| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী১২
সুন্দর মন সুন্দর ব্যবহার পছন্দ করি
সোনারগাঁও হোটেল হয়ে সামনে এগুলেই নতুন একটি ফ্লাইওভারের জন্ম প্রত্যক্ষ করা যাচ্ছে। অতি অদ্ভুতভাবে ফ্লাইওভারটি হঠাত করে রেল ক্রসিং এর আগেই থামিয়ে দেয়া হয়েছে। অথচ ফ্লাইওভারটি রেল ক্রসিং পার হওয়ার বিষয়টি একটি অতি প্রাইমারী ইস্যু এবং খুবই সাধারন জ্ঞানের কথা। কিন্তু প্রকৌশলী মহোদয় মনে হয় তেজগাঁও এর দিক থেকে এসেছেন, যে কারনে তিনি রেল ক্রসিংটা দেখেননি। দেখে থাকলে তিনি এভাবে ফ্লাইওভারটির গতিরোধ করতেননা।
কেউ কি আছেন যিনি প্রকৌশলী মহোদয়কে ডেকে এনে এ অতি দৃষ্টিকটু, জ্ঞানকটু, রুচিকটু বিষয়টি জানিয়ে এর সহজ সমাধানটি করে দেবেন?
©somewhere in net ltd.