নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
অনেকদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম। অবশেষে কিনেই ফেললাম ডেলে'র আল্ট্রা সার্প U3417W মনিটরটি। ২১:৯ রেশিওর ৩৪ ইঞ্চি এই মনিটরটি আল্ট্রা ওয়াইড মনিটরও হিসেবেও বেশ পরিচিত। অনেকদিন ধরে বিভিন্ন ওয়েব সাইটে মনিটরটির রিভিউ পড়ে বেশ ভালো লেগেে গেছে। অবশেষে সামারের ছুটি পেয়ে ভাবলাম কিনেই ফেলি। নিজের ব্যক্তিগত কিছু এ্যপলিকেশন এবং ওয়েব ডেভেলপমেন্ট কাজের জন্যই মূলত এটা কেনা। তবে বুঝতে পারলাম এটাতে ভিডিও এডিটিং রিলেটেড কাজও বেশ ভালোভাবেই করা যাবে। ৩৪৪০ x ১৪৪০ পিক্সেলের এই মনিটর এর ডিসপ্লেতে স্ট্যান্ডার্ড ব্রাউজার দিয়ে পাশাপাশি ৩টি ওয়েব সাইটে ভিজিট করা বেশ সহজ। স্ক্রীনশটটি দেখুন।
প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট কাজের জন্য এই মনিটরের সমতূল্য খুব বেশী মনিটর বাজারে নেই।
ওয়েব পেইজ ওপেন রেখেও ডেভেলপমেন্ট এর কাজ করা যাবে খুব সহজেই।
এই বিশাল স্ক্রিন রিয়েল এস্টেটে স্ট্যান্ডার্ড সাইটগুলোকে বেশ ছোট মনে হতে পারে। আমার ব্যক্তিগত ব্লগ বা সামুকে দেখে অবাক হলেও হতে পারেন কিছুটা।
স্পেসিফিকেশন নিয়ে খুব বেশী একটা কথা বলছিনা, এটা সহজেই আমাজন বা অন্য কোন সাইটে খুঁজে পেতে পারেন। ধন্যবাদ।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ৭০০ ডলারের কিছু বেশী। ধন্যবাদ।
২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: দাম এতো !!!
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম.. আমাজনের লিঙ্ক শেয়ার করেছি। পাশাপাশি আমাকে কিছু টাকা ট্যাক্স হিসেবে দিতে হয়েছে তাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮
রঞ্জন রয় বলেছেন:
দাম একতু বেশি। আশা করি ভাল হবে মনিটর।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: অামারও তাই মনে হয়েছে, আশা অাগামী বেশ ক'টা বছর এটা দিয়েই চালিয়ে দেয়া যাবে। আর প্রয়োজনতো আইন মানে না। অগত্যা....
৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
ডেল ৩৪" আল্ট্রা শার্প U3417W মনিটর
দামটা জানালে ভাল হত।
আর একটা ভাল ভিডিও এডিটিং সফট, কোনটা ভাল হবে? ফ্রী হলে ভাল হয়।।
৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭
জাহিদ হাসান রানা বলেছেন: ধন্যবাদ ভাই জানানোর জন্য
একটা হেল্প চাই ভাই।প্রায় আট মাস হয়ে গেল কিন্তু সামু এখনো লেখা প্রথম পাতায় নিচ্ছে না কি করি বলুন ত??
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অপেক্ষা করুন, কর্তৃপক্ষ সময় হলেই আপনার লিখা প্রথম পাতায় নিয়ে আসবেন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: সেরাম একটা কাজ করছেন।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম। কাজটা কেমন হলো জানিনা, তবে প্রয়োজন ছিলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই তো
১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: খারাপ হবে কেন?
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দাম কত নিল?