নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা › বিস্তারিত পোস্টঃ

মানহানি

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০০

কিছু অক্ষর ছিটকে পড়লে স্বজনপ্রীতির জঙ্গলে
মরা বায়ুও হাক দেয়,
পা-চাটা কুকুরের মতো জাগে নব রিশতাদার।
নির্বিচারে লিখে যাও ধ্বংস, খুন আর ধর্ষন কাহিনী
তবুও মানহানি করো না বাপু!

শুনেছি এই বেয়াইভুমির পরতে পরতে
তুমি অথবা তোমারই কেউ বুনেছিলো রক্তবীজ!
ক্রাচ হাতে আজ তবে ভুলে যাও পুরনো উপাখ্যান,
ভুলে যাও তুমিই লিখেছিলে "বর্ণমালায় বাংলাদেশ"

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন কবিতা। এই সময়ের বিচারে মূল বক্তব্য টু দ্যা পয়েন্ট। ++

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

লীন প্রহেলিকা বলেছেন: স্বজনপ্রীতির এই দেশে আমজনতার ঠাই নাই, আপনি পড়েছেন দেখে আনন্দিত। তারপরও ভালো থাকুন এই কামনা করি।

২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: +++

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

শামির শাকির বলেছেন: চাইলে কবিতাটি আবৃতি করতে পারেন Talker10 থেকে!

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২

লীন প্রহেলিকা বলেছেন: হা হা হা, আবৃত্তির জন্য কন্ঠের প্রয়োজন হয়, তা আমার নেই। ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: শুনেছি এই বেয়াইভুমির পরতে পরতে
তুমি অথবা তোমারই কেউ বুনেছিলো রক্তবীজ!

চমৎকার কবিতার কথাগুলো। ভাল লাগল তবে কথা হলো ---

বেয়াইভূমির পরতে পরতে === মাতৃভূমি, পিতৃভূমি, পতিতভূমি অনেক ভূমিই চিনি এই বেয়াইভূমি তো চিনলাম না ভাই?

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

লীন প্রহেলিকা বলেছেন: চেনার কথাও নয়, আমিও চিনতাম যদি না বেয়াই-এর জন্য বেয়াই এর টান না দেখতাম! নব আবির্ভুত এই বেয়াই ভূমি নূতন করেই সব কিছু চেনাবে! ধন্যবাদ প্রিয় কবিকে। ভালো থাকুন বেয়াই ভূমিতেই।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: বেয়াই-এর জন্য টান তো বেয়াই-এর দেখি না বেয়াইন-এর দেখতেছি।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

লীন প্রহেলিকা বলেছেন: লিঙ্গবৈষম্য দূর করা হোক !

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: সুন্দর।

৩য় প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৮| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১১

রাসেলহাসান বলেছেন: ভালো লেগেছে। সুন্দর।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
এরকমটা প্রত্যাশিত না হলেও প্রাপ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.