নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং কেন করেন?

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০০

ব্লগিং নিয়ে মাথায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু উত্তরগুলো আপনাদের কাছে। সামুতে যেমন অনেক জনপ্রিয় ব্লগার আছেন তেমনি আবার অনেকেই নতুন ব্লগিং শুরু করেছেন। কিন্তু কিছু প্রশ্নের উত্তর খুব জানতে ইচ্ছে করছে।



১। কে কতদিন ধরে ব্লগিং করছেন?

২। ব্লগিং এর পেছনে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে?

৩। মূলত কোন বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?

৪। সামু ছাড়া আর কোথায় লিখালিখি করছেন?



র্নিদ্বিধায় মন্তব্য করুন। আপনার অন্যকোন ব্লগ সাইটের লিঙ্ক থাকলে সেটাও মন্তব্যে যুক্ত করুন।



যেহেতু কিছু প্রশ্ন করেছি, সেহেতু সেই প্রশ্নগুলো আপনারা আমাকেও করতে পারেন তাই উত্তরটা আগেই জানিয়ে দিচ্ছি।



ব্লগিং-এ আমার হাতেখঁড়ি হয়েছে সামুতেই। ২০০৬ থেকেই সামুতে আছি। প্রথম দিকটাতে সুর্নিদিষ্ট কোন বিষয় নিয়ে লিখিনি, বরং যা ইচ্ছে হয়েছে লিখেছি। কবিতা, নিজের ব্যক্তিগত মতামত... বলতে পারেন পাঁচ মিশালী টাইপ ব্লগিং করেছি এবং আগামীতেও করবো বলেই বিশ্বাস করি। প্রযুক্তির প্রতি একটা দূর্বলতা আছে, সেকারণেই নিজের একটা সাইটে ইংরেজীতেও টুকটাক লিখালিখি করি। এইতো....

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১। ১ বছর ১ মাস। পড়ি প্রায় আড়াই বছর।
২। দেশ সম্পর্কে জানতে পারি ও দেশের মানুষের সাথে ইন্টারেকশান হয়।
৩। ছবি দিতে ভাল লাগে।
৪। মনে নাই।

আপনি এতদিন কিভাবে করলেন :| অনেক সময়। আমারতো ১ বছরেই আগ্রহ মনে হয় কমে গেছে। অবশ্য আমার অনেক কারণ আছে।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এটা একটা ভালোদিক। লিখার চেয়ে আমার কাছে পড়াটা বেশী গুরুত্বপূর্ণ মনে হয়। সামুতে প্রথমদিকে আমি লিখিনি, বরং পড়েছি। তখনকার সময়ে সামুতে অনেক বড় মাপের ব্লগার ছিলেন, যাদের অনেকেই আজ আর সামুতে লিখালিখি করেন না। মূলত তাদের লিখা পড়েই অনুপ্রাণিত হয়েছিলাম।

কিভাবে যেন দেখতে দেখতে অনেকদিন হয়ে গেলো। আমার অবশ্য আগ্রহে ভাঁটা পড়েনি, কিন্তু সময়ের অভাব হয়ে গেছে। হাত খুলে লিখে যান। শুভ কামনা রইল।

২| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

রাধাচূড়া ফুল বলেছেন: কি প্রশ্ন করলেন কিছুইতো বুঝলাম না? B:-/ :-&

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্যটাও ঠিক বোঝা গেলোনা! :(

৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

গেন্দু মিয়া বলেছেন: ১। কে কতদিন ধরে ব্লগিং করছেন?
- মাস পাঁচেক হবে। এক্কেবারে কাঁচা! :)

২। ব্লগিং এর পেছনে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে?
- ব্লগে অনেক ধরণের অভিজ্ঞতা পড়া যায়, যেটা অন্যান্য মাধ্যমে সম্ভব না।
- অভ্র দিয়ে বাংলা লিখতে খুব মজা লাগে। :-P

৩। মূলত কোন বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
- গল্প টল্প, ছড়া ভ্রমন অভিজ্ঞতা পড়তে ভালো লাগে। ইদানিং খুব একটা দেখছি না। রাস্ট্রীয় / রাজনৈতিক / ধর্মীয় ইস্যু ভালো লাগে না। :(
- লিখতে পাড়ি না! পাঁচমিশালী ডায়েরি টাইপ লিখি। :(

৪। সামু ছাড়া আর কোথায় লিখালিখি করছেন?
- ফেসবুকে টুকটাক লিখি। বেশ কয়েকটা ব্লগে অবশ্য পড়া হয়।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: হমমম ইন্টারেস্টিং মনে হলো :)

৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

মো: আতিকুর রহমান বলেছেন: আমার কোন প্রশ্ন কমন পড়েনি! আমি ফেইল :(

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরাই :(

৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

লিঙ্কনহুসাইন বলেছেন: আমি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই তাই ব্লগিং করতে হয় ।
এই নিকের বয়স ২ বছর ৯ মাস । এর আগে আরেকটা নিক ছিল এই নামেই । অইটা মডুরা প্রথম ৬ মাসে সেইভ করেনি তাই আমিও ভুলে গেছিলাম পাসঃ :( তাই নতুন করে এইটা বানাতে হয়েছিল ।
ব্লগিং করি মূলত অলস সময় পার করার জন্য ।আর ব্লগে বিনোদনের অভাব নেই । মাঝে মাঝে দুই একটা ভালো গল্প পেলে পড়ি ভালই লাগে । তবে ছাগুদের সাথে তর্ক করতে ভালো লাগতো কিন্তু ইদানীং করিনা কারণ ছাগুরা তর্কে না পড়লে নাস্তিক বলে বসে :( তাই এখন আর ছাগু গদাম দেইনা । তবে ইদানীং ব্লগের চাইতে ফেইস বুকেই বেশি সময় ব্যয় করি । পাইছেন উওর

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: মোটামুটি সবগুলো উত্তরই পাওয়া গেল :)

৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

আমিনুর রহমান বলেছেন:



১। ব্লগিং এর বয়স তো ৫ বছর ৯ মাস।
২। কথা বলার সুযোগ।
৩। ছবি ব্লগ।
৪। না


চমৎকার একটা পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় করে আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

৭| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

শান্তির দেবদূত বলেছেন: ১। কে কতদিন ধরে ব্লগিং করছেন?
--ব্লগে একাউন্ট ৫ বছর ৭ মাস ধরে। তবে মাঝে ৩ বছর লেখিনাই। সেই হিসাবে ব্লগিং এর বয়স বলতে গেলে আড়াই বছরের মত হবে।

২। ব্লগিং এর পেছনে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে?

--বাংলা লিখতে পারছি, পড়তে পারছি; বাংলায় ধ্যানজ্ঞান বাংলাই সব, এটাই মুল কারন।

৩। মূলত কোন বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
-- সাই-ফাই, রম্য, ছোট গল্প, যাপিত জীবন, স্মৃতিকথা, মুলত পাচমিশালি তবে কবিতা ছাড়া জগাখিচুড়ি কাচা হাতে সব ধরনের লেখাই লিখে যাই।

৪। সামু ছাড়া আর কোথায় লিখালিখি করছেন?
-- ৪/৫ বছর আগে কয়েকটা ব্লগে একাউন্ট করেছিলাম তবে কন্টিনিয় করিনি। এটাই আপাতত একমাত্র একাউন্ট।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকদিন ধরেই আছেন দেখছি। হাতখুলে লিখে যান। অনেক অনেক ভালো থাকুন।

৮| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

অন্য কথা বলেছেন: ১। কে কতদিন ধরে ব্লগিং করছেন

- সামু অনুমতি দেয়ার ৩ বছর পর থেকে (৪ বছর ৪ মাস - প্রথম লেখা - ১৪ ই সেপ্টেম্বর, ২০১২)


২। ব্লগিং এর পেছনে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে?

- অভ্র ব্যবহার করে বাংলা লেখন


৩। মূলত কোন বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?

- যখন যা মনে চায় (অলস মানুষ তাই কপি-পেষ্টটাই পছন্দ)


৪। সামু ছাড়া আর কোথায় লিখালিখি করছেন?

- সামু ছাড়া বাকী সময় কাটে মাইক্রোসফ্‌ট ওয়ার্ড আর আউটলুকে (অফিসিয়াল কাজে) লেখালেখি করে

:P

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: হাহাহাহাহা সামুর এই অনুমতি দেয়ার ব্যাপারটা আগে এত কড়াকড়ি ছিলোনা। তবে অভ্র ব্যবহারের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। কপি-পেস্ট করুন, পাশাপাশি নিজেও লিখুন। ওয়ার্ড আর আউটলুক? হাহাহাহাহা মজার মানুষ আপানি। শুভ কামনা রইল।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

সায়েম মুন বলেছেন: ১। কে কতদিন ধরে ব্লগিং করছেন?
----৪ বছর ২ মাস

২। ব্লগিং এর পেছনে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশী উৎসাহিত করেছে?
---এখানে নিজের জগাখিচুরী ভাবনা শেয়ার করতে পারছি।

৩। মূলত কোন বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
---আগে পাঁচমিশালী ছিল। এখন গল্প কবিতায় সীমাবদ্ধ হলেও মাঝেমাঝে এক আধটা ভিন্ন ধরনের পোস্ট থাকে।

৪। সামু ছাড়া আর কোথায় লিখালিখি করছেন?
---তেমন একটা লেখা হয় না।

সামু দিয়েই ব্লগিং শুরু। চতুরে সহ অন্য কয়েকটা ব্লগে আইডি আছে। চতুরে কয়েকটা পোস্ট থাকলেও আর কোথাও পোস্ট দেয়া হয়নি।

এই তো সামু (সায়েম মুন) আছে সামুর সাথে। #:-S

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ অনেকদিন ধরেই লিখছেন দেখছি। আপনার কিছু কবিতা পড়লাম, ভালো লেগেছে। তাও ভালো যে, কবিতায় আমি সিদ্ধ হস্ত। আমাদের দিয়ে কিছুই হবে নারে ভাই :( আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

১০| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

বাগসবানি বলেছেন: ১। এক্কেবারে জন্মলগ্ন থেকে । ইয়ে মানে একাউন্ট খুলতে টাইম নিছি অনেক :!>
২। বিতর্কিত বিষয়গুলোই বেশি উৎসাহ দেয় :P
৩। মূলত কপি পেস্ট দিয়ে দিনাতিপাশ করতে চাই । কিন্তু ইদানিং সবাই এই বিদ্যা শিখে ফেলায় সুবিধা করতে পারতেছি না । চিপায় আছি :((
৪। সামু ছাড়তে ইচ্ছা করতেছে না । অন্যান্য ব্লগের এত আইনকানুন দেইখে ঐগুলাকে জেলখানা মনে হয় । :-/

১১| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

১। ৭ বছরের কিছু বেশি হবে।

২। বাংলা ভাষায় চিন্তা-ভাবনা-আনন্দ-হতাশা প্রকাশ করতে পারা। আর ব্লগটাকে ছোট্ট একটা বাংলাদেশ মনে হয়, সব কিছু আছে এখানে :)

৩। পাঁচমিশালী!

৪। বিডি নিউজ ব্লগে একটা একাউন্ট আছে। আইডি পাসওয়ার্ড ভুলে গেছি।


:)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সেকি বলছেন দাদা মশাই! সামুতে অনেকদিন ধরেই লিকালিকি করচেন দেগজি? কিন্তু আমিতো দেখজি "ব্লগ লিখেছেন: ৩ বছর ১০ মাস"?

সে যাগ্গে, আাইডি পাসওয়ার্ড ভুলে গেলে চলবে? নমস্কার দাদা মশাই :)

১২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা। পরিসংখ্যান সবসময় সত্য বলেনা। আর অন্য কোথাও সামহোয়ারইনের মত ব্লগিয় মিথষ্ক্রিয়া নেই তাই আগ্রহ পাইনা।

প্রতি নমষ্কার :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সেকি দাদা মশাই পরিসংখ্যান ভূল হলে চলবে কেমন করে? লোকজন আমাদের টুকটাক আদর সৎকার করে তো ঐ পরিসখ্যানের কারণেই! ভালো থাকবেন।

১৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ১) ব্লগের বয়স এক বছর হলেও ৪/৫ মাসের বেশি ব্লগিং করা হয়নি।
২) ফেসবুকে, আড্ডায় ব্লগজগতের কথা শুনতাম, তাই ব্লগে অ্যাকাউন্ট খোলা। তবে যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ব্যক্তিগত জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিলো। সেটা ভুলে থাকতেই লেখায় মন দিয়েছিলাম। ব্লগে ডুবে থেকে ব্যথা ভুলে থাকতে চাইতাম। এখন ব্লগিংটা আস্তে আস্তে অনেক পরিশীলিত হয়ে আসছে।
৩) সমসাময়িক বিষয়, গল্প এবং বিজ্ঞান।
৪) সামুতেই হাতেখড়ি। তবে এখন আরেকটা সাইটে লেখার চেস্টায় আছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হাত খুলে লিখে যান, শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.