নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা

কপটতার প্লাবনে হারিয়ে ফেলেছি নিজেকে, হারিয়েছি অনুভূতির সাথে আলিঙ্গনের স্বাদটুকু

লীন প্রহেলিকা › বিস্তারিত পোস্টঃ

গল্পের শুরু

১১ ই মে, ২০১৯ রাত ১১:৩০

শুরুর কথা ভাবি। সেই দিনইতো শুরু হয়েছিলো, যেদিন সূর্য দেবতা ডানা মেলেছিলো আংশিক! যুঁথিবদ্ধ আলো থেকে তুলে এনে বর্তমান; শীতের শেষে পুরনো ওমবস্ত্রের মতো বেচে দিয়েছিলাম সমুদয় ডাকনাম। বেচে দিয়েছিলাম আমিত্বের সুতোয় বোনা সৌখিন জামা আর পরিত্যক্ত চিলেকোঠা। সেদিনইতো শুরু হয়েছিল, যেদিন থেকে আমার আর কোনো ডাকনাম নেই, মাছ বাজারের আঁশটে ঝুড়িটির মতো পড়ে থাকি প্রতিটি মধ্যরাতে। এভাবেই ইথারের ধূর্ত ইশারায় একের পর এক এঁকে চলি প্রতিটি দিনের মৌলিক উড়াল।

না, আমি আজ শুরুর গল্প বলতে আসিনি, এসেছি তোমাদেরকে বিদায়ের কথা জানাতে। আমি আজ আকাশের একমাত্র বার্তাবাহক। জলের খামে পুরে দেয়া প্রতিটি বার্তা পৌঁছে দিতে হবে মাটির গহ্বরে। সেগুনবনে, জোড়াজোড়া সবুজ পাতায় পৌঁছে দিতে হবে নীলের আবেদন। শাহরিক জানালা পেরিয়ে কখনো যেতে হবে যুগল দীঘির পাড়ে কখনো বা অবিশ্রাম জলপ্রপাতে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৯ রাত ১১:৪৫

আখেনাটেন বলেছেন: জলের খামে পুরে দেয়া প্রতিটি বার্তা পৌঁছে দিতে হবে মাটির গহ্বরে। সেগুন বনে, জোড়া জোড়া সবুজ পাতায় পৌঁছে দিতে হবে নীলের আবেদন। শাহরিক জানালা পেরিয়ে কখনো যেতে হবে যুগল দীঘির পাড়ে কখনো বা অবিশ্রাম জলপ্রপাতে। -- চমৎকার কল্পনা।

এক গামলা শুভেচ্ছা সুন্দর লেখাটির জন্য।

*কিছু বানানে সমস্যা আছে।

১২ ই মে, ২০১৯ ভোর ৪:০৬

লীন প্রহেলিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিক করার চেষ্টা করেছি বানানগুলো। কৃতজ্ঞতা জানুন।

২| ১২ ই মে, ২০১৯ সকাল ৯:৫৭

আপেক্ষিক মানুষ বলেছেন: অসম্ভব কল্পনা করেছেন। অনেক ভাল লাগল।

৩| ১২ ই মে, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: আবেগ!!

৪| ১৩ ই মে, ২০১৯ রাত ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: শুরুর কথা বলে কি শেষই করে গেলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.