![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্সিটি লাইফ নাকি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়।কিন্তু আকাশের ভার্সিটি লাইফটা ছিল সম্ভবত সবচেয়ে ভয়াবহ সময়। ফেলে আসা সেই দিনগুলো বারবার মনে পড়ছে তার। প্রদীপ নিভার আগে যেভাবে একবার দপ করে জ্বলে ওঠে, ঠিক যেন সেরকম একটা অনুভূতি হচ্ছে এই মূহুর্তে।
২০১০-২০১১ সালের কথা।
কি ভয়াবহ একাকী সময়গুলোই না কেটেছিল তার। একে একে সব স্বপ্ন, সব আশা গুড়ি গুড়ি করে শেষ হয়ে যাচ্ছিল। সামনের পথটা ছিল প্রচন্ড অন্ধকার সংকীর্ণ। ছোট্ট একটা ভুল, মূহুর্তেই তাকে ফেলে দিতে পারত একটা প্রচন্ড বিশ্রী একটা জগতে।যার পরিণতি হয়ত ধুকে ধুকে মরা ছাড়া আর কিছুই নয়। সেই হাই স্কুল লাইফ থেকেই আকাশের স্বপ্ন ছিল মিলিটারী একাডেমিতে যাওয়ার। যদিও ব্যাক্তি মানুষ হিসেবে আকাশ প্রচন্ড স্বাধীনচেতা, কিন্তু সেনা জীবনের প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল তার। দেশের সুরক্ষার চাইতে নাকি ভাল কিছুই আর নাই তার মতে। কলেজে পড়ার সময় তার জীবনের একটা নতুন টার্নিং পয়েন্ট পয়েন্ট হয়ে এসেছিল অনন্যা। মেয়েটাকে খুব ভালবাসত আকাশ। একটা সাজানো কবিতার বইয়ের মত ছিল তার স্বপ্নগুলো। কিন্তু এইচ.এস.সি এর পর সবকিছু কিভাবে যেন আকাশের নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছিল। তার প্রকৌশলী বাবার ইচ্ছা ছিল সে ডাক্তার হোক। কিন্তু মেডিক্যাল কলেজের সেই বিদ্যাচর্চা তার কোনদিনই ভাল লাগেনি। শেষ পর্যন্ত সেই ডক্তারী পড়ার চাপাচাপি থেকে রক্ষা পেলেও সেনা জীবনকে আর আপন করা হয়নি। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং-কেই জীবনের সাথী করে নিল আকাশ।
ফার্স্ট ইয়ার তখন প্রায় শেষ, একদিকে সামরিক জীবনের স্বপ্ন বিসর্জন অন্যদিকে পছন্দের মানুষকে হারানোর বেদনা। অনন্যার সাফ জবাব- সে আকাশের সাথে কোন সম্পর্কেও জড়াতে বা যোগাযোগও রাখতে চাইনা। এমনিতে প্রচন্ড আবেগী-অভিমানী-চুপচাপ ছেলে আকাশ, যেন পথ হারানো পথিকের মত চলতে থাকল সে সময়টাতে। স্বপ্নের অপমৃত্যু হল, ভরসার মানুষটাও থাকল না; এক অর্থহীন জীবনের লক্ষ্যহীন পথে হেঁটে চেলেছিল সেই দিনগুলোতে। যে ছেলেটি একসময় দেশের ভাগ্য বদলের কথা বলত, দেশ মানুষের কথা বলত- সে যেন নিজেই তখন অন্ধকারের বাসিন্দা; অসম্ভব একা, বন্ধুহীন সেই সময়টাতে সামনের পথটাও ছিল তার অজানা।
তখন ঠীক মত ক্লাসে যেত না; সারাদিন বিভিন্ন বই পড়ে আর অনলাইনে বিভিন্ন সাইটে ঘুরে বেড়তো। সারাক্ষন হাতড়ে বেড়াতো নতুন একটা জীনবের, নতুন একটা স্বপ্নের। একবার সিদ্ধান্ত নিয়েছিল সে রুয়েট ছেড়ে চলে যাবে, চলে যাবে দেশ ছেড়ে অনেক দূরে। আশেপাশের কেউ-ই তার সে সময়ের কাজগুলোকে ভাল চোখে দেখত না। সবার কাছে সে ছিল অসম্ভব বাজে অকর্মণ্য একটা মানুষ। কিন্তু এতকিছুর পরও স্বপ্ন-ভালবাসা হারানো সর্বহারা ছেলেটা বেঁচে থাকার একটা অবলম্বন খুজে বেড়াতো প্রতিনিয়ত। একটা সময় তার এমন অবস্থা ছিল যে চরম হিংস্রতা বা নিষ্ঠুরতাও তার কাছে স্বাভাবিক মনে হত।জীবন তার কাছে ছিল আবেগ অনুভূতিহীন প্রস্তরখন্ড। সহপাঠীরা ঠাট্টা করে তার নাম দিয়েছিল “রোবট”। তারপরও তার ভেতরের কষ্ট, স্বপ্ন হারানোর সেই অসহনীয় জ্বালা কেউ বোঝেনি। আসলে যে হতাশয় থাকে সেই শুধু বোঝে হতাশাগ্রস্থ মানুষের কষ্ট। মানুষের স্বাভাবিক আবেগ অনুভূতি হারিয়ে ফেলা যে কতটা যন্ত্রনার সেটা বলে বোঝানো মুশকিল। সেই পথটা যে কতটা অন্ধকার, কতটা ভয়ঙ্কর সেটা বলে বোঝানো অসম্ভব।
আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে গা শিউরে ওঠে আকাশের। তার নিজেরই বিশ্বাস হতে চাইনা, কিভাবে একটা নতুন স্বপ্ন খুজে ফিরেছে সে সময়, কিভাবে সাড়ে তিনটা বছর নিজের সবচেয়ে পছন্দের মানুষটাকে ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্ট করেছে, যার জায়গা আর কাউকে দিতে চাইত না সে।সেই পছন্দের মানুষটা আজ অন্যের হয়ে গেছে। নতুন একজন আবার কবে আসবে তাও সে জানেনা। হারানো সব স্বপ্ন পেছনে ফেলে এসে আবার নতুন স্বপ্ন দেখছে আকাশ। আসলে মানুষের জীবন তো আর কোন কিছুর জন্য বা কারও জন্য থেমে থাকেনা। জীবন এগিয়ে চলবেই। জোর করে টেনে ধরে থাকলেও থেমে থাকবে না। জীবনে কি পেল না পেল সেটার হিসাব কষাটাও ছেড়ে দিয়েছে আকাশ। শুধু এটাই জানে এখন- “ বেঁচে থাকতে হবে; নিজের স্বপ্নের জন্য, ভাল একটা দিনের জন্য।“
কারন এটা গুরুত্বপূর্ণ নয় যে একটা মানুষ কোন ভাল সমাজে জন্ম নিল কিনা, বরং এটা গুরুত্বপূর্ণ যে সে একটা ভাল সমাজ নির্মানের জন্য কি করল।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
প্রজন্ম পশ্চিমাঞ্চল বলেছেন: ধন্যবাদ খেলাঘর আপান্র প্রশ্নের জন্য। আকাশ আমার তৈরী একটা চরিত্র মাত্র, যাতে আমার কিছু মিল আছে। তবে স্বপ্নটা যদি বলি তবে পড়লাম, টাকা ইনকাম করলাম, সংসার কপ্রলাম, এটা না। অনেক বড় কিছু স্বপ্ন।
আসলে এটা বাংলাদেশের বহু ছেলেমেয়ের স্বপ্নভঙ্গের কথা।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬
খেলাঘর বলেছেন:
স্বপ্ন বড়, বুঝলাম; কিন্তু স্বপ্নটা কি, বা কিসের?
১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
প্রজন্ম পশ্চিমাঞ্চল বলেছেন: স্বপ্নটা মানুষকে নিয়ে, দেশের পরিবর্তনকে, বৈচিত্রময়তাকে নিয়ে।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
খেলাঘর বলেছেন:
আকাশের স্বপ্ন কি?