![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রফেসর আলতাফ হোসেন সরকার, একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষক, ব্যাকপেইন বিশেষজ্ঞ, সমাজকর্মী, স্বাস্থ বিষয়ক কলাম লেখক, বাংলাদেশ ফিজিেথেরাপি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা উপদ্রেষ্টা, বাংলাদেশ ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতার প্রধান সম্পাদক, ব্যাকপেইন চিকিৎসায় উন্মোচন করেছেন এক নতুন দিগন্ত, সরবপরি আমি একজন মুক্তিযোদ্ধা।
সুপ্রিয় পাঠক, আমি যে মাথা ব্যথার বিষয়ে লিখছি, এই মাথা ব্যথার নাম আপনাদের অনেকেরই জানা নাই। এই মাথা ব্যথার নাম সার্ভিকো জেনিক হেডেক।
এই মাথা ব্যথার উৎপত্তি হলো নেক বা ঘাড়ের মাংশ বা ডিসর্ডারের জন্য। এই ব্যথা সাধারণত মাথার সামনে কিংবা দুইপাশে অথবা মাথার পেছনে হতে পারে। অনেক সময় এই মাথা ব্যথার জন্য চোখ ও ব্যথা করতে পারে। চিকিৎসা জানা থাকলে খুব সহজেই এই ব্যথা থেকে আরোগ্য লাভ করা যায়। যেমন- মাথার যে যে জায়গায় ব্যথা সে অনুযায়ী ঘাড়ের নিদ্রিষ্ট জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা করলে ব্যথা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়। এই মাথা ব্যথার চিকিৎসায় লো-লেভেল লেজার থেরাপি এবং সঠিক ম্যানুয়াল থেরাপি এবং প্রচুর পরিমান পানি পান করলে মাথা ব্যথা সম্পূর্ণ ভাল হবে ইনশাহ্আল্লাহ।
২| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫
প্রফেসর আলতাফ সরকার বলেছেন: বর্ণনা দিয়ে আরেকটি পোস্ট করব...মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন। #স্বপ্নচারী গ্রানমা
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছুটা বর্ণনা দিলে ভালো হতো ভাই।
ভালো থাকবেন।