![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিক্ষার প্রহর অনেক দীর্ঘ। যেন কোন ভাবেই সেটা শেষ হতে চাই না। প্রত্যেকেই প্রতিক্ষায় আছে। ২২-২৩ বছরের এক তরুণ প্রতিক্ষায় আছে তার মেয়েবন্ধুর ইতিবাচক প্রতিউত্তরের, রাজনৈতিক নেতা প্রতিক্ষায় আছে ক্ষমতার মসনদের, সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা ছেলেটি প্রতিক্ষায় আছে একটা ভাল চাকরীর। মানুষের এসব প্রতিক্ষা যেদিন শেষ হয়ে যাবে সেদিন হয়ত পৃথিবী থমকে যাবে। না, না আমি অতদূর পর্যন্ত দেখার সাহস করিনা। আমার প্রতিক্ষার দৌড় খুব অল্প। আমার প্রতিক্ষা একটা সুন্দর-সাজানো সহজ-সরল জীবনের; যেখানে থাকবে প্রেমিকার ভালবাসা আর মৃদু শাসন, পরিবারের নির্ভেজাল বন্ধন, অর্থনৈতিক মুক্তি্র স্বাদ, নিজের মত করে জীবনকে উপভোগ করার সম্পূর্ণ স্বাধীনতা। আর কোথাও থাকবেনা অহেতুক স্বার্থপরতা, হীনমন্যতা, অন্যের উপর অন্যায় জোর-জবরদস্তি বা ক্ষমতার দাপট, অযৌক্তিক নিয়ম মানার কোন তাড়া।
বারবার চিতকার করে মানুষকে বলতে পারব-
“আমার নিজ জীবনে আমি স্বাধীন।“
©somewhere in net ltd.