| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
গত বছরের অক্টোবরে রিলিজ হওয়া মাইক্রোসফটের সার্ফেস ট্যাবলেট ডিভাইসের এর নতুন ভার্সন সার্ফেস প্রো শীঘ্রই বাজারে আসছে। গতকাল প্রকাশিত এক প্রেস রিলিজে মাইক্রোসফট্ এ খবর জানিয়েছে। শুনতে সার্ফেস আরটি এবং সার্ফেস প্রো প্রায় একই শোনালেও বাস্তবিক অর্থে প্রযুক্তিগত পার্থক্য রয়েছে অনেক। আরটি মডেলে ব্যবহৃত এনভিদিয়া টেগরা ৩ প্রসেসর আর থাকছেনা নতুন মডেলটিতে। নতুন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসর। অন্যদিকে মেমরি বাড়িয়ে ২গি.বা থেকে ৪গি.বাইটে উন্নিত করা হয়েছে।
প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে উইন্ডোজ ৮ প্রো ভার্সন যা কিনা সাধারণত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়ে তাকে। স্ক্রীণ রেজুলোশন-এও আনা হয়েছে বেশ পরিবর্তন। আগের মডেলের তুলানায় এই নতুন মডেলে থাকছে আরো বেশ কিছু নতুন ফিচার। যোগ করা হয়েছে ইউএসবি ৩.০ ভার্সন এবং ৪২- ডব্লিউ এইচ ব্যাটারি। বিস্তারিত ।
©somewhere in net ltd.