নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব্যসাচী

মানুষের জন্য

প্রজন্ম পশ্চিমাঞ্চল

প্রজন্ম পশ্চিমাঞ্চল › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমাকেই ভালবাসি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

তুমি জান-না হয়ত,
ইদানিং তুমি ফোন রিসিভ না করলে-
আমার আচমকা ধাক্কা লাগেনা।
কিন্তু মনের ভেতর একটা আস্ত পাথর
আবেগকে বেরিয়ে আসতে বারবার বাধা দেয়।
মনের ভেতর কোথায় যেন
একটা ক্ষত জন্মে গেছে।
সেটা সারিয়ে তোলা তো বহু দুরের কথা,
তার অস্তিত্বটাই খুজে পাওয়া এখন দায়।

হয়ত তুমি ভালবাসার কষ্টটা বুঝতে পারছো না,
অথবা বুঝতে চাইছো না।
কিন্তু সত্যি বলতে কি জান-
ভালবাসার আরেক নাম তো জীবন।
ভালবাসা যে ক্ষতটা তৈরী করেছে না-
সেই ক্ষত থেকেই তো জন্ম নিল বহু কষ্ট;
আর তিল তিল কষ্ট জমে গিয়ে যে একটা
শক্তির জম্ন দিবে সেটা কখনও ভাবতেও পারিনি।
এবার নিশ্চয় বুঝেছো-
এত কষ্ট নিয়েও কেন ভালবাসি তোমাকে?
বলেছিলাম না, ভালবাসা মানেই তো জীবন
আর সেই জীবনের কত রঙ।
অনেকেই তো খুব সহজে বলে ফেলে-
“তোমার জন্য আমি মরতে পারি।“
কিন্তু ক’জন চিতকার করে বলতে পারে-
“তোমার জন্য আমি বাঁচতে পারি।“
বলতে পারবে তুমি?

তোমার ভালবাসা তো-
আমাকে জীবেনের অর্থ বুঝিয়েছে;
বুঝিয়েছে- আমি মানে আমি একা নই।
আমি মানে- আমার ভালবাসা,
আমার আপনজন, আমার স্বপ্ন।
এত সুন্দর জীবনের অর্থ যখন বুঝতে শিখলাম,
ঠীক তখনই তুমি-
আমাকে দূরে ঠেলে দিলে।
তুমি যদি নাই থাক-
তো বেঁচে থাকার আদৌ কি কোন অর্থ আছে?
কিন্তু আমি বেঁচে থাকব।
বেঁচে থাকব-শুধু তোমার জন্য।
কেন-না আমি, শুধু
তোমাকেই ভালবাসি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নিলু বলেছেন: চলতে থাক যুগে যুগে , ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমমম... কারো জন্য মরা সহজ, বাঁচা কঠিন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.