নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা › বিস্তারিত পোস্টঃ

দুটো কবিতা

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

// নবীন ঈশ্বর //

বন্ধ হয়ে গেলে ঐ শহরের জানালা,
দিব্যি ভুলে জেগে উঠি নিষেধের দুপুরে,
মাটির ধূসরে পুঁতে রাখা দৃষ্টি ফুঁড়ে,
আহ্লাদে উঠে আসে স্ফটিক জলের পৃথক নোনা।
উড়ালের যোগান নেই,
শব্দাঘাতে নির্ঘুম সময়ের বয়স বাড়ে।

ঘড়ির কাঁটা গুণে গুণে ঘুমিয়ে পড়লে দুপুরি কোলাহল;
সতর্ক পাহারায় আবার পাল্লা খোলে জানালার,
তখনি প্রাচীন এক নক্ষত্র নেমে আসে পুকুরস্নানে;
মাছরাঙা পাখিটি যাকে দেখে, ডেকে উঠে নবীন ঈশ্বর।

// রসিক আঘাত //

রসিক কুকুরদের মাঝে কি তুমুল উল্লাস ছিলো!
লাস্যমঞ্চের সামনে দাঁড়িয়ে সারি সারি সভ্য পশু-
অনায়াসে গিলে খেলো হাড় ভাঙ্গার শব্দগুলো,
ভুঁড়িওয়ালারা তখনো বসে ছিল দেবতার আসনে।

আর্তনাদ যখন; ভিড়ের দেয়াল পেরিয়ে বাতাসে মেশে,
আঘাতের সিঁড়ি বেয়ে তরতর করে নেমে আসে মধ্যযুগ।
আমরা তখন মুখোশের আবডালে তাকিয়ে দেখি;
কিভাবে কচি হাড়গুলো শিখে নেয় আঘাতের ধারন,
অর্ধশতক পেরুলে শরীরটা যায় মাছিদের দখলে!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

তুষার কাব্য বলেছেন: বেশ লাগলো কবিতা গুচ্ছ । শুভেচ্ছা ।

০৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৫

লীন প্রহেলিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১২

সুমন কর বলেছেন: রসিক আঘাত --- বেশ লাগল।

১ম প্লাস।

০৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০৫

লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ভাল থাকুন। শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫

লীন প্রহেলিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন ।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪

লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ভাল থাকুন।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপলব্দি পাঠ ৷

সুন্দর ও সাবলীল থাকুন প্রতিক্ষণ ৷

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.