![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু
শাদা শাদা কাশফুলে লেগে আছে সোঁদা গন্ধ
দ্বিধার মোড়কে বাজারে এলে অধুনা শরৎ,
ঘোমটা ভেঙে চৌকাঠ পেরোয় কবিদল।
তাদের ধুরন্ধর আঙুল জানে শব্দকলা
সামাজিক সন্ধ্যায় ফুসে ওঠা জ্যোৎস্নার বুনন,
সতেজ কাফনের নিচে ঢেকে রেখে সমস্ত বাসনা
করতলের কালশিটে রেখায়ও বয়ে যায় ছন্দনদী।
পকেট ভর্তি অরণ্য, জ্বলজ্বলে তরল দিন, তবুও
দুপুরি শীষ বেজে উঠলে; কুঁকড়ে ওঠে হঠাৎ,
পদতলে চাপা ধূলো লাফিয়ে উঠে গোপন চোখে!
তবে কি পড়ে আছে কোথাও এক মুষ্টি শপথঋণ
নয়তো কেন,
চেনা আরশিও চেপে ধরে জামার কলার!
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসম্ভবরকম মুগ্ধতা রেখে গেলাম।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
লীন প্রহেলিকা বলেছেন: আপনার মুগ্ধতাকে প্রাপ্তিতে যোগ করে দিয়েছি। কৃতজ্ঞতা জানুন।
৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭
বিজন রয় বলেছেন: ঘোমটা ভেঙে চৌকাঠ পেরোয় কবিদল।
তবুও কি শেষের দেখা পায় কবিরা?
শুধু বিস্ময়বোধে পড়ে গেলাম, একবার, দুবার, তিনবার।
অনেক ভাল লিখেছেন।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮
লীন প্রহেলিকা বলেছেন: কখনো পেয়েছে বলেও মনে পরে না। সবাই যেন ঘোমটার আড়ালে। যদিও চৌকাঠ পেরুয় কখনো তবু মনে হয় কোথায় যেন ভুল করে ফেলে গেছে দায়বদ্ধতা। এতো প্রেরণাদানের জন্য কৃতজ্ঞতা সুপ্রিয়। সুন্দর থাকুন।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮
লীন প্রহেলিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯
সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল লাগল।
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:১০
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
জ্যোস্নার ফুল বলেছেন: অন্ধকার চোখ বেধে দেয়, বন্ধ করে দেয় বোধ
চেনা আরশিও চেপে ধরে জামার কলার!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১২
লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২
মুসাফির নামা বলেছেন: কবিতার সাথেই চললাম।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৩
লীন প্রহেলিকা বলেছেন: কৃতজ্ঞতা জানুন।
৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।