নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

নতুন কম্পিউটার বিল্ড শেষে...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

অামার গত লিখায় বলেছিলাম নতুন কম্পিউটার বিল্ড শেষ হলে কিছু স্ক্রীণশট শেয়ার করবো। ইতোমধ্যে আমার বিল্ড শেষ হয়েছে এবং এটি ব্যবহার করছি সপ্তাহ দু'য়েক হলো। আসুন কিছু স্ক্রীনশট দেখে নিই।


এখানে উইন্ডোজ ১০ এর টাস্ক ম্যানেজার থেকে কম্পিউটারের ৬ টি কোর বা ১২ টি থ্রেড (লজিকাল) দেখা যাচ্ছে। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই কোরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকগুলো ওয়েব পেইজ আর এ্যাপ্লিকেশন ওপেন করার পরেও মাত্র ৩ গিগাবাইটের বেশী মেমরি ব্যবহৃত হচ্ছে। আরো এ্যাপ্লিকেশন রান করার জন্য প্রচুর মেমরি ফ্রি রয়েছে। উল্লেখ্য যে, স্ক্রীনশটটি নেয়ার সময় ভারী কোন এ্যাপ্লিকেশন চালু ছিলোনা। এ্যাডোবি ফটোশপ বা প্রিমিয়ার ব্যবহার করা হলে আরো বেশী মেমরি ব্যবহৃত হবে।

২ গিগাবাইটের ৬৪বিট প্রযুক্তির এই এনভিদিয়া গ্রাফিক্স কার্ডটি হার্ডকোর গেমিংএর জন্য প্রযোজ্য না হলেও মাঝারি ধরনের আধুনিক গেমিং পরিচালনা করতে সক্ষম। এটি আল্ট্রাওয়াইড মনিটরের পাশাপাশি সর্বোচ্চ ৮কে রেজুলেশন (৭৬৮০X৪৩২০ পিক্সেল, ৬০ হার্টজ) মনিটর সাপোর্ট করতে সক্ষম যা কিনা আমার পরবর্তী মনিটর কেনার উদ্দেশ্য সামনে রেখেই ক্রয় করা হয়েছে।

কম্পিউটারের ডিভাইস ম্যানেজার এ আমার ক্রুশাল ব্র্যান্ডের ২৫০ গিগাবাইটের এস.এস.ডি ড্রাইভ আর কার্ড রিডার ড্রাইভটি দেখা যাচ্ছে যেটি বিভিন্ন ধরনের মেমরি কার্ড সাপোর্ট করে। পাশপাশি প্রসেসরের ১২ টি থ্রেড দেখা যাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর এর ৬টি ভিন্ন কোরের তাপমাত্রা (২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস)। ইন্টেল এর স্টক কুলার সরিয়ে ক্রায়োরিগ কুলার ব্যবহারের কারনেই প্রসেসরটিকে মাঝারি ধরনের কাজেও খুব ঠান্ডা রাখা যাচ্ছে।

নোটঃ বিভিন্ন কারণে এই কম্পিউটার বিল্ডটি আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিলো। মূলত ডেল এর স্টক কেসিং ব্যাবহারের কারনেই এই সমস্যা হয়েছে যা কিনা আমার জন্য একটা বড় লেসন ছিলো। এ বিষয়ে আমি বিস্তারিত আমার ব্লগে লিখেছি। সেটা পড়তে পারেন এখান থেকে। এই বিল্ড সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশন থেকে আমাকে জানাতে পারেন। সময় করে লিখা পড়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বর্ণনার সাথে ছবি দেয়াতে পড়তে সুবিধাই হল। আপনার নিজস্ব বিজনেস প্লানের অগ্রগতি কেমন হচ্ছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: কাজ চলছে, সামনে আরো বেশ কিছু কাজ বাকি আছে। সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আমার জন্য না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা =p~ =p~ =p~

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন: টেরা লাগাতে হবে =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: লাগানো হয়েছে। এইটা পড়ুন

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

কালীদাস বলেছেন: এইজন্যই ডেস্কটপ জিনিষটা এত পছন্দ করি, কাস্টোমাইজের অপশন ব্যাপক। আপনার প্রসেসর তো ব্যাপক, টারবো মোডে কত পর্যন্ত ওঠে? কি ধরণের প্রোগ্রাম চালান? খুব ভারি কিছু? যেহেতু গেমিংএর জন্য না বলছেন....

এসএসডির সাইজ কত আপনার পিসিতে? জিনিষটা কম্পিউটারকে অনেক ফাস্ট করে তোলে, আমারটা ওয়ার্কস্টেশনের পাওয়ার বাটন টেপার ১৭ সেকেন্ডের মধ্যে ফুলি ফাংশনাল হয়ে যায় দেখি :``>>

আপনার পিসির কনফিগারেশন দেখে হিংসা হচ্ছে :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, কাস্টোমাইজেশনের জন্যই স্লীমলাইন ডেস্কটপ থেকে মিনি টাওয়ার কম্পিউটার-এ আসা। আমার প্রসেসরটি ইন্টেলের ৮ম জেনারেশনের কোর আই৭। যেহেতু ওভারক্লকিং এর উদ্দেশ্যে ক্রয় করিনিি, তাই ৮৭০০কে বাদ দিয়ে ৮৭০০ নেয়া। ভুল না দেখে থাকলে টারবোতে ৪.৩ গি.গা চলে। ফটোশপ, কিছু ভিডিও এডিটিং আর কিছু সার্ভার এ্যাপলিকেশন চলছে মূলত।

ভাই আপনি লিখাটা মনোযেগ দিয়ে পড়েছেন বলে মনে হলোনা। লিখাতেই দেয়া আছে এস.এস.ডি-এর সাইজ। এ ব্যাপারে হিংসা হওয়াটা ভালোই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

কালীদাস বলেছেন:
ভাই আপনি লিখাটা মনোযেগ দিয়ে পড়েছেন বলে মনে হলোনা।

উপস :P পড়েছি মনোযোগ দিয়েই তবে শিওর হতে পারছিলাম না কারণ সাইজ সাধারণত ২৫৬ গিবা বা ৫১২ দেখে অভ্যস্ত। ক্রুশালের ২৫০ গিবা দেখে কনফিউজড হয়ে প্রশ্নটা করেছিলাম :) ব্যাপার না :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা ... আসলেই ব্যাপার না। এবার এইটা পড়েন

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


কি কাজে ব্যবহার হবে?

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: মূলত ওয়েব এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স আর ভিডিও এডিটিং রিলেটেড কিছু কাজ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার এইটা বিল্ড করতে কতো খরচ পরেছে জানতে পারি?

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: শতভাগ সঠিক নাম্বার দিতে পারছিনা, তবে ১২০০-১৫০০ ডলারের মতো এটা নিশ্চিত।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: সফলভাবে কাজটা সম্পন্ন করার জন্য অভিনন্দন!

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় করে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ স্যার।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: i9 কিইন্না ফ্যালান B-)

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আগামী ৬ বছরে আর সেটা হচ্ছে বলে মনে হয়না।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আগামী ৬ বছরে আর সেটা হচ্ছে বলে মনে হয়না
কেন?? B:-)

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমিতো আর প্রতিদিন/প্রতি বছর কম্পিউটার বানাবো না। এটাকেই আপগ্রেড করে ব্যবহার করা যাবে আরো বহুদিন, তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.