নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সামুতে কারা কারা এসএসডি ড্রাইভ ব্যবহার করছেন?

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

প্রায় দেড় বছর আগে আমি আমার ডেস্কটপ কম্পিউটারের জন্য ক্রুশাল ব্র্যান্ডের এম৪ ১২৮জিবি এসএসডি ড্রাইভ কিনেছিলাম প্রায় ১৮০+ ডলার দিয়ে। সে সময় পিসির কনফিগ ছিলো ইন্টেল কোর টু ডুয়ো ৩ গি.হা. প্রসেসর, ৮ গি.বা. মেমরি, ১ গি.বা. এটিআই রেডিওন গ্রাফিক্স কার্ড। পিসিটা ডেল ব্র্যান্ডের ছিলো, তাই সাথে একটা ২৩" মনিটর কিনেছিলাম সেই একই ব্র্যান্ডের। সব কিছু মিলিয়ে মোটামুটি আমি বেশ খুশিই ছিলাম। বিশেষ করে এসএসডির পারফরম্যান্স ছিলো, রীতিমতো মাথা খারাপ করার মতো। সমস্যা একটাই মাত্র ১২৮ গি.বা :(



অনেক প্রতীক্ষার পর অবশেষে ক্রুশাল ব্র্যান্ডের এম৫০০ ২৪০ গি.বা. এর একটা এসএসডি অর্ডার করেছি। সেলার ইতোমধ্যে শিপড্ করেছে, আর হাতে পাবো কাল। কিন্তু দেরী করার মতো আর ধৈর্য্য হারিয়ে ফেলছি মনে হচ্ছে। জানতে চাচ্ছি আপনারা কেউ কি এই এসএসডি ড্রাইভটা ব্যবহার করেছেন বা করছেন? আমি অনেকের রিভিউ পড়েছি, কিন্তু আপনাদের কারো ব্যবহারের অভিজ্ঞতা থাকলে জানালে উপকৃত হতাম। ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমার লেনভো ল্যাপীতে ২৫০ গিগার এসএসডি ইউজ করি........

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে প্রীত হলুম কিন্তু আসল প্রশ্নের উত্তরটা জানা হলোনা!

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭

জাহাঁপনা। বলেছেন: আমার ছিল কিন্তু ৬ মাস পরেই ব্রিকড হয়ে গেছে , তেমন রিলায়েবল না , ডাতা ব্যাকাপ রাইখেন। ইন্টেল এর SSD সবচাইতে রিলায়েবল , আমি ইউজ করতেছি , IDB তে পাবেন দাম ১৮০ GB ১৫ হাজার

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখজনক ব্যাপার। ডাটা ব্যাকাপের জন্য আমার ১ টেরাবাইটের একটা এক্সটার্নাল ড্রাইভ আছে। ইন্টেলের ব্যাপারে একমত কিন্তু তুলনামূলকভাবে দাম বেশী মনে হলো।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: জনাব.........আপ্নার প্রশ্নখানা ছিলো এমন : সামুতে কারা কারা এসএসডি ড্রাইভ ব্যবহার করছেন?
আমিও সরল ভাবে প্রতিউত্তর করেছিলাম........... :( :( :( আমার বাসায় যতগুলা আছে সবই ল্যাপী.........ডেক্সটপ নাই ।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি এখনো ব্যাপারটা মনে হয় ধরতে পারেন নি। টাইটেলের পাশাপাশি লিখার মধ্যেও আরো প্রশ্ন ছিলো। যাইহোক ধন্যবাদ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

নষ্ট ছেলে বলেছেন: আমিও কিনব ভাবছি। ক্রুশাল অথবা স্যামসাং কিনব। রিভিও পড়ে এই দুইটাই বেশি রিলায়েবল মনে হচ্ছে। তবে ক্রুশালের রিড/রাইড স্পীড কম। স্যামসাংএর বেশি হলেও এমএলসি টা দাম অনেক বেশি। স্যামসাং ইভোর দাম কম হলেও টিএলসির লাইফ টাইম কম তাই কিনতে ইচ্ছা করছে না।

আপনি কি বাংলাদেশ থেকে অর্ডার করেছেন?

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: হমম কিছুটা কম্পলিকেটেড ব্যাপার। আমি অর্ডার করেছি এ্যামাজন থেকে।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

নষ্ট ছেলে বলেছেন: শিপিং করেছেন কি দিয়ে?
কাস্টম কত দিতে হইছে?

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. ফ্রি শিপিং ছিলো, কাস্টম ফি লাগবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.