![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই
মিরাজকে বাড়ি করে দেয়া নিয়ে এক প্রবাসির মন্তব্য:
যখন কোন একজন খেলোয়াড়কে রাষ্ট্রীয় খরচে ঘর-বাড়ি তৈরী করে দেয়া হয়; তখন বুঝতে হবে ঐ সমাজ রাইট ট্র্যাকে নেই। একজন খেলোয়াড় একদিন ভাল খেললেই তাকে রাষ্ট্রীয় খরচে ঘরবাড়ি তৈরী করে দিতে হবে কেন ? ক্রিকেট খেলা কোন পূনর্বাসন কেন্দ্র নয়। যেই কাজ বড়জোর একটা প্রাইভেট কোম্পানি করে দিতে পারে, ভোটের আশায় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ খরচে করে দিলেও তা মেনে নেয়া যায়। সেই কাজেও প্রধানমন্ত্রী - ব্যাপারটা কেমন না? নিজ অর্থায়নে হলে ভিন্ন কথা । শ্রমিকের ঘাম ঝরানো রেমিটেন্স বা জনগণের টেক্স দিয়ে কেন একজন খেলোয়াড়ের ঘরবাড়ি তৈরী হবে? খেলোয়াড়ের কাজ খেলা, এটাই তার জব। এজন্য সে বেতন পায়। যে শ্রমিক খেয়ে না খেয়ে দেশে রেমিটেন্স পাঠায়, তার জন্য কয়টা ঘর-বাড়ি করে দিয়েছে বাংলাদেশ সরকার, উল্টো একবার প্রবাসীদের আবাসনের জন্য টাকা জমা নিয়ে তা পরে ফেতর দেওয়া হয়েছে? অর্থের অভাবে যে ছেলেটি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারেনা, লেখাপড়া বন্ধ হয়ে যায়, তখন কেন রাষ্ট্রীয় ভান্ডার খোলে না ? মেডিকেল কলেজে চান্স পেয়েও যে মেয়েটির দিনমজুর বাবা টাকার অভাবে ভর্তি করে দিতে সাহস পায়না তার জন্য রাষ্ট্রের অনুরূপ দায়দাযিত্ব কই?
(বি:দ্রঃ আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ, তবে উচ্চপদস্থদের আবেগ নিয়ন্ত্রণ অতীব জরুরি. দয়াকরে এর ভিতরে কেউ রাজনীতির গন্ধ খুজবেন না বা রাজনৈতিক দলকে টেনে আনবেন না)
From FB :
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
প্রবাসী দেশী বলেছেন: সহমত না হবার কারণ জানার ইচ্ছা নাই তবে এটা জানাতে চাই যে আপনার মতো অসহমত জানানো মানুষ দের কারণে দেশ ও জাতির আজ এই অবস্থা এটা জানাননোর জন্যই এই পোস্ট।
২| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সুমন কর বলেছেন: সহমত।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৭
কালীদাস বলেছেন: পোস্টের শেষে নিজেই ব্যাখ্যা লিখে ফেলেছেন, নতুন কিছু বলার নেই। আমরা আবেগপ্রবণ এবং হুজুগে এক জাতি।
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫
প্রবাসী দেশী বলেছেন: স্বচ্ছ,গভীর ও সুদূর প্রসারী ভাবে বিবেচনা করলে সহমত হবারই কথা। ধন্যবাদ
৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
অরন্য সামির বলেছেন: ১০০% সহমত
৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
অরন্য সামির বলেছেন: ১০০% সহমত
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫
প্রবাসী দেশী বলেছেন: স্বচ্ছ,গভীর ও সুদূর প্রসারী ভাবে বিবেচনা করলে সহমত হবারই কথা। ধন্যবাদ
৬| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪
সোনার কেল্লা বলেছেন: সহমত
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩
প্রবাসী দেশী বলেছেন: স্বচ্ছ,গভীর ও সুদূর প্রসারী ভাবে বিবেচনা করলে সহমত হবারই কথা। ধন্যবাদ
৭| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: আসলেই এটা ঠিক যে রাষ্ট্রীয় কোষাগার থেকে এরকম কথায় কথায় দান দক্ষিনার বাক্স খুলে ধরা ঠিক না। প্রবাসীর কথায় যুক্তি আছে।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৩
প্রবাসী দেশী বলেছেন: এখন কথা হচ্ছে রাষ্ট্রীয় কোষ থেকে ফাঁসির আসামী মুক্তি পাচ্ছে প্রবাসীরা এখানে নিশ্চুপ কিন্তু মিরাজ বাড়ী পেলে তাদের কথার যুক্তি আছে বিষয় টা প্রবাসীদের একটু পক্ষপাতুষ্ট মনোভাব অনুভত হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত নই।