![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই
সংসদে এক সরকারি এম.পি তার বক্তৃতার সময়
এক গল্প বলল-
“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে এমন
কিছুকিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়.......।
১ম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর
পুরোপুরি ভর্তি করতে পারলনা...
২য় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেও ঘর
পুরোপুরি ভর্তিকরতে পারলনা...
৩য় ছেলে ৫টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের
মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।“
এম.পি আরও বলতে লাগলো যে “আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন ৩য়
ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই দেশের,
এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে........ ।”
পিছন থেকে আওয়াজ আসলো “সেটা তো ঠিক আছে, কিন্তু
বাকি ৯৫ টাকা কই গেলো ?
সংগৃহীত
আমার প্রশ্ন :
... পেছন থেকে কে এই প্রশ্ন টা করল !
আমিতো প্রশ্ন শুনে ... হয়ে গেলুম।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
প্রবাসী দেশী বলেছেন: এমনে হিসাব দিলে কিন্তু খেলমু না .....
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
সচেতনহ্যাপী বলেছেন: প্রশ্ন করেছি আমি মানে জনগন।।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
প্রবাসী দেশী বলেছেন: জনগণ প্রশ্ন করবো ক্যান ...১০০ টাকা তো ওই ৩ পোলার বাপের জনগণের না। এত্ত সচেতন কেন ..খালি মজা লন এবং হ্যাপি থাকেন।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
ইফতি সৌরভ বলেছেন: তাই তো?
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
প্রবাসী দেশী বলেছেন: আপনের মাথা কি চুলকায় ...আমার এখনো চুলকাইতাসে ...
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
কলাবাগান১ বলেছেন: ঐ ৯৫ টাকা তো খরচ হয়েছে অকর্মন্য দুই ছেলের আনা খড় আর তুলা অপসারন করে ঘর কে আবার আলোর জন্য তৈরী করার জন্য।
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০২
প্রবাসী দেশী বলেছেন: ওই অকর্মন্য দুই ছেলেরে বলতে হবে কলাবাগান থেকে কোনো একটা শর্ট কোর্স করে নিতে ..... যেন ভবিষ্যতে এমন না হয়।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২
সিফটিপিন বলেছেন: ঐ ৯৫ টাকা আমার কোমরে (পকেটে)।
দিমুনা
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৪
প্রবাসী দেশী বলেছেন: সর্বনাশ। ....বলেন কি ?
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
কালীদাস বলেছেন: মোমের দাম ৫ টাকা কিন্তু ভ্যাট আর ট্যাক্স কত সেটা উল্লেখ ছিল না, কাজেই বাকি ৯৫টাকা ঐ খাতে দেখাবে আরকি
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৮
প্রবাসী দেশী বলেছেন: we are our choices - jp
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি অংকে কাঁচা ..........
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৯
প্রবাসী দেশী বলেছেন: একজন বিখ্যাত ব্লজ্ঞার এর কবিতার নাম মনে পরে গেলো " বুঝলিনা তুই what is ক্যালকুলাস। কবিতাটা পড়ে দেখেন তাহলে হয়তো অংকে আর কাঁচা থাকবেন না।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩
খোলা মনের কথা বলেছেন: মোমবাতি ক্রয় করতে যাওয়া আসা খরচ, ভ্যাট-ট্যাক্স, আগুন জ্বালানোর জন্য দেয়াশলাই ইত্যাদিতে খরচ ৯৬.৫ টাকা। ১.৫ টাকা ঘাটতি। কে দিবে ওটা???
খাজনার থেকে বাজনা বেশি আমাদের। ৩ পয়সার কাজে ৩ জন সরকারি কর্মকর্তারা ইংল্যান্ডে যায় সরকারি খরচে। কি বুঝলেন???
২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
প্রবাসী দেশী বলেছেন: বুঝলাম যে আপনি একজন সচেতন নাগরিক হয়েও অসহায় !
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
ফ্রিটক বলেছেন: মজাই বটে। ৯৫ টাকার ৫ টাকা মম আনার ভাড়া, ৫ টাকা জ্বালানো বিল, আর বাকি ৮৫ টাকা বুদ্ধির বিল মানে ওকালতি ফি।