নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ড.প্রফেসর সাহেব (পি এইচ ডি 'Failed')

দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি

Professor সাহেব

একটু আলোর জন্য আর কতটা পথ অন্ধকারে হাটতে হবে ?

Professor সাহেব › বিস্তারিত পোস্টঃ

আক্ষেপ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

২০০৯ সাল,

আমি ক্লাস এইটেএ পড়ি মাত্র, আর্থিক অসুবিধা এবং নানাবিধ কারনে পড়তে থাকা স্বনামধন্য স্কুল ছেড়ে দিয়ে অল্প বেতনে পড়ালেখা করা যায় এমন এক স্কুলে ভর্তি করে দিলেন আমার পরিবার। আমার তাতে কোনো আক্ষেপ ছিলো না। সে সময়েও কিছু আগে থেকেই অনেক অভাব অনটনের মধ্যেই সময় কাটছিল। আর আমার স্বভাব চরিত্র ছিল অতি অধম এবং আবাল টাইপের। যে যা বলত সেটাই বিশ্বাস করে 'হা' করে থাকতাম। তার ভিতর আবার বছরের ১২ মাসের ছয় মাস অসুস্থ থাকতাম।



২০১০ সাল,

কোনো ভাবে কিছু বড় ভাই এর সাথে পরিচয় হলো। আমার আবার সমবয়সি বন্ধু-বান্ধবের চেয়ে বয়সে বড়দের সাথে পরিচয় ভালো হয়। মানুষ খুব সহজেই আমাকে পছন্দ করে ফেলত। (হয়ত অসহায় চেহারার কারনে ;)) সে সময় তাদের সাথে পরিচয় হবার পর তারা আমকে একটা কম্পিউটার কিনতে বললেন। এবং আমি বাসায় এই কথা বলার পর মনে হল আমি আমার বাবা মায়ের উপর চিন্তার বোমা ছুড়ে দিলাম। কম্পিউটার কিনার জন্যতো অনেক টাকা লাগবে। এত টাকা আসবে কই থেকে। আমিও কস্ট পেলাম। হুট করেই তাদের এই কথা বলা ঠিক হয়নি হয়ত। আর আমি কম্পুটার দিয়ে করব টা কি ! এইটা জিনিস তো জীবনেও টাচ করে দেখিনি কেমন।

(আমার আমার কাছে একজন ফেরেস্তার মত। আজও পর্যন্ত আমার সকল বিপদে একমাত্র তিনি আমাকে সাহায্য করেছেন, এবং আজীবন করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।)

সে সময় মায়ের অল্পকিছু গহনা ছিল যা বিক্রি করে আমার জন্য একটি কম্পিউটার কিনে আনেন। এবং আমাকে বলেন ভবিস্যতে আর কিছুর ইচ্চা হলে যেন কোনো সংকোচ না করে বলে ফেলি।

নাটকিয়তার ন্যায় আমার চোখে পানিও চলে এলো। অনেক খুশি লাগছে আমার একটা কম্পিউটার আছে রে !!! কিন্তু এইটা কিভাবে কি করে তা তো কিছুই জানি না। যা হউক কোন না কোন ভাবে শিখে নিলাম কিভাবে গান বাজনা শুনা যায় ভিডিউ দেখা যায় ইত্যা্দি .।.।.।.।

হুম, যারা আমাকে কম্পিউটার কিনার কথা বলেছিলেন তাদের কাছে গিয়ে বলেছি আমি একটা কম্পিউটার কিনেছি। হেব্বি দেখতে :D অন্য মানুষের গুলা টিভির মত কিন্তু আমার টা পাতলা :D



দুই বছর পর বা তারও পর,

আমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছি হয়ত, এস এস সি পরিক্ষায় অংকে ফেইল করেছিলাম। রেজাল্ট এর কাগজ নিয়ে পার্কের এক বেঞ্চে শুয়ে সিগারেট টানছি। ভাবছেন দুঃখ পাইছি তাই এভাবে শুয়ে সিগারেট টানছি। না, ফেইল করে অনেক মজাই পাইছি। জীবনেও তো কখনও ফেইল করি নি। আর বোর্ড পরিক্ষায় কি সবাই ফেইল করতে পারে ? আমি পারছি :P

ভাবছি বাবা মা অনেক কস্ট পাবে। তারাও হাসি মুখে এটা মেনে নিয়েছে।

আর হাতে অনেক গুলো প্রজেক্ট আছে তা শেষ করতে একবছর ত লাগবেই। ও হ্যা বলতে ভুলেই গিয়েছিলাম, আমি এখন কম্পিউটারে সব করতে পারি, অনেক কোম্পানির কাজ করেছি, প্রথমাবস্থায় ফ্রীল্যান্সার আর তারপর বিভিন্ন কোম্পানি সাথে ব্যাক্তি গত ভাবে চুক্তি বদ্ধ কাজ। আর আমাদের দেশেও অনেক যায়গায় কাজ কর্ম করছি। পকেট এখন অলটাইম হট থাকে। তবে যখন টাকা ছিল না তখনকার মত সখ আল্লাদ আর কেন জানিনা নেই।

আর এই সব কিছু তাদের জন্যই সম্ভব যারা আমাকে সেদিন কম্পিটার কিনতে বলেছিলেন।



২০১৪ এখন শেষের দিক.।.।.।

এখন কেমন জানি আরো চেঞ্জ হয়ে গেছি। শারিরীক অসুস্থতা যেন আরো বেশি করে চেপে বসেছে। এই বয়সেই অনেক রকম ব্যবসার সাথে জরিয়ে গেছি। তবে হ্যা আমি খারাপ কিছু করি না।( আমি মানুষ ভালই :P )

আগে অনেক স্বপ্ন দেখতাম, বড় হলে এটা হব ওটা হব। আর এখন মাথার ভিতর শুধু টাকার চিন্তা। বয়স কম হলেও আমি অনেক কিছুর স্বাদ গ্রহন করেছি যা সবার জন্য সম্ভব নয়। কখনও টাকা ভর্তি ব্যাগের ওজন বাহিবার সুখ আবার কখনও শুন্য পকেটে ক্ষুধা নিবারনের সুখ।সব কিছুর পরও আমি পিছনেই পরে রইলাম, আমি সেই আগের মতই আবাল আছি।

এখন কারো সাহায্যের হাত দরকার।

না, টাকা পয়সার সাহায্য লাগবে না। একজন ভালো বন্ধুর দরকার যে কি না অন্তত প্রতিদিন একবার ফোন দিয়ে বলবে

ছেলে বন্ধু হলেঃ দোস্ত তুই কই আইজ তুর জন্যে এমন একটা মাল পাইছি যা দেখলেই তুই টাল হয়ে যাবি। :P

মেয়ে বন্ধু হলেঃ দোস্ত তুই কই আইজ আমি তুরে আইলাভিউ কমু, তারা তারি আয়, আর হ্যা বাসায় থেকে খেয়ে আসিস। বাহিরে আমি খাওয়াইতে পারুম না। আর তোর থেকেও খামু না। X(



যারা কস্ট করে এই অহেতুক লেখাটুকু পড়লেন তাদের কে অনেক ধন্যবাদ, আপনাদের কাছে আমার এত টুকুই চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন যেন অতি দ্রুত সুস্থ হয়ে যাই।

আর, যারা অনেক দুঃখে কস্টে আছেন তারা কখনও হতাস হবেন না। চেস্টা করুন কিছু একটা করার। অন্য কাওকে অনুসরন না করে নিজেকে অনুসরন করুন তাতে আরো দ্রুত সফল হবেন।

সবাই ভালো থাকবেন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

মিজভী বাপ্পা বলেছেন: ভালো হয়েছে +++++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

Professor সাহেব বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।
ভাল থাকবেন সব সময়।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ছাত্রজীবন ঝট করে চাকুরীজীবিতে রূপান্তরিত হয়ে গেল। বুঝতেই পারলাম না। আর আক্ষেপটা তো আর নেই-তাই না।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

Professor সাহেব বলেছেন: চাকরি তো করি না ভাই, কন্ট্রাকে কাজ করি।
আর আক্ষেপটা হলো কিছুই ধরে রাখার ক্ষমতা আমার নেই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৮

ভিটামিন সি বলেছেন: কেমনে কি ভাই? ২০০২ সালে কম্পিউটারের মাউসে হাত দিছি। প্রফেশনাল হয়েছি ২০০৭ এর শেষ দিকে। এখন পর্যন্ত ছাড়ি নাই। ছকে বাধাঁ ডিউটি করা ছাড়া আর তো কোন এক্সট্রা ইনকাম করতে পারলাম না। তবে হ্যাঁ ছাত্রজীবনে অনেকের পিসি কনফিগার, কেনা, এসেম্বল, সফট ইন্সটল ইত্যাদি করে টু পাইস কিছু কামিয়েছিলাম।
এখন বলেন তো আপনার ইনকামের গোপন রহস্য কি? হারাদিন দুইটা পিসি+ল্যাপি ব্রডব্যান্ড কানেকশনসহ নিয়া পইরা থাহি। কিচ্চু করতারি না। যদি আপনার রহস্য অনুসরণ করে কিছু রোজগারপাতি অয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

Professor সাহেব বলেছেন: এমন অনেক কিছুই আছে যা সম্ভব। কিন্তু চিন্তাধারা সুদুর না হওয়ার জন্য অনেকে অনেক কথা বলে বা বুঝতে চেস্টা করে না।
আপনি আমার থেকে অনেক বড় এবং প্রফেশনাল।
বিষয়টা এরকম যে, আপনার কর্মক্ষেত্র হয়ত ছকে বাধা। আপনি ছকের বাহিরে আসেন। দেখেন অনেক কিছু আছে। আমাকে বা আমার কথা বিশ্বাস করতে হবে না। যেখানে আছেন বা যা করছেন তার বাহিরে জগতে ভালো করে নারা দিন।
অনেক পথ পাবেন। তবে কথা হলো সব কোন পথই সহজ না, আবার সবই সহজ।
আপনি এই মেইল এ আমার সাথে যোগাযোগ করেন।
[email protected]
কিছু গোপন রহস্য যদি আপনার কাছে দিতে পারি আর আপনার যদি তাতে ভালো হয় আমি তাতেই ধন্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

অপূর্ণ রায়হান বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠবেন - এই কামনায় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

Professor সাহেব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই সাহেব।
ভাল থাকবেন সবসময়।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

আলম দীপ্র বলেছেন: আনন্দময় হোক আপনার জীবন । আপনার জন্য দোয়া থাকল ভাই ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

Professor সাহেব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার লেখা গুলি পড়েছি ভাই। অসম্ভব ভালো লেখেন আপনি। আপনাদের অনুসরন করেই তো আমার ব্লগে প্রবেশ।
দোয়া করি আপনিও ভালো থাকেন ভাই সাহেব।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

কলমের কালি শেষ বলেছেন: শুভ কামনা রইল । :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

Professor সাহেব বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।
ভাল থাকবেন সবসময়। :)

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

খাটাস বলেছেন: প্রিয় প্রফেসর সাহেব কষ্টেই তো কেষ্ট মেলে। নিজের নানা অজানা কথা দিয়ে অনুপ্রেরণা মুলক সুন্দর লিখছ। লেখা চালায়া যাও।
আর সময় করে ফোন দিও। ভাল থাক সব সময় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.