নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস...!!

প্রবাসী দেশী

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই

প্রবাসী দেশী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা!!

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫









স্বাধীনতা!!
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেনসিডিলের আড়ৎ,
স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত!
স্বাধীনতা তুমি বোনের গায়ে সানি লিওনের ড্রেস,
স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেষ!
স্বাধীনতা যখন কাঁটাতারে ঝুলন্ত মোদের ফেলানী,
স্বাধীনতা তখন ক্যাটরিনা কাইফই আমার স্বপ্ন রানী!
স্বাধীনতা মোরে শেখাচ্ছে নিয়ত রামায়নের রাম ও রাঁধা,
স্বাধীনতা নিয়েই হাসবো আমি, আমি যে শিকলে বাঁধা!
স্বাধীনতা তুমি করিয়াছ বাধ্য দিতে টিপাইমুখে বাঁধ,
স্বাধীনতা তুমি পাঠাচ্ছ কলকাতা মাদ্রাজ সামান্য উঠাতে দাঁত!
স্বাধীনতা যখন নিজের সংস্কৃতিকে নিজেই করিয়াছে বর্জন,
স্বাধীনতা তখন ভাবতে থাকে কখন আমি হয়েছি অর্জন!
স্বাধীনতা তুমি গেছো ভুলে লাখো শহীদের উৎসর্গ করা তাজা প্রান,
স্বাধীনতা তুমি বিদেশে গিয়ে দেশী শিল্পীদের গাওয়া হিন্দি গান!
স্বাধীনতা মানে শাহরুখ-সালমান ও শচীনকে নিয়ে শুধুই নাচানাচি,
স্বাধীনতা তোমার চিকিৎসা অনিবার্য্য নয়তো বা ধ্বংস হবা একদিন ঠিকি।


কবিতাঃ FB থেকে (ভালো লাগবে যদি এর লেখক কে খুঁজে বের করা যায় )
ফটু : গুগল


কবিতা কখনো লেখার সামর্থ্য হয়নি আর আমার পক্ষে এই অসাদ্ধ সম্ভব নয় এবং আমরা বিষয় ও নয় .তবে কবিতা পড়তে ভালো লাগে।
জানিনা আপনাদের কেমন লাগবে। বিশেষ দল বা গোষ্ঠীর মানুষ হিসাবে না কবিতাটি পড়ুন কারণ এটি একটি কবিতা তাইযদিও ভারত বিরোধী। ধন্যবাদ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি যনি লিখেছেন তিনি প্রবাসেই থাকুন জীবনভর ওটাই তার জন্য সুবিধাজনক স্বাধিনতা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

প্রবাসী দেশী বলেছেন: আপন বা নিজের কোন কিছু থেকে দূরে থাকলেই কিন্তু মানুষ সেই জিনিসটার উপর একটা টান অনুভব করে , লেখক হয়তো প্রবাসে পরাধীন তাই হয়তো.....কবিতার ভাষায় প্রতিবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে কবিতা বলা সঠিক হবে না।
এগুলো অলসের জাতীয় সংগীত।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

প্রবাসী দেশী বলেছেন: আমাদের ভুলে গেলে চলবেনা যে একটা দেশের জাতীয় সংগীত কিন্তু ওই দেশের সকল নাগরিকের অধিকার ...নাকি আপনি বলতে চাচ্ছেন শুধু বিশেষ গোষ্ঠীর বা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


উনি কিছু একটা লিখেছেন, আপনি পড়েছেন বলে ইহা কবিতা হয়নি; এগুলো টং থেকে যারা কবি হয়েছে, রাজনীতি শিখছে, তাদের প্রলাপ।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

প্রবাসী দেশী বলেছেন: সুকুমার এর আবোল তাবোল কি কখনো পড়েছেন !!!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


এগুলোকে কবিতা বলা সঠিক হবে না।
এগুলো অলসের জাতীয় সংগীত।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রবাসী দেশী বলেছেন: "চাঁদগাজী বলেছেন:
উনি কিছু একটা লিখেছেন, আপনি পড়েছেন বলে ইহা কবিতা হয়নি; এগুলো টং থেকে যারা কবি হয়েছে, রাজনীতি শিখছে, তাদের প্রলাপ"

"সাদা মনের মানুষ বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে কবিতা বলা সঠিক হবে না।
এগুলো অলসের জাতীয় সংগীত।"

উনিও মাঝে মাঝে কিছু একটা লেখেন বা লেখার চেষ্টা করেন এবং এই ব্লগে পোস্ট করেন ......

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

ধ্রুবক আলো বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অধিকতর কঠিন!!
যোদিন একথা বুঝতে শিখবে জাতি সেদিন ঠিক হতে থাকবে সবই...

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

প্রবাসী দেশী বলেছেন: স্বাধীনতার সাথে যারা অত প্রত ভাবে জড়িত ছিলেন তাদের বর্তমান কার্যকলাপ ও মন্তব্য পড়লেই তো বোঝা যায় যে তাদের ওই সময়ের প্রকৃত অবস্থান এবং তাদের পথিকৃৎ এই জাতির ভবিষ্যত ! যদিও দেশ এগিয়ে যাচ্ছে ও যাবে, কথা হলো এগিয়ে যাওয়া আর স্বাধীনতা এক জিনিস নয়.

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০

আশফাক ওশান বলেছেন: কবি মহাশয় স্বাধীনতার বারোটা বাজায় দিছে! B-) B-)

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৫

প্রবাসী দেশী বলেছেন: ঠিক এ বলেছেন ১২ তা বাজতে ১০ সেকেন্ডস বাকি। ...just লাইক নিউস @ ১২.

বাংলাদেশের একটা TV চ্যানেল এর পারমিশন নিতে বন্ধু দেশ চার্জ করে ৭ কোটি রুপি পার year (only one state )....আর আমরা চার্জ করি ১.৫ লক্ষ্য টাকা পুরা বাংলাদেশ (৬ মাসে ৭০ কোটি টাকা নিয়ে যায় )..... এইগুলাতো অলস জাতীয় সংগীত আর টং দোকানের রাজনীতি আর প্রলাপ তাই না হয় !! কতিপয় পন্ডিত সবজান্তা সমসের ব্যক্তিদের কাছে এরই নাম হয়তো স্বাধীনতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.