![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু
বাকহীন বৃক্ষের তৃষ্ণার্ত ছায়া জানে
জানে বুকে শয্যা পাতা নিখাদ ধুলো,
কতবার গিয়েছি ছুটে প্রাচীন পথে
বেলা অবেলায় বিদ্রুপের ধুম্রজালে।
যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।
দাঁড়ায়নি কখনো ক্লান্ত দু’পা সমান্তরাল,
থামেনি জুয়াড়ি বেসাতি আবেগের প্রস্থ মাপে।
তবুও সে পথ গড়িয়ে গড়িয়ে মিশে যায়
কোন এক অচেনা বিন্দুতে, মায়াময় প্রভাতে
ছোঁয়া হয় না পথ কবিতার শেষ চরণ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় আলম দীপ্র, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
জ্বী শব্দনীড়ে থাকি আমি। আপনাকেও আমি চিনতে পেরেছি। ভাল থাকবেন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৭
নাসরিন চৌধুরী বলেছেন: খুব ভাল লিখেছেন --পড়তেও বেশ লেগেছে।
ছায়া বানানটা ---
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৪
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়া, অসচেতনার ফল এটি, ঠিক করে দিলাম। কৃতজ্ঞতা জানবেন, ভাল থাকবেন খুব।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩০
জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: অসাধারন প্রিয়কবি!
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। আপনাকে দেখে অনেক খুশি হলাম।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: ক্লাসিক । ২য় ভালোলাগা ++++
ভালো থাকবেন সবসময়
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
লীন প্রহেলিকা বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম, ভাল থাকুন সবসময়।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।
-অসাধারণ এক বোধ। কিন্তু শেষের দিকে কেমন যেন হয়ে গেল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়, ঠিকই বলেছেন আপনি, স্থির প্লটের চিত্র আঁকতে গিয়ে শেষের দিকে এসে আমি সত্যিই গুলিয়ে ফেলেছি, ধরে রাখতে পারিনি সম্পূর্ণ নিজ হাতে। চেষ্টা জারি থাকবে। আবারও ধন্যবাদ আপনাকে। সালাম জানবেন।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী । পড়ে ভাল লাগল ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন পড়ার জন্য। অনেক অনেক ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।
অসাধারন লাগলো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, ভাল থাকবেন খুব।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২
আলম দীপ্র বলেছেন: সুন্দর কবিতা ।
আচ্ছা আপনি কি শব্দনীর এর প্রহেলিকা ?