![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু
এখানেই শহরটা ছিলো,
চোখে রঙিন চশমা, হাতের মুঠোতে পুরে আস্ত শহর
কে যেন টান সিনায় হেঁটে গেছে সুদৃশ্য জলের উপর।
শ্মশানের পাশে গড়ে তুলে নূতন দালান;
সভ্যতার শেষ চিহ্ন রেখে পালিয়েছে যাত্রাদল
কেউ কেউ পালিয়েছে মখমলের বিছানা ফেলে;
কালশিটে দেয়ালে লিখে গেছে দুঃস্বপ্ন ভ্রমণ।
এখন আর এখানে কোনো শহর নেই, সপ্তাহ জুড়ে
লাশকাটা ঘরের পাশে বসে হাড় নিলামের হাট।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭
লীন প্রহেলিকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আশা করি ভালো আছেন আপনি। ভালো থাকবেন সবসময় এই দোআ করি।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৬
ডি মুন বলেছেন: বাহ, খুব সুন্দর লিখেছেন।
যান্ত্রিকতার গর্জনের আড়ালে তলিয়ে যাচ্ছে প্রকৃতি।
এর পরিণাম কখনোই শুভ নয়।
ভালো থাকুন।
++
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮
লীন প্রহেলিকা বলেছেন: দৈত্যের মুঠোতে আজ বন্দি আমার শহর! আপনি এসে পড়েছেন দেখে আনন্দিত। ভালো থাকুন।
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭
শায়মা বলেছেন: খুব সুন্দর!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯
লীন প্রহেলিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা।
৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৪
হাসান মাহবুব বলেছেন: একটা দারুণ সুররিয়াল হরর ফ্লেভার আছে। উপভোগ্য।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয়, মন্তব্যে আপ্লুত হলাম।
৫| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লিখেছেন।
অনিঃশেষ শুভকামনা ভাই।
অনেক ভালো থাকবেন। সবসময়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০
লীন প্রহেলিকা বলেছেন: আপনার উপস্থিতি আমাকে প্রেরণা দেয় সুপ্রিয়, অবিরাম শুভকামনা আপনার জন্যে।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
রুদ্র জাহেদ বলেছেন: দরুণ ভালো লাগা...!
কবিতায় কিছুটা সুররিয়ালিস্টিক ফ্লেভর রয়েছে+
ভালো থাকুন সবসময়...
১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:৩২
লীন প্রহেলিকা বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয়।
৭| ১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৭
তানজির খান বলেছেন: খুব সুন্দর কবিতা। আধুনিক কবিতার যে স্বাদ তা এখানে পুরোপুরু বিদ্যমান। দারুণ লেগেছে শব্দ চয়ন
১৩ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১৯
লীন প্রহেলিকা বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়, সুন্দর থাকুন।
৮| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বাহ্। শব্দে রহস্যে হারাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগলো প্রহেলিকা ভাই। দারুন থিম। একটা ছোটগল্পের মতন। ++