নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস...!!

প্রবাসী দেশী

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই

প্রবাসী দেশী › বিস্তারিত পোস্টঃ

সতর্কীকরণ পোস্টঃ

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৪

সতর্কীকরণ পোস্টঃ

আজকে পারসনাল কাজে পল্টনের দিকে যাচ্ছিলাম, প্রচণ্ড জ্যামের কারনে ফার্মগেটে বসে ছিলাম প্রায় আধা ঘণ্টা। এমন সময় এক লোক এসে বলল "ভাই কোন দিকে যাবেন?" বললাম "পল্টন যাচ্ছি"।

"আমি পুলিশের লোক, আমাকে একটু সামনে নামায় দেন, আমিও ওইদিকে যাবো।" পুলিশের পোশাক না থাকলেও চুলের কাটিং দেখে কিছুটা পুলিশ পুলিশ মনে হল। স্বাভাবিক ভাবেই বললাম উঠেন। জ্যাম ছাড়ার পর বাইক টান দিলাম। মোটামটি জ্যামের মধ্যে টুকটুক করতে করতে কাওরান বাজার পর্যন্ত আসলাম। এই সময়ের মধ্যে আমি কি করি, কই থাকি, আয় রোজগার কেমন, দেশের পরিস্থিতি এই সব বিষয়ে নানান কথা সে জিজ্ঞেস করে ফেলে। সার্ক ফোয়ারা পার করার পর আমার হঠাৎ কিছুটা আনইজি লাগে। কারন লোকটা দুইবার আমার কোমরে বেল্টের ওই জায়গায় দুইবার হাত দিসে। বাংলামোটর আবার জ্যামে বসে সে আমাকে কয়েকবার বলল "ভাই অনেক জ্যাম, শাহবাগ দিয়া না যাইয়া শেরাটনের ভি আই পি দিয়া যান। বারবার বলাতে আমার আরও সন্দেহ বাড়ল। আমি একটা কারন দেখাইয়া বললাম "ভাই আমি যাইতে পারবো না, আমার একটা জরুরি কাজ পইরা গেসে, আপনি এখানেই নেমে যান।" একটু গাইগুই করার পর আমি প্রায় জোর করে তাকে আমার বাইক থেকে নামায় দেই। নামায় দিয়ে কিছুদূর যেয়ে ভি আই পি রোডের মাথায় যেয়ে বাইক থামিয়ে সর্ব প্রথম কোমরে হাত দেই। হাত দিয়ে আমি তো অবাক, দেখি বেল্ট এর চিপায় একটা ছোট কাগজের পোটলা। খুলে দেখি ভিতরে দুই দুইটা ইয়াবা। সাথে সাথেই সব পানির মত পরিস্কার হয়ে গেল। দ্রুত নিজের সারা বডি চেক করলাম, বাইকের যত চিপাচাপা আছে সব চেক করলাম। নাহ, আর কিছু নাই। ইয়াবা দুইটা ফেলে আবার বাইক টান দিলাম। এবং যথারীতি সামনে একটা চেকপোস্ট। বাইক থামালো।

কাগজ পত্র না দেখতে চেয়ে বলল গারি থেকে নামেন, চেক হবে। মানুষিক ভাবে এর জন্য প্রস্তুত ছিলাম। শীতের কাপড় খুলে , জায়গা বেজায়গা হাতাইয়া চেক করল, বাইক চেক করল। কিছুই না পেয়ে কিছু উল্টাপাল্টা প্রশ্ন শুরু করসিল, সুযোগ দেই নাই। পরিচিত কিছু পুলিশ ভাই ব্রাদার এর পরিচয় দিতেই বলল আপনি যান। তাদের নাম দেখার চেষ্টা করলাম,পারলাম না। কারই নেমপ্লেট নাই। আল্লাহর অশেষ রহমতে বিশাল একটা ফাড়া থেকে বাঁচলাম। বাইকার ভাইরা সাবধানে থাকবেন, অপরিচিত কাউকে বাইকে লিফট দেয়ার আগে সাবধান। আমি আজকে বেঁচে গেছি, আপনি হয়ত ফাদে পা দিয়েও দিতে পারেন। দিলেই মান সম্মান, টাকা পয়সা সব যাবে।
Drive Safe.

বিঃ দ্রঃ আমি পাঠাও এর কোন গ্রুপ এ নাই, কোন পাঠাও ভাই পারলে পাঠাও এর গ্রুপ গুলোতে শেয়ার করে দিন।
(copied from FB)

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



ম্যান, ইয়াবাগুলো ফেলে দেয়ার আগে একটু জানাবেন তো! বিরাট মিস

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

প্রবাসী দেশী বলেছেন: It wasn't me ! I have to ask the almost (smart ) victim !

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ডাকাত সৃস্টির কারখানা, পুলিশ ও স্পেশাল পুলিশগুলো ডিপার্টমেন্ট

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

অলিউর রহমান খান বলেছেন: সতর্কমূলক পোষ্টের জন্য ধন্যবাদ।
তাঁরা মানুষ হবে কবে? অমানুষ হয়ে বেঁচে থাকার
চেয়ে মরে যাওয়া শ্রেয়।
তাঁরা মানুষ নয় পশু।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

সোহানী বলেছেন: ও মাই গড.... এ কি অবস্থা!!! রাস্তা ঘাটে পরের উপকার করার আগে এবার থেকে সাতবার ভাববেন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাগ্য ভাল আপনার, ধন্যবাদ সতর্কতা মুলক পোষ্ট এর জন্য

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আল্লাহ সহায় ছিলেন আই অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। সতর্কতা মুলক পোষ্টটির জন্য ধন্যবাদ ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি বুদ্ধিমান।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: একটা বড় বিপদ থেকে বেঁচে গেছেন। ঢাকার রাস্তা ঘাটে এখন পদে পদে এরকম বহু বিপদ ওঁৎ পেতে থাকে।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন: আসলে আপনাকে ফাসানোই তার উদ্দেশ্য ছিল!
খুবই দুঃখজনক! যাক বেঁচে গেছেন!

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: হায় হায় ---

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বড় বাচা বেচেছেন ভাই! :|

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজী ভাইকে জানালে তিনি এগুলো দিয়ে কী করতেন? তার কাছে কি এসব দরকারি জিনিষ?

আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছেন। শোকরিয়া আদায় করা উচিত। সতর্কতামূলক পোস্টে অভিনন্দন।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর কত উপায় বের হবে মানুষকে বিপদে ফেলার জন্য!

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি আপনি অনেক বুদ্ধিমান প্রাণি
আগাম সতর্কবার্তা গ্রহণ করেছে
আপনার মস্তিস্ক। প্রাণিদের এই
বিশেষ গুণ আছে।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

ৈতয়ব খান বলেছেন: দুঃখ লাগে মনে-----
যাবো যে কোনখানে
মানুষরূপী সর্প ঘুরে সারা মানব বনে।
কোথায় পাব সুখ-----
কষ্টে ভরে বুক
তাই চলেছি একা একা ভীষণ সঙ্গোপনে।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: সকালে ফেবুতে পড়েছিলাম....

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে চিন্তার বিষয়। আল্লাহ আপনাকে বাঁচিয়েছে...

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৭

রাফা বলেছেন: আমরা যে হুজুগে বাঙালী এখানেও তার প্রমাণ দেখতে পাচ্ছি।পোষ্টদাতা ,পোষ্টের নিচে এবং প্রথম মন্তব্যের জবাবে খুব পরিস্কার করে বলে দিয়েছেন তিনি ভিক্টিম নন।অথচ সবাই তাকে বলেই যাচ্ছেন খুব বাচা বেচে গেছেন বলে।

আমাদের যে কি হবে সেটাই ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.