার সংগিনীদের সাথে আপনার মহত্বের দৃষ্টিতে থাকবে বলে আশা করি; যাতে করে তারা সঠিকভাবে শিক্ষা গ্রহন করতে পারে। ছোট প্রিন্সেসের সাথে আমরা একটি নগন্য উপহার প্রেরণ করেছি; আশা করি আপনি তা গ্রহন করবেন। সম্মান ও ভালবাসার সাথে: আপনার অনুগত সেবক জর্জ, ইংলান্ডের রাজা)
©somewhere in net ltd.