নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

১৭ ই মে, ২০১৫ রাত ১০:৩৭

দৃষ্টিভ্রম

করাতের খাঁজ-কাটা ভুলে গিয়ে আপন পেশা
চন্দন ভেবে চিরে যায় মানবীয় পারদ,
ঝরা পাতা উড়ে বলে বাতাসের ভাঁজে
সোনালী জালে মিশে থাকে পতনের আভা।
নাচঘর কেঁপে উঠে,
পোশাকেও নানাবিধ রঙের মিশেল
রোদে লেপা দুর্গের প্রাচীন দেয়াল
বাহ! আজ অন্ধকারেও সেঁজেছে বেশ!

দেবতা

মধ্য রাতের বৃষ্টিতে খুলে গেলে সমস্ত আবরণ
ফোঁটাগুলো বিঁধে যাবে নরম শরীরে
জলের ভাসানে খুঁজতে গিয়ে কদমের সুখ
বাতাসের হিমে জমে যাবে গোপন শহর,

ঘুমিয়েছে দেবতা
নিবিড়েই বয়ে যাও লবনের জলধারা
সন্ধ্যায় করে পূঁজো এখন আর পাপ করো না।

একরঙা চোখ

ভোর হলে সবাই বলে
আকাশ থেকে আলো খসে পড়ে,
আমি কখনো ভোর দেখিনি, না দেখেছি আকাশ!
একরঙা চোখ আমার
দেখিনি সাদা কালোর লুকোচুরি উল্লাস,
তাইতো আজ ঘর ছেড়েছি ,
হঠাৎ যখন আকাশ থেকে
ঝরে পরা দু’ফোঁটা জল হাত ছুয়ে যায়,
আমি ভাবি আলোই বুঝি,
সবাই বলে মূর্খ কোথাকার!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন:
দেবতা দারুন হইছে।

দৃষ্টিভ্রমের লাস্ট চার লাইন জোস। নাচ বানানে কি চন্দ্রবিন্দু হয়? সন্দেহে আছি।

++

১৭ ই মে, ২০১৫ রাত ১১:০৬

লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নাচ শব্দটিও ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা জানবেন। আশা করি ভালো আছেন আপনি। ভালো থাকুন সর্বদা এই কামনা করি।

২| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: খূব ভালো লাগলো।

১৮ ই মে, ২০১৫ রাত ১১:৪৬

লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয়।

৩| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: আদিমতম বিবেকহীন দৃষ্টিভ্রম আমাদের ৷
পুুঁজো ও পাপে মানবিক হোক দেবতারা ৷
নিজের আকাশটুুকুু অদেখাই রয়ে যায় ৷ সুতোয় বাঁধা ত্রিপক্তিমালা - কখনো দেখা যায় প্রায়শঃ না ৷

সুন্দর থকবেন ৷

১৮ ই মে, ২০১৫ রাত ১১:৪৬

লীন প্রহেলিকা বলেছেন: আদিমতম বিবেকহীন দৃষ্টিভ্রম আমাদের ৷
পুুঁজো ও পাপে মানবিক হোক দেবতারা ৷


ওহো কি যে সুন্দর করে বলেছেন আপনি। আশা করি ভালো আছেন আপনি শ্রদ্ধেয়। আপনাকে পেলে অনেক খুশি হই। মাঝে মাঝে দেখি তবে সবসময় দেখি না। আশির্বাদ করবেন শ্রদ্ধেয়। শুভেচ্ছা আপনার জন্য।

৪| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১১

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন লাগলো কবিতা খানি। দারুণ লেখেছেন। অনুসরনে নিলাম।

২০ শে মে, ২০১৫ রাত ৩:৪৫

লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে অনুপ্রাণিত হলাম। খুব ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.