![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাম-উত্তর শ্রীপুর, ডাকঘর- মুন্সীরহাট, উপজেলা- ফুলগাজী, জেলা- ফেনী
প্রদীপ চন্দ্র দাস (রাজ) - অপ্রকাশিত
বোনটি আমার দুষ্ট অনেক
দেখতে লাগে ভালো
যদি ও তার মুখে আছে
একটি তিল কালো।
ভাইয়া বলে ডাকে যখন
জড়িয়ে ধরে বুকে
দোয়া করি সারা জীবন
থাকিস সরে তুই সুখে ।
অনেক আদরে চিলে তুই
আমাদের এই ঘরে
পরের ঘরে যাবিরে তুই
বুকে কষ্ট নাহি ধরে।
মুখটা তার দেখতে লাগে অনেক
পেয়েছে ভাইয়ে ছবি
বিধাতার কাছে সদায় আমার
ভালোবাসা থাকে বোনটার প্রতি।
©somewhere in net ltd.