নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা › বিস্তারিত পোস্টঃ

প্রহেলিকার আত্মকথন -১

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬



হামাগুড়ি দিয়ে নয় খুঁজেছি তোকে বিদ্যুৎ গতিতে। অজ্ঞতার নগ্ন দৃষ্টিতে তাকিয়ে বিস্তৃত সপ্রতিভ আঁধারে, কখনো কখনো কুমারী বিকালের গাঢ়ো নিশ্বাসের হর্ষে, খুঁজেছি মুয়াজ্জিনের ডাকে ছুটে গিয়ে পবিত্র প্রাঙ্গনে, হন্য হয়ে খুঁজেছি সন্ধির হাট-বাজারে, দিশেহারা হয়ে অজন্তের সরু পথের শেষ প্রান্তে পেয়েছি ধর্ষিত হলুদ পাহাড়, নীলাম্বরের বুক থেকে এক টুকরো নীল ছিনিয়ে এনে মেখে দিয়েছিলাম তার পূর্নাঙ্গে। ভেবেছিলাম এই সবুজের মাঝেই বুঝি খুঁজে পাবো তোর অনুরূপ, কিন্তু দুষ্কর বারমুডা ট্রায়াঙ্গেলের অভ্রভেদী রহস্যের অন্তরালেই রয়ে গেলি তুই।



আমার মত করে গোত্রের সকলেই খুঁজেছিলো তোকে। আমিও জেনে গিয়েছি তোকে আর খুঁজে পাবো না মৃত্যুর প্রসবের পূর্বে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৫

জাফরুল মবীন বলেছেন: আমার একটি পোস্টে আপনার করা কমেন্টের সূত্র ধরে আপনার ব্লগে এসে বেশ অবাক হলাম!এত চমৎকার শব্দের গাঁথুনি আপনার লেখনিতে!ভাললাগা আর সেই সাথে রইলো অভিনন্দন।আরও লিখুন।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

লীন প্রহেলিকা বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম সুপ্রিয় জাফরুল মবীন, পাশে পাব এই কামনা করি। অনেক ভাল থাকুন সুন্দরের সাথে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধারণ আপনার প্রকাশ ভঙ্গি। থাকুন ব্লগে আপন মহিমায়। শুভ কামনা আপনার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২

লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়, পাশে থাকবেন সেই কামনা করি। শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.