নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস...!!

প্রবাসী দেশী

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই

প্রবাসী দেশী › বিস্তারিত পোস্টঃ

সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি!!


একজ‌নের থে‌কে একটা অসাধারন রুপক গল্প শুনলাম, বি‌শেষ ক‌রে অাজকাল ফেসবু‌কে এমন উদাহরন প্রচুর...অাপনারা অ‌নে‌কেই হয়ত অামার সা‌থে একমত হ‌বেন...

স্বামী আর স্ত্রী বেড়াতে গেল একটা চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে।

স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল:
বাহ! কী চমৎকার ভালোবাসার দৃশ্য!

এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখল, সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে।

স্ত্রী দেখে বলল : আহ! ভালোবাসার কি নির্মম পরিণতি!

স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললো:

ধরো! এই কাঁচের টুকরাটা সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কী ঘটে! মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল। সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল, তে‌ড়ে এলো ম‌হিলার দি‌কে।

এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য কর। স্ত্রী কাঁচের টুকরোটা বানরটার দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্তে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না।

স্বামী বলল : মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে বা মানুষ‌কে ব‌লে ব‌লে বাহাবা কুড়ায়! আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ- ভালবাসা লুকিয়ে রাখে।

আর বর্তমানে, সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি!!

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

রিয়াদ বিন আনোয়ার বলেছেন: একদম টিক কথা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৩

প্রবাসী দেশী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

আখেনাটেন বলেছেন: পুরোপুরি একমত। যতদিন যাবে এই বানরের সংখ্যা বাড়তেই থাকবে। আর ফেসবুক হচ্ছে এই বাড়াবাড়ির মাঠ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৩

প্রবাসী দেশী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়.

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



পুরুষ ব্লগারদের জন্য ভালো উদাহরণ

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

প্রবাসী দেশী বলেছেন: আখেনাটেন বলেছেন: পুরোপুরি একমত। যতদিন যাবে এই বানরের সংখ্যা বাড়তেই থাকবে। আর ফেসবুক হচ্ছে এই বাড়াবাড়ির মাঠ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনি দেশের চলমান বিষয়ের উপর লিখুন

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

প্রবাসী দেশী বলেছেন: জনাব , লেখা লেখি আমার বিষয় না। অন্য ভাবে চেষ্টা অনেক আগে থেকেই চলছে। দৈনিক পত্রিকা তো এখন তেমন পড়া হয়না ,এখানে আসি আপনাদের লেখা পড়ি। দেশ এর সম সাময়িক বিষয় জানতে পারি। দুঃখিত কেন যেন মনে হচ্ছে আপনি কোনো সমস্যায় আছেন ! আসলেই কি ?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

সোহানী বলেছেন: বর্তমান সময়ের প্রাসঙ্গিক উদাহরন......... ভালোলাগা।

বি:দ্র: সরি, আপনার ব্লগে এসে অন্য প্রসঙ্গে বলতে হচ্ছে। আমার উত্তরটা সময় পেলে দেখে আসবেন। অনেক ভালো থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

প্রবাসী দেশী বলেছেন: অনেক ভালো থাকুন।ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়.

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ উদাহরন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

প্রবাসী দেশী বলেছেন: আখেনাটেন বলেছেন: পুরোপুরি একমত। যতদিন যাবে এই বানরের সংখ্যা বাড়তেই থাকবে। আর ফেসবুক হচ্ছে এই বাড়াবাড়ির মাঠ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.