নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

অবশেষে শাহাবাগের জনসমুদ্রের জোয়ার এসে লাগলো নিউ ইয়র্কে। আজ শনিবার, নিউ ইয়র্ক সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশী বংশোদ্ভুত প্রায় শতাধিক নিউ ইয়ার্কার পথে নেমেছিলো রাজাকার কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। উল্লেখ্য যে, বাংলাদেশের মতো এখানেও ছিলো তরুনদের লক্ষণীয় সমাগম। শরীর খুব একটা ভালো না থাকা সত্ত্বেও, খানিকা মনের জোরেই আমাকে যেতে হলো। বাসায় এসে বুঝতে পারলাম কাশিটা আবার বেড়েছে। কিন্তু কি করা, এমন আহবানে সাঁড়া না দিয়ে থাকতে পারিনি।



পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যে সাঁড়ে ছ'টা থেকেই লোকজনের ভীড় বাড়তে থাকে। মোটামুটিভাবে সাতটার দিকেই প্রায় শতাধিক তরুণ-তরুণী প্রচন্ড ঠান্ডা আর আগেরদিন রাতে হয়ে যাওয়া তুষার ঝড়ের পর প্রতিকূল পরিস্থিতি স্বত্বেও জড়ো হয় বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটস্ এলাকার কাবাব কিং রেস্টুরেন্টের সামনে। আবহওয়ার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় প্রতিটি স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয় আগেরদিন রাতেই। তারপরেও এই জনসমাগম ছিলো দেখার মতো। জন-জীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, অনেক ট্রেইন এখনো চলছেনা।



সবকিছু উপক্ষো করে তরুণদের এই সমাগম একটু বিরলই বলতে হবে, কারণ আমার গত ৬/৭ বছরের অভিজ্ঞতায় যা দেখেছি তাতে সাধারণত বড় কোন ধরনের অনুষ্ঠান না হলে সেখানে সাধারণত তরুণরা আসেনা। কিন্তু স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আসার ঘটনা খুব বেশী একটা ঘটেনা।



যাইহোক, ঘোষণাপত্র পড়া এবং জাতীয় সংগীত সমস্বরে গাওয়ার মাধ্যমেই শুরু হয় রাজাকারদের ফাঁসির দাবী। তারপর একে একে চলে "ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার" সহ নানা ধরনের শ্লোগান। অনেক ভিনদেশী লোকজন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়েই শুনছিলেন নতুনদের এই আয়োজন। একজন আমাকে জিজ্ঞেস করতেই সংক্ষেপে বুঝিয়ে বললাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানাচ্ছে তারা। তিনি তরুণদের এই ভূমিকার ভূয়সী প্রশংসাও করলেন।



যাইহোক আর কথা নয় এবার কিছু ছবি দেখুন।





































ছবি আসলে আরো বেশী তোলা হয়েছে। সবগুলো ছবি হাই রেজুলুশনে দেখতে এখানে ক্লিক করুন । আর হ্যাঁ ছবিগুলো আমারই তোলা :)

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

রাফা বলেছেন: আমিও সাক্ষী হোয়ে রইলাম নিউ ইয়র্কের শাহাবাগের

দড়ি লাগলে দড়ি নে,

রাজাকারদের ফাসি দে।


ধন্যবাদ,অসুস্থতা নিয়েও অংশ গ্রহণের জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবি এখানে আপলোড করেন না, সবাই দেখতে পারবে।

অনেক ভাল লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: সেরকমই ইচ্ছে ছিলো। কিন্তু আমার ক্যামেরা দিয়ে তোলা ছবি সাইজে অনেক বড় হওয়াতে আপলোড করা যাচ্ছিলোনা। এই ছবিগুলো রিসাইজ করেই আপলোড করেছি। প্রায় ১০০+ ছবি তুলেছিলাম। কিন্তু ফেইসবুকে বেছে বেছে ৬০টা আপলোড করেছি। পারলে সবগুলো এখানেই দিতাম। আপনি গিয়েছিলেন নাকি আজ?

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

পুরান ঢাকাইয়া বলেছেন:
কফিন রেডি
বডি চাই,
রাজাকারদের
ফাঁসি চাই ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: একটাই দাবী "রাজাকারের ফাঁসি চাই"। সম্ভব হলে পোস্টটা শেয়ার করুন। সবাই জানুক, আমরা প্রবাসীরাও আপনাদের পাশেই আছি। ধন্যবাদ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যেতে পারিনি, জ্যাকসন হাইটস অনেক দূরে, তার উপর রাতে। বাসা থেকে যেতে দিবে না। কালকেও নাকি আছে বিকাল ৪ টায়? আমি জ্যাকসন হাইটসে যাব এ কথা বাসায় বলতেই ভয় পাই :(

ছবিগুলো কষ্ট করে হলেও এখানে আপলোড করেন প্লিজ। পোষ্ট প্রিয়তে নিয়েছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: তাইতো শুনলাম। ভয় পাবেন কেন? জ্যাকসন হাইটসে ভূত থাকে নাকি? আচ্ছা আরো কিছু আপলোড করছি। রিসাইজ করতে একটু সময় লাগবে হয়তো। প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: স্যালুট ! আপনাদের ওখানে কি লন্ডনের মত কোন ঝামেলা করেছিল জাশিরা ? +++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: কোন ঝামেলা হয়নি এখনো পর্যন্ত। ধন্যবাদ।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

সিলেটি নাসির বলেছেন: গর্ব হচ্ছে খুউব

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। সিলেটে আপনাদের কর্মসূচীকেও আন্তরিক অভিনন্দন জানাই।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: এত খারাপ আবহাওয়ার মাঝেও অনেকে এসেছিলেন। সবাইকে অভিনন্দন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, আসলে সবাই ব্যাপারটা এতটাই সিরিয়াসলি নিয়েছিলো যে অনেককিছু না ভেবেই সিদ্ধান্তটা নেয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকেও সময়করে ছবিগুলো দেখার জন্য।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমার ক্যামেরাতেও ছবিগুলা আছে। :)

তবে আপনার ছবিগুলা অনেক বেশি সুন্দর হইছে।

আপনাদের প্রতিবাদ সমাবেশে অংশ নিতে পেরে আমাদের ও অনেক ভাল লাগছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: কৈ আপনাকেতো দেখলাম না :( অবশ্য আপনিও আমাকে দেখেছেন বলে মনে হয়না :( সামুর কাউকে খুঁজছিলাম, কিন্তু ছবি তুলতে তুলতে ভুলেই গিয়েছিলাম। আপনার ছবিগুলোও শেয়ার করুন। আমি আরো কিছু ছবি এখানেই এ্যাড করছি। এখন অবশ্য রিসাইজ করতে ব্যস্ত। খবর হয়ে যাচ্ছে। ;)

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

বিপ্লব06 বলেছেন: অভিনন্দন ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। সাথেই থাকুন। এ আগুন ছড়িয়ে পড়ুক পৃথিবীব্যাপী। যেখানেই থাকি না কেন, হৃদয়ে বাংলাদেশ।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

এই আমি রবীন বলেছেন:
সাথে আছি, শাহবাগ বা নিউইয়র্ক!!!

পুরান ঢাকাইয়া বলেছেন:
কফিন রেডি
বডি চাই,
রাজাকারদের
ফাঁসি চাই ।

রাফা বলেছেন:...............

দড়ি লাগলে দড়ি নে,

রাজাকারদের ফাসি দে।

ধন্যবাদ,অসুস্থতা নিয়েও অংশ গ্রহণের জন্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ। আমরাও সাথে আছি, পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

সামির হোসাইন বলেছেন: াজাকারের ঠাই নাই আমার এই বাংলায় , ঝুলাইয়া দেও সব রাজাকারদের

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ঝুলাইলেতো কষ্ট কম হবে.. আমি ভাবছিলাম.. ছিল্লা-কাইট্ট্যা ;)

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

তামীল০০৯৬ বলেছেন: সাথে আছি, শাহবাগ বা নিউইয়র্ক!!!

পুরান ঢাকাইয়া বলেছেন:
কফিন রেডি
বডি চাই,
রাজাকারদের
ফাঁসি চাই ।

রাফা বলেছেন:...............

দড়ি লাগলে দড়ি নে,

রাজাকারদের ফাসি দে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। সাথেই আছি, র্নিভয়ে এগিয়ে যান।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

স্পাইসিস্পাই001 বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই
কাদের মোল্লা সহ
সব রাজাকারের ফাঁসী চাই ।।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: পক্ষ নিলে রক্ষা নাই....

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা: আপনার অনুরোধে আরো কিছু ছবি এ্যাড করা হলো। ধন্যবাদ।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

শেখ মিনহাজ হোসেন বলেছেন: প্রথমে যখন নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবশের কথা চিন্তা করেছিলাম, মনে হয়েছিলো ৩০-৪০ জন মানুষ আসলেই খুশি! আজ যখন দুইশ মানুষ একসাথে যুদ্ধাপরাধী বর্জনের শপথ করছিলাম, নিজেকে নিয়ে এতটা গর্বিত কখনো অনুভব করিনি! এই নিউ ইয়র্কে দুইদিনের নোটিশে এতো ঠান্ডার মধ্যে এতলোক হবে কোন সংগঠন ছাড়া, চিন্তাও করিনি! সবাই মিলে "তুই রাজাকার" স্লোগান দেবার মধ্যে যে এতো তৃপ্তি তা তো আগে বুঝিনি!

প্রথমে প্রায় ২৫০ মানুষের উপস্থিতিতে যখন জাতীয় সংগীত একসাথে গাইছিলাম, চোখের কোণে কি যেন চিকচিক করে উঠছিলো! আনন্দের কান্নায় যে এতো আনন্দ কে আগে তা জানতো? দেশকে যে এতো ভালোবাসি, তা-ই বা আমায় কে আগে বুঝিয়েছিলো?

জয় বাংলা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: একমত। আমার ভাবনাটাও আপনার মতোই ছিলো। চিন্তায় ছিলাম আদৌও কেউ আসবে কিনা! কিন্তু আমার ভাবনাটাই ভুল ছিলো। শরীর ভালো ছিলোনা.. তবুও মাটির টানে যেতেই হলো। এ ভালোলাগার কোন ব্যাখ্যা হয়না। জয় বাংলা।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

শেখ মিনহাজ হোসেন বলেছেন: এটা ফেসবুকের ইভেন্ট পেজ! যেখানে আন্দোলনের সব খবর পাবেন আপনারা!

Click This Link

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, আমি ওখানেও আছি :) ফটো শেয়ার করেছি। আপনিও জানিয়ে দিন আমরাও শাহাবাগের পাশেই আছি।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

প‌্যাপিলন বলেছেন: আমেরিকার রাজাকার আর তাদের গেলমানদের তালিকা তৈরি করে সবজায়গায় শেয়ার করে দিন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই শেয়ার করবো। সাথে থাকুন।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

mrikadey বলেছেন: যারা শাহবাগ যেতে পারছেন না, তাদের জন্য------

ফেসবুকে ছাগুদের পেইজ/গ্রুপগুলোকে রিপোর্ট করুন,ভার্চুয়াল যুদ্ধ অব্যাহত রাখুন---

link----http://www.somewhereinblog.net/blog/opurnoRayhan/29767156

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমিও ছিলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

শতাব্দী রায় বলেছেন: রাজাকারের বাচ্চারা সবখানে তান্ডব চালানোর চেষ্টা করছে। যখনি দেখবেন উল্টপাল্টা কথা লিখছে সাথে সাথে রিপোর্ট করুন- কারণ হিসাবে শুধু লিখবেন "রাজাকার"

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী ইতোমধ্যেই বেশ কয়েকটা করেছি।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

ফ্যাট পান্ডা বলেছেন: সকল টিভি চ্যানেল ও পেপার এর উচিৎ জামাতি প্রতিষ্ঠানের এড প্রকাশ না করা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত :)

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

রুদ্র মানব বলেছেন: অভিনন্দন ও শুভকামনা । রাজাকারের ফাসির আন্দোলন শাহবাগ থেকে সারা বিশ্বের বাঙ্গালীদের মধ্যে ছড়িয়ে পড়ুক ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আমরা আপনাদের পাশেই আছি, পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন। জয় বাংলা।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: View this link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ। জবাব এবং লিঙ্ক দিয়ে এসেছি।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

তৌহিদুল ইসলাম রাসেল বলেছেন: আমরাও ছিলাম জার্মানী থেকে। ধন্যবাদ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.