![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু
আঁধারে মুদ্রিত নিঃসঙ্গতায় ক্লান্ত দেহ
ভুল করেও কখনো থাকেনি পরে শয্যামোহে
উস্কে দিতে সাত সকালের অপেক্ষা,
সচতুর সাঁতারে পাড়ি দিয়ে শামুক রাত
ছুটে যায় কুয়াশার বিষন্নতায়
শুকনো পাতার আবাহনে মর্মরের মৌন উৎসবে।
বৃষ্টিমুখী চাতক ভোরে,
বালুর ভাঁজে ভাঁজে শিশিরের জলসা খোঁজে-
ব্যস্ত যখন সমস্ত রোদ এই চরাররে
আমি খুঁজি স্পর্শ তোমার,
ভোরের নৈঃশব্দ্যে অবাধ্য শিহরণ
শীতল চুম্বনে থরথরে কাঁপুক সারাটা বদন।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৫
লীন প্রহেলিকা বলেছেন: পাশে পেয়ে ভালো লাগছে, আপনার লিখা পড়েছি খুব ভালো লিখেন। পাঠেই তৃপ্তি পেয়ে থাকি। শুভকামনা।
২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৫
তাওহীদ৭১তমাল বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগলো
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৫
লীন প্রহেলিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২০
তুষার কাব্য বলেছেন: ভাল লাগলো ...
১৩ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৬
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন পড়ার জন্য। অনেক অনেক ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৩ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৬
লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ভাল থাকুন। শুভেচ্ছা রইল।
৫| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +
চমৎকার কবিতা ।
শুভেচ্ছা অনেক
১৩ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৭
লীন প্রহেলিকা বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম, ভাল থাকুন সবসময়।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!
৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল আছেন নিশ্চয়ই ৷
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬
লীন প্রহেলিকা বলেছেন: আপনাকে দেখে অনেক খুশি হলাম শ্রদ্ধেয়, আপনাকে খুঁজে পাওয়া বরং মুশকিল হয়ে গেলো আমার জন্য। কোথাও পাই না এমন কি খুজলেও। আশা করি আপনি ভালো আছেন শ্রদ্ধেয়। সালাম জানবেন।
৮| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার কবিতায় ভালো লাগা।
১৪ ই মে, ২০১৫ রাত ১২:০৮
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
নাসরিন চৌধুরী বলেছেন: শেষ প্যারাটা কিন্তু বেশ ভাল লেগেছে। একেবারে গেঁথে গেল।