![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্ব ও ভালোবাসায় অনেক তফাৎ আছে, কিন্তু ঝট্ করিয়া সে তফাৎ ধরা যায় না।
বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকী। বন্ধুত্বের আটপৌরে কাপড়ের দুই-এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাঁটুর নীচে না পৌঁছিলেও পরিতে বারণ নাই। গায়ে দিয়া আরাম পাইলেই হইল। কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া টানাছেঁড়া তোলাপাড়া সয়, কিন্তু
ভালোবাসা তাহা সয় না। আমাদের ভালোবাসার পাত্র হীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে, কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না; এমন-কি, আমরা যখন বিলাসপ্রমোদে মত্ত হইয়াছি তখন আমরা চাই যে, আমাদের বন্ধুও তাহাতে যোগ দিক! প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক্ এই আমাদের ইচ্ছা— আর, বন্ধু আমাদেরই মত দোষে গুণে জড়িত মর্ত্যের মানুষ হইয়া থাক্ এই আমাদের আবশ্যক। আমাদের ডান হাতে বাম হাতে বন্ধুত্ব। আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই। কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বতোভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সঙ্গ চাই। কিছুই না পাই যদি, তবুও তাহাকে ভালোবাসি। ভালোবাসায় তাহাকেই আমি চাই, বন্ধুত্বে তাহার কিয়দংশ চাই। বন্ধুত্ব বলি তে তিনটি পদার্থ বুঝায়। দুই জন ব্যক্তি ও একটি জগৎ। অর্থাৎ দুই জনে সহযোগী হইয়া জগতের কাজ সম্পন্ন করা। আর, প্রেম বলিলে দুই জন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই। দুই জনেই দুই জনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে এক এবং দুই।
অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি , হয় তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না; কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই। অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে। কারণ, সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না। কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির স্থান নাই। যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না। যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে, কিন্তু করদ জায়গীরদার হইয়া থাকিবে কিরূপে? হয় রাজত্ব নয় ফকিরী, ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নাই। ইহা ছাড়া আর একটা কথা আছে— প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়।
-রবীন্দ্রনাথ ঠাকুর।
এখন বলুন আপনি আপনার পাশে হাসি মুখে বসে থাকা মানুষটির কে হন??
বান্ধবী না প্রেমিকা?
বন্ধু না প্রেমিক??
কেউ যদি বন্ধুত্ব আর ভালোবাসার পার্থক্য না বুঝলে এই লেকচারটা চালিয়ে দিতে পারেন
আর আমারো একটা হেল্প করেন।এক্টা সাইট ডিজাইন করলাম।কেমন হল একটু ঢুঁ মেরে দেখেন আর কি কি করা যায় একটু হেল্প করেন।
সাইটের ঠিকানা http://tempting-recipes.lv2lvu.com/
২| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
মহাজাগতিক পাগল বলেছেন: ব্যাফুক দার্শনিক কথা , মুখস্ত করিয়া লইতে হইবে ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
মহাজাগতিক পাগল বলেছেন: সাইট এর রেসিপি দেখে জিভে জল আসিলো
৪| ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
প্রহেলিকাবালিকা বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক। :#>
৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১০
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার নামের সংগেও রহিয়াছে বালিকা।
সখি বানাইয়া বাড়াইতে পারেন বন্ধুর তালিকা।
৬| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১৮
প্র ভা ষ ক বলেছেন: :-<
৭| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২০
মাক্স বলেছেন: ব্যাফুক দার্শনিকতা
৮| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০২
দি সুফি বলেছেন: একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই।
১৯ বছরের বন্ধুত্যে কোনোদিন এমন কথা আমার মাথায় আসে নাই, তাহারও আসে নাই!
৯| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:১৮
মহাজাগতিক পাগল বলেছেন: @ দি সুফি >> ভালবাসা BE UPON YOU
১০| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৬
প্রহেলিকাবালিকা বলেছেন: বন্ধু হইতে কুনু দোষ দেহি না গ্রাম্যবালিকা
১১| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮
প্রহেলিকাবালিকা বলেছেন: দি সুফি অধরা ভালোবাসা আপনার ধরায় অবতরণ করুক
১২| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৫৯
সালমাহ্যাপী বলেছেন: শিরোনামে মনে হয় একটু ভুল আছে ।
এডিট করে ঠিক করে নিয়েন পারলে
২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:১৪
প্রহেলিকাবালিকা বলেছেন: একটু ভুল তো মানাই যায়!! কি বলেন? :পি
১৩| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৪
মহাজাগতিক পাগল বলেছেন: থাক না একটু ভুল
১৪| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫৪
মহাজাগতিক পাগল বলেছেন: @প্রহেলিকাবালিকা >>
এভাবে লেখক কমেন্ট করতে পারেন ।
২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৯:১২
প্রহেলিকাবালিকা বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ
১৫| ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১১
দি সুফি বলেছেন: @ মহাজাগতিক পাগল এবং প্রহেলিকাবালিকা্ঃ কোনো সম্ভবনাই নেই। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: হুম, চিন্তার কথা!