নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলা কবিতা(ইফতেখার হোসেন)

আমি ইফতেখার হোসেন---গ্রাম-শিবনগর,পোষ্ট-অর্জুনপুর,থানা-ফরাক্কা,জেলা-মুর্শিদাবাদ (পশিম বঙ্গ) পিন - ৭৪২২০২ পেশায়- ব্যবসায়ী,বাংলা সাহিত্য,বাংলা ভাষা, আর মানুষের জীবনকে নিয়ে পড়তে,জানতে এবং লিখতে ভালোবাসি।

আমার বাংলা কবিতা(ইফতেখার হোসেন) › বিস্তারিত পোস্টঃ

অথচ সবকিছুই অথবা

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:১৪

অথচ সবকিছুই অথবা
ইফতেখার হোসেন
সকাল হলে বাবাকে ফোন করবো
রোদ্দুর ঝিমিয়ে গেলে
নীল পাখিরা উড়িয়ে নিয়ে যায় দিগন্তে।
আবার একটি রাত আসে।
আবারও ভোর হয়!
অবশেষে বাবারই ফোন আসে
খোকা কেমন আছিস!
ঠিক আছে বাবা! ফাঁকা হলে ফোন করছি।
একবার, দুইবার অথবা অনেকবার ---
এখন আর বাবার ফোন আসে না।
অথচ আমার হাতে অনেক সময় !
অনেক আসমানী স্বপ্ন বুকে আমার !
হয়তো একটিবার ! একটিবার ;
বুকে টেনে নিয়ে ;
ওপারের হিমেল হাওয়ার টানে
আমার কান শুনে নেবে,
বাবারাইতো বাবা হওয়ার সুযোগ করে দেই।
অথবা বাবা কেমন আছো !
অথচ সবকিছুই অথবা.......!

............ঃ................ ১৯ ভাদ্র ১৪২৯ সোমবার ০৫/৯/২০২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.