![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাম-উত্তর শ্রীপুর, ডাকঘর- মুন্সীরহাট, উপজেলা- ফুলগাজী, জেলা- ফেনী
এই শুন তোমাকে একটা কথা বলব
যা তুমি কখন শুনোনি।।
তোমায় না আমার অনেক
সত্যি অনেক ভালোলাগে।।
এই শুন তুমি আমার
মনের কথা হৃদয়ের প্রাণ
তোমাকে নিয়ে যত কথা
কবিতা আর গান।।
এই শুন তুমি আমার
মন মন্দিরের রাধা
কৃষ্ণ কলির গান
আর আমার লেখার কবিতা।।
এই শুন তোমাকে না
মনে কথায় বলা হলোনা
আমি না অকেন বোকা
তোমাকে না ভালোবাসী এইটায় বলতে পারলাম না।।
এই শুন তোমাকে একটা কথা বলি
তুমি যে এমন করে তাকাও
কথা বলো, হাসো
কেওনা আমার মতো বুঝেনা।।
এই শুন তুমি না একটা
ওরে বাবা বলতে ভয়করে
তোমার চোখটানা ঠিক ভূতের মতো
আর আমার জন্য পালগী সুতো।।
এই শুন তোমায় আজ সব বলবো
তুমি আমার স্বপ্ন
আমার হাতের আলপনা
তোমায় নিয়ে না লেখলে আমি বাঁচবো না।
©somewhere in net ltd.