![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই
আসুন বউয়ের চোখে দুনিয়া দেখি
১|সবথেকে নিখুঁত মানুষ _ তার বাবা।
২|সবথেকে সুন্দর মহিলা _ তার মা।
৩|সবথেকে বুদ্ধিমতী মহিলা _ সে নিজে।
৪|সবথেকে দুখী স্বামী _ তার ভাই।
৫|সবথেকে বড় ডাইনি _ তার বউদি।
৬|সবথেকে সুন্দর সন্তান _ তার নিজেরটা।
৭|সবথেকে সফল মানুষ _ তার বোনের স্বামী।
৮|সবথেকে নিকৃষ্ট মহিলা _ তার শাশুড়ি।
৯|সবথেকে সুখী মহিলা _ প্রতিবেশিনী।
১০|সবথেকে ভাগ্যশালী মহিলা _ তার বান্ধবী।
১১|সবথেকে শুভাকাঙ্ক্ষীরা _ বান্ধবীরা ও বাপের বাড়ীর লোকজন।
১২|সবথেকে বড় প্রশংসক _ শাড়ির দোকানদার (বউদি আপনাকে যে কোন রঙ মানাবে)।
১৩|সবথেকে খারাপ, অকর্মণ্য, স্বার্থপর, মিথ্যুক, কিপটে, অপদার্থ, চরিত্রহীন, মোস্ট আনস্মার্ট লোক _ আরে এটাও আবার বলতে হবে নাকি?
বিঃ দ্রঃ -কাহারও চরিত্রের সহিত মিলিয়া গেলে তাহা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ঘরে বা বাপেরবাড়ি থাকা কারও সাথে মিলিয়া গেলে লেখক কোনো ভাবেই দায়ী থাকবে না।cpyrights act এর কারণে ফটু সংযোজন করা হলো না যে যার মতো ফটু নিজ দায়িত্ব ও জ্ঞানে মনে করে নিবেন।
বিৰাহীত পুরুষ দের জন্য বিশেষ সাবধানতা : পোস্ট পড়ার পর সাথে সাথে বাড়িতে যাবেন না । এবং এই পোস্ট এর সকল চিন্তা ভাবনা সম্পূর্ণ ভাবে কাল্পনিক।পোস্ট এর প্রভাবে বাড়িতে সাময়িক স্থান না হলে লেখক কোনোভাবেই দায়ী নয়। ধন্যবাদ
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩২
প্রবাসী দেশী বলেছেন: পুরোটাই দৃস্টি ভঙ্গীর ব্যাপার।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩
রিকতা মুখাজীর্র্ বলেছেন: একেবারে খাঁটি কথা।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬
প্রবাসী দেশী বলেছেন: ব্যক্তিবিশেষ ও পরিস্থিতি নির্ভর। ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪
সিনবাদ জাহাজি বলেছেন: হাহ হাহ
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৬
প্রবাসী দেশী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৬
আশফাক ওশান বলেছেন: হাহা।দারুন
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৭
প্রবাসী দেশী বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
৫| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৫
আহমেদ জী এস বলেছেন: প্রবাসী দেশী ,
মোস্ট আনস্মার্ট লোকটার সবথেকে বড় আজাইররা কাম = ব্লগে লেখা ও মন্তব্যের উত্তর দেয়া ।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩০
প্রবাসী দেশী বলেছেন: রেগে গেলেন মনে হচ্ছে !
মনে রাখবেন রেগে গেলেন কি হেরে গেলেন। : বাংলা প্রবাদ
আপনাদের মতো ভালো লিখতে পারি না তাই বলে কি আপনাদের লেখা পড়তে আসতে পারবোনা।এভাবে বলে নতুন দের ব্লগ এ আসতে অনুৎসাহিত করবেন না। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।
৬| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: হা হা
১৩|সবথেকে খারাপ, অকর্মণ্য, স্বার্থপর, মিথ্যুক, কিপটে, অপদার্থ, চরিত্রহীন, মোস্ট আনস্মার্ট লোক _ আরে এটাও আবার বলতে হবে নাকি?
চখাম
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রবাসী দেশী বলেছেন: বৌ এর চোখে দুনিয়া দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
৭| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩১
আরণ্যক রাখাল বলেছেন: হা হা
১৩|সবথেকে খারাপ, অকর্মণ্য, স্বার্থপর, মিথ্যুক, কিপটে, অপদার্থ, চরিত্রহীন, মোস্ট আনস্মার্ট লোক _ আরে এটাও আবার বলতে হবে নাকি?
চখাম
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
প্রবাসী দেশী বলেছেন: চখাম !
ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
৮| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
শেয়াল বলেছেন: খেকজ
আমার বউ বলে আমি দুনিয়ার সবচে ইসমাট, ভদ্র, কর্মট, মিতব্যায়ী
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
প্রবাসী দেশী বলেছেন: ও তাই নাকি।এটাও কি বিস্বাস যোগ্য কথা ! আমি তো শুনেই অবাক ?
৯| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
মানবী বলেছেন: ১২ আর ১৩ নং সবচেয়ে ভালো হয়েছে :-)
মজার পোস্টের জন্য ধন্যবাদ প্রবাসী দেশী।
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
প্রবাসী দেশী বলেছেন: ব্যাপার টা মজার হলেও ঘটনা কিন্তূ সত্যি। ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সব সময়।
১০| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১:০৫
অতঃপর হৃদয় বলেছেন: ১৩ নম্বর টা জোসসসসসসস হইছে।
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
প্রবাসী দেশী বলেছেন: বৌ এর চোখে দুনিয়া দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৮
কানিজ রিনা বলেছেন: সব চেয়ে ভাল পুরুষ ছিল আমার স্বামী
সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তজবী গুনে।
কিন্তু গোপনে মদ খায় আর পরের বউয়ের
অভাব সয্য করতে পারেনা তাই তাদের
অনেক টাকা পয়সা দান করত সেই সাথে
তাদের সাথে প্রেম লিলায় জড়াত। আমার
স্বামী ছিল পরম দয়ালু সেই সব বউদের
স্বামীরা স্ত্রীদের ভাল বাসতনা কিন্তু আমার
স্বামূী তাদের সেই ভালবাস পুরন করত।
এই রকম অসংখ্য বউদের পরম উপার
করেছে। আর নামাজ কালামে মগ্ন থেকেছে
কারন আল্লাহ্ বলেছেন যে যতই পাপ কর
আমার কাছে হাত তুল্লে আমি ক্ষমা দিব
তাই এই হাদিস সব সমই মান্য করে চলত।
এরকম পঁচিশ বছর আমার বিবাহীত জীবনে
দেখেছি। এমনকি ঘরের কাজের বুয়ার সাথে
ভালুবাসা করে ওদের অভাব পুরন করেছে
এই রকম একজন ভাল স্বামী আমি আর
দেখি নাই। অথচ আমি এত একটা খারাপ
বউ ছিলাম যে তার এত ভাল কাজের আমি
বিরোধিতা করতাম। ছেলে মেয়ে দুইটা এত
খারাপ যে বাবার এত ভাল কাজ ওরাও
পছন্দ করতনা। তাই সে এখন আলাদা
একটা কাজের মেয়ের বিয়ে করে রেখেছে।
কাজের মেয়ের স্বামীও অভাবে ছিল। তাই
স্বামীটা এখন পথে পথে কেঁদে বেড়ায়।
আসলে আমি ভালনা তাই আমার স্বামীর
এত ভাল কাজ আমি পছন্দ করিনাই।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৫
প্রবাসী দেশী বলেছেন: " সব চেয়ে ভাল পুরুষ ছিল আমার স্বামী "
বৌ এর চোখে দেখতে এসে স্বামীর চোখ দিয়ে এ কি দেখালেন ! আল্লাহ সবাইকে সুখে ও শান্তিতে রাখুন। ভালো থাকবেন সব সময়।
১২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩০
টারজান০০০০৭ বলেছেন:
এত্ত খ্রাফ বৌয়ের লগে সংসার করা উচিতই না ! বেশি দূর না হাঁটলে শিগগিরই গোয়ালঘরে ফিরে যান।
হে আল্লাহ , সকল পুরুষবাদী পুরুষরে সানি লিওনি বানাইয়া দিন ! আমিন !
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
প্রবাসী দেশী বলেছেন: বৌ এর চোখে দুনিয়া দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৩
হাসান রাজু বলেছেন: ৪, ৭ আর ১৩। নাহ থাক, কমুনা।
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
প্রবাসী দেশী বলেছেন: বলার দরকার নেই। দেখলেই হবে ! হি হি।
১৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: হুম ঠিক।
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
প্রবাসী দেশী বলেছেন: বৌ এর চোখে দুনিয়া দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
১৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩
ধ্রুবক আলো বলেছেন: এবং এই পোস্ট এর সকল চিন্তা ভাবনা সম্পূর্ণ ভাবে কাল্পনিক। কিন্তু ঘটনা গুলো বাস্তব, ভালো লাগলো হা হা হা
লেখকের দায় কিছুটা আমি নেব যদি বিপদে পরে।
২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:০০
প্রবাসী দেশী বলেছেন: আপনাকেই তো খুজতেছিলাম ভাই , কোথায় ছিলেন এতদিন ?
ভালো থাকবেন সবসময়।
১৬| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩
গেম চেঞ্জার বলেছেন: আমার তো বউ নাই, যাক দেখা লাগলো না আপাতত!
২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৮
প্রবাসী দেশী বলেছেন: সময় আসবে ..... সেই দিন খুব বেশি দূরে নয় , তখন ঠিকই দেখবেন !
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা প্রকৃতির মা, পুরুষ থেকে এঁরা অনেক বেশী বুঝেন
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪
প্রবাসী দেশী বলেছেন: হুম ঠিক।
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩
গেছো দাদা বলেছেন:
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫
প্রবাসী দেশী বলেছেন: হুম ঠিক।
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৩
গেছো দাদা বলেছেন:
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫
প্রবাসী দেশী বলেছেন: হুম ঠিক।
২০| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
"বিঃ দ্রঃ -কাহারও চরিত্রের সহিত মিলিয়া গেলে তাহা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। "
-আপনি কি লিখতে চেয়েছিলেন, "বিঃ দ্রঃ -কাহারও চরিত্রের সহিত না (?) মিলিয়া গেলে তাহা নিতান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়।"
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪
প্রবাসী দেশী বলেছেন: হুম ঠিক।
২১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩০
নিউজপ্রিন্ট বলেছেন: আপনে আপনার বউয়ের চোখে দুনিয়া দেখেন তো তাই এটি ব্লগে চলে এসেছে । চালিয়ে যান - প্রবাসী দেশী’র শশুরবাড়ী জিন্দাবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৭ রাত ৯:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো ও নিখাদ সত্য বলেছেন ভাই।