| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি মন্ডল ছিলেন দক্ষ গৃহিনী। মাত্র ১১বছর বয়সে তিনি পিতৃহারা হয়ে যান। জমিদারী প্রথা চলে যাওয়ায় একান্যভূত পরিবারটি খন্ড খন্ড হয়ে যায়। ধীরে ধীরে দেখা দেয় অভাব। তাঁরা ৯ ভাই-বোন। ভাইদের মধ্যে ছোট প্রহলাদ মন্ডল সৈকত। সংসারের অভাব অনটনে পারিবারিক অসচ্ছলতার মধ্য দিয়ে তিনি শিক্ষা ক্ষেত্রে দর্শন বিষয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৯৫ সালে মাত্র ১৬বছর বয়সে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার জেলা প্রতিনিধি দিয়েই তার সাংবাদিকতা শুরু। ১৯৯৭ সালে কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে এবং ১৯৯৯ সালে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক মাতৃভূমি জেলা প্রতিনিধির দায়িত্ব পান। সেই সাথে এ সময় ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি সাপ্তাহিক পত্রিকায়ও কাজ করেন। ২০০১সালে তৎকালীন বহুল প্রচারিত দৈনিক আজকের কাগজ পত্রিকায় রাজারহাট থানা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। এ সময় ‘না খেয়ে মানুষের মৃত্যু’ শিরোনামে একটি নিউজ দৈনিক আজকের কাগজ পত্রিকার হেড লাইনে প্রকাশিত হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (তৎকালীন বিরোধীদলীয় নেত্রী) রাজারহাটের হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে আসেন। তিনি রাজারহাট থেকে প্রকাশিত সাপ্তাহিক গ্রামান্তর নামের একটি পত্রিকায় নিউজ এডিটরের দায়িত্ব পালন করেন। আজকের কাগজ পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর ২০০৭ সালে উত্তরাঞ্চলের বহুল প্রচলিত দৈনিক করতোয়ায় যোগদান করে। ২০১১সালে খন্ডকালীন দৈনিক সমকাল পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ২০১৩ সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন ও ২০১৭ সালে আমাদের সময় পত্রিকায় কাজ করার সুযোগ পান। এছাড়া বাংলা নিউজ২৪ ও ব্রেকিং নিউজসহ বেশ কয়েকটি শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল অনলাইন পত্রিকায় কাজ করছেন। বিরামপুর থেকে নিউজ ডায়রী ডট কম শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ক্রেষ্ট প্রদান করেন। ক্ষুরধার লেখনির জন্য বেশ কয়েকটি পত্রিকা ও প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা গ্রহন করেন। তিনি ডেইলি তোলপাড় ডট কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কাজ করছেন। ১অক্টোবর/১৯ থেকে তিনি চ্যানেল সিক্্র এ জেলার রাজারহাট থানা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি ২০১১সালে ১৩এপ্রিল ও ২০১৬সালের ১৭ ডিসেম্বর হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় তার বাম পা ভেঙ্গে তিনি পঙ্গুত্ব বরণ করেন। তারপরও তাকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। তিনি প্রেসক্লাব নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে সৎ ও সাহসী ভূমিকা পালন করেন। অল্প বয়স থেকে সাংবাদিকতা মহান পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী। তাঁর খুরধার লেখনিতে খরা-বন্যা, নদীভাঙ্গন, রাস্তাঘাট- শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠান সংষ্কার, সমাজ কুসংষ্কার, দূর্নীতি-অনিয়ম জিরো টলারেন্স না হলেও অনেকটাই কমে যেত। স্বাস্থ্য-শিক্ষা-কৃষি, ব্যবসা-বানিজ্য, সমাজ-সংষ্কৃতিতে তাঁর সাহসীকতায় ভূয়সী প্রশংসনীয়। ন্যায় ছিল তার হাতিয়ার, সত্যের পক্ষে ছিল অবিচল। তাঁর কণ্ঠস্বর প্রতিবাদী। বর্তমানে তিনি প্রেসক্লাব রাজারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক। সাংবাদিকতা পেশায় অনুপ্রেরণা যোগান তারই স্যার মাধ্যমিক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শেখসাদী মন্ডল । তার পর থেকেই তিনি আর কোন চাকুরীকে পেশা হিসেবে না নিয়ে একমাত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাই তিনি তাঁর অনুপ্রেরণাকারী স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক। তিনি যেমন সমাজ সংষ্কারক, তেমনি সংষ্কৃতি মনাও বটে। রাজনৈতিক ব্যক্তি না হয়েও তিনি সব দলের নেতা-কর্মীদের সাথে চলাফেরা করেন প্রতিনিয়িত। সর্বোপরি সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের মানুষের কাছে সাংবাদিকতায় আস্থা অর্জন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কৈশোর থেকে বহু চড়াই উৎরাই পাড় করে দীর্ঘ ২ যুগ অতিবাহিত করেছেন এ পেশায়। তিনি সকলের ভালবাসায় সিক্ত হয়ে তাঁর পেশাকে আরও বেগবান করতে চেয়েছেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় অর্ধশত †চয়ারম্যান প্রার্থী মা? চষে বেড়াচ্ছেন। এবারেই প্রথম বারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা প্রতিদ্বদ্ধিতা করবেন। পাশাপাশি কিছু প্রার্থী স্বতস্ত্রভাবে প্রতিদ্বদ্ধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের প্রচারনায় মুখরিত হয়ে উ?েছে গ্রামীণ হাটবাজার ও জনপদ। ইতিমধ্যে উপজেলা জুড়ে সম্ভাব্য †চয়ারম্যান ও †মম্বারদের †বনার †ফস্টুনে ভরে †গছে গ্রামীণ রাস্তার †মাড় ও হাটবাজার। দলীয় মনোনয়ন †পতে প্রধান দু’দল আ’লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের †নতা কর্মীরা †দŠড়ঝাপ শুরু করেছে। তফসিল †ঘাষনা না হলেও ইতিমধ্যে নির্বাচনী আমেজ ইউনিয়নগুলোতে রীতিমতো চায়ের †টবিলে ঝড় উ?েছে। দলীয় মনোনয়ন †পতে রাজনৈতিক †নতাদেও দাড়ে দাড়ে †দŠড়াচ্ছেন প্রার্থীরা। দলীয় প্রতীক বাগিয়ে নিতে পারলেই জয় নিশ্চিত এমনটি মনে করছেন অনেক প্রার্থী। এমনটি †ভবেই †নŠকা অথবা ধানের শীষ প্রতীক †পতে তারা মরিয়া হয়ে উ?েছেন। এতে খরচপত্র যা হয় তা দিতেও তারা প্রস্তুত। গত †পŠর নির্বাচনে জয় জয়কার †দখে এবার উপজেলার ইউপি †চয়ারম্যান প্রার্থীও সংখ্যা †বড়ে †গছে। তাই †জার তদবির- লবিং চলছে উপজেলা ও †জলার শীর্ষ পর্যায়ের †নতাদের কাছে। তাই ইতিমধ্যে †বশ কয়েকটি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনে বর্ধিত সভা করেছেন। শীর্ষ †নতাদের ছবি মাথার উপর রেখে আ’লীগ ও বিএনপি মনোনয়ন প্রার্থীরা †ছপেছেন †পাস্টার ব্যানারে। আর এ গুলো †শাভা পাচ্ছে উপজেলার বিভিন্ন †মাড়ে †মাড়ে। দলীয় প্রতীক †পতে যারা তদবির-†লাবিং শুরু করছেন তারা হচ্ছেন রাজারহাট ইউনিয়ন †থকে আ’লীগ †নতা আজগার আলী, বর্তমান †চয়ারম্যান এনামুল হক, ফারুক মন্ডল,সাইফুল ইসলাম সাবু মন্ডল, বিএনপি †থকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান ও সহসভাপতি জাকির †হাসেন †চŠধুরী, চাকিরপশার ইউনিয়নে আ’লীগ †থকে বর্তমান †চয়ারম্যান জাহিদ সরোয়ার্দ্দী বাàী, উপজেলা আ’লীগ সভাপতি চাষী আ: সালাম মাস্টার, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক আদম আলী ব্যাপারী, †জলা মহিলা যুবলীগের সাংগা?নিক সম্পাদক বিউটি রানী, আ’লীগের ওয়ার্ড সম্পাদিকা ইয়াসমিন †বগম, মহিলা বিষয়ক বিএনপি †থকে উপজেলা যুবদল সভাপতি রমজান আলী শিকদার, আবুল কালাম আজাদ, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে আ:কুদ্দুস প্রামানিক, রুম্মান †হাসেন,আ’লীগের ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্র নাথ কর্মকার, বর্তমান ভারপ্রাপ্ত †চয়ারম্যান ছাদেকুর রহমান ও খলিলুর রহমান রুকু, বিদ্যানন্দ ইউনিয়নে বর্তমান †চয়ারম্যান তাইজুল ইসলাম, †মা: আলম মিয়া ও বিএনপির ইউনিয়ন সভাপতি সহিদুল ইসলাম †খাকন, ছিনাই ইউনিয়নে বর্তমান †চয়ারম্যান সাদেকুল হক নুরু, আজিজুল হক, নাজিমখান ইউনিয়নে বর্তমান †চয়ারম্যান জামাল উদ্দিন, আ’লীগ †নতা নয়া পাটোয়ারী ও বাদশা বকসী এবং উমর মজিদ ইউনিয়নে বর্তমান †চয়ারম্যান ওহাব মন্ডল, আ’লীগের †জলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, আ’লীগের ইউনিয়ন যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম(ময়নাল), উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ: হাকিম খন্দকার। #
©somewhere in net ltd.