![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
আরে তুমি অর্পা না ?
- হু
তোমাকে এ্ত্তো এতো সুন্দর লাগছে, আগে কখনো দেখিনি তো !
- সত্যি তাই ?
সত্যি, শাড়ীতে তোমাকে যে এত ভাল লাগে, যদি আগে দেখতাম .....
- আগে দেখলে কি হতো শুনি !
আগে দেখলে, এখন যার সাথে প্রেম করছি তার সাথে আরো আগে থেকে প্রেম করা শুরু করতাম
- তার মানে ?
মানে তোমাকে দেখে যদি ভাল লেগেই যেতে তাহলে তো ওর সাথে প্রেম হতোনা, তাই তারও আগে ওকে ভালবাসতাম !!!
অর্পা কিছু না বলেই চলে গেল ......
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
প্রচেত্য বলেছেন: শুকরিয়া
২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
ফয়সাল রকি বলেছেন: আহা অর্পাকে একটু মিথ্যে করে বললেও হতো যে, আগে দেখা হলে তোমার সাথে.....
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
প্রচেত্য বলেছেন: আফসোস !
৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! খবর কী?
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
প্রচেত্য বলেছেন: হাসান ভাই, ভালো। আপনিও নিশ্চয় ভাল আছেন
তবে আবার ভালো-ও না, অনেকদিন ধরে ব্লগে যেমন আসা হয়না, আর টুকটাক যা মনের কথা লিখতাম তাও লেখা হয়না। অবশেষে মনটাকে শক্ত করে বেঁধে হাতে কলম ধরিয়ে দিয়েছে, যাই ছাইপাশ হোক 'লেখ ব্যাটা।'
আসলে, সময় বড্ড বেশী শাষন করছে আমাকে। দেখি, এবার সময়কে আমি শাষন করতে পারি কি না !
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: আফসোস অর্পার জন্য।
++++