নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
গত বছরের অক্টোবরে রিলিজ হওয়া মাইক্রোসফটের সার্ফেস ট্যাবলেট ডিভাইসের এর নতুন ভার্সন সার্ফেস প্রো শীঘ্রই বাজারে আসছে। গতকাল প্রকাশিত এক প্রেস রিলিজে মাইক্রোসফট্ এ খবর জানিয়েছে। শুনতে সার্ফেস আরটি এবং সার্ফেস প্রো প্রায় একই শোনালেও বাস্তবিক অর্থে প্রযুক্তিগত পার্থক্য রয়েছে অনেক। আরটি মডেলে ব্যবহৃত এনভিদিয়া টেগরা ৩ প্রসেসর আর থাকছেনা নতুন মডেলটিতে। নতুন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোর আই৫ প্রসেসর। অন্যদিকে মেমরি বাড়িয়ে ২গি.বা থেকে ৪গি.বাইটে উন্নিত করা হয়েছে।
প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে উইন্ডোজ ৮ প্রো ভার্সন যা কিনা সাধারণত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়ে তাকে। স্ক্রীণ রেজুলোশন-এও আনা হয়েছে বেশ পরিবর্তন। আগের মডেলের তুলানায় এই নতুন মডেলে থাকছে আরো বেশ কিছু নতুন ফিচার। যোগ করা হয়েছে ইউএসবি ৩.০ ভার্সন এবং ৪২- ডব্লিউ এইচ ব্যাটারি। বিস্তারিত ।
©somewhere in net ltd.