নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

অতঃপর: সামুতে ১২ বছর

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১


অবেলায় ঘুম দিয়ে উঠেছি। ঘড়ির কাটায় এখন ভোররাত ৩:৩০ এর কিছু বেশী। ব্লগের অনেকের প্রোফাইলে ঢুঁ দিচ্ছি, কারো কারো লিখা পড়ছি। হঠাৎই চোখে পড়ল, নিজের প্রোফাইলে। পরিসংখ্যান থেকে দেখতে পেলাম সামুতে আমার বয়স ১২ বছর ১ মাস। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে যেন কোথায় হারিয়ে গেলাম। অনেকটা ফ্ল্যাশব্যাকে চলে যাওয়ার মতো।

পরিষ্কার করে কিছু ভাবতে পারছিনা। অনেক অনেক স্মুতিকথা মনে পড়লো। বিগত ১২ বছরে কতকিছু ঘটে গেছে! নতুন যখন সামুতে এসেছিলাম, তখন অাসলে সময়টাই ছিলো অন্যরকম। ব্লগের পরিবেশও অনেকটা শান্ত ছিলো। অসাধারণ কিছু ব্লগারের পদচারনা ছিলো, যাদের লিখায় অনুপ্রেরণা পেতাম, ইচ্ছে হতো তাদের মতো করে লিখার। প্রথম দিককার অনেকেই হয়তো এখন আর নেই। যারাও আছেন তাদের মধ্যেও মনে হয় খুব কম মানুষই এখন লিখালিখি করেন। করলেও হয়তো সামুতে আর ওভাবে লেখেননা। একটা শূণ্যতাবোধ তো আছেই। প্রথমদিককার কেউ এই লিখা পড়লে হয়তো কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন আমি কি বলতে চাচ্ছি।

খুব বেশী দূরে যাবার দরকার নেই, নিজেকে দিয়েই বুঝি।

বলছিনা, সামুতে এখন আর ভালো লিখা হচ্ছে না। হচ্ছে, তবে সামু এখন আর সেই আগের ব্লগ নেই। কেন যেন মনে হয় ফেইসবুক, টুইটারের বেশ প্রভাব পড়েছে এখানে। কোথায় যেন লিখার মধ্যে গভীরতাটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গঠনমূলক লিখার সংখ্যাও তুলনামূলকভাবে কিছুটা কম বলেই মনে হলো। তবে আমি হতাশ নই মোটেও। জানি জীবন চির পরিবর্তনশীল, অনেকটা নদীর স্রোতের মতো।

অগণিত আশাবাদীদের মতো আমিও ভাবতে ভালোবাসি। নতুনের জয়গান হোক, সামুর পাতাগুলো আগামীতে সমৃদ্ধহোক নতুনের পদচারনায়। বাংলা ভাষাতেই মেধা আর মননের বিকাশ ঘটুই এইটাই চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।

মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৪

স্রাঞ্জি সে বলেছেন: বারো বছর অর্থাৎ এক যুগ, অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

যবড়জং বলেছেন:

আপনি যুগেরসন্ধিতে (যুগসন্ধি) আছেন । এ সৌভাগ্য কজনের হয় । আপনি সুস্থ থাকুন ভালো থাকুন । আমাদের উৎসাহিত করতে থাকুন, প্রেরণা দিতে থাকুন ।।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনিও অনেক অনেক ভালো থাকুন।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

স্রাঞ্জি সে বলেছেন: অভিনন্দন আবারো ৩০০ তম পোষ্টে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা আপনাকে আবারও ধন্যবাদ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: এক যুগ পূর্তিতে অভিনন্দন। একরাশ শুভেচ্ছা।

আমি কী পারবো এক যুগ কাটিয়ে দিতে?? :)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই পারবেন। আপনাকেও অভিনন্দন প্রায় অর্ধযুগ কাটিয়ে দেয়ার জন্য।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

আবু তালেব শেখ বলেছেন: ১২ বছর মানে অনেক সময়। আপনারাই আমাদের বস নিঃসন্দেহে।
অভিনন্দন

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: হয়তো অনেকটা সময়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এইতো সেদিনের কথা। অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

আকিব হাসান জাভেদ বলেছেন: ১২ বছর অনেক দিন। সামু তে দীর্ঘ দিন বেচে থাকা মানুষদের এ্যাওয়ার্ড দেওয়া দরকার । এক সাথে এক যুগ পাড়ি জমানো নিষ্ঠাবার যুদ্ধাকে সালাম । লাখো সালাম।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: =p~ সত্যি বলতে কি "এ্যাওয়ার্ড" -এর কোন প্রত্যাশা নেই। পুরোনোদের হাত ধরেই নতুনের আগমন ঘটে। নতুনের পদচারনায় মুখরিত হোক সামুর পাতাগুলো। সুস্থ, সুন্দর আর গঠনমূলক লিখায় সমৃদ্ধ হোক সামু এর চেয়ে বড় পাওয়া আর হয় না। সালাম জানাই আপনাকেও। ভালো আর সুস্থ থাকুন এই প্রত্যাশাই করছি।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: বার বছরে ৩০০ পোষ্ট করছেন ।আপনিতো এলিট ব্লগার বলতে গেলে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: "এলিট ব্লগার" আইডিয়াটা ঠিক পরিস্কার নয় আমার কাছে। আসলে অনেকটা সময় পেরিয়ে গেলেও খুব বেশী লিখা হয়ে উঠেনি। নিজের ব্যক্তিগত ব্লগেও সময় চলে গেছে অনেক। নিজের ব্যক্তিগত আর পারিবারিক ব্যস্ততাও খানিকটা দায়ী বৈকি! চেষ্টা করবো নিয়মিত হতো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া ২ বছর পর আমার এক যুগ হবে। :)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম.. দেখলাম। আপনার প্রোফাইল পিকটা চেনা চেনা লাগছে, কিন্তু নামটা চিনতে পারছিনা। যাইহোক, আপনাকেও অগ্রিম অভিনন্দন আর শুভ কামনা। দুর্বার গতিতে এগিয়ে যান। ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন:
আপনার জন্য-

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রবাস বিভুঁইয়ে থাকা মানুষগুলোকে কেন যে এসব উপহার দেন :( এখন তো মুখে জল এসে গেল। কি করি! মনে মনে খেয়ে নিলাম। অনেক ধন্যবাদ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

আপনার কথায় মনে হচ্ছে, শুরুটাই আজকের চেয়ে ভালো ছিল!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে ঠিক ওভাবে বলতে চাইনি। বোঝাতে চাচ্ছিলাম, প্রথম দিকে অনেক ভালো এবং উচুঁ মানের বেশ লিখা এসেছে যা এখন খুব বেশী দেখা যায় না। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

ঈশ্বরকণা বলেছেন: অভিনন্দন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনকে ধন্যবাদ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো......

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইল। অনেক অনেক ধন্যবাদ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

ওমেরা বলেছেন: অনেক অভিনন্দন ও শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: আনেকও অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

চাঙ্কু বলেছেন: এক-যুগ অনেক লম্বা সময়!! আপনি প্রায় ব্লগের শুরু থেকেই সাথে আছেন। অভিনন্দন। আশা করি আপনাকে কয়েকযুগ পরেও ব্লগে দেখব। কপিনন্দন :)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি বলেছেন, সময়টা বেশ লম্বা তবে আমার কছে মনে হয়েছে এইতো সেদিনের কথা। আপনাকেও অভিনন্দন ১০ বছর পূর্তিতে। অনেক ধন্যবাদ আপনার মূলব্যন মতামতের জন্য। ভালো থাকবেন।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

অপ্‌সরা বলেছেন: আমার আরেকটা নিক আছে।


শায়মা.... :)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, শায়মা.... নিকটা মনে আছে B-) । কি হলো হঠাৎ নাম পরিবর্তন কেন? সবকিছু ঠিকঠাক তো?!

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: একযুগ পূর্তিতে আপনাকে অভিনন্দন। আপনার ব্লগার জীবনের বয়স যখন 12 বছর তখন আমি শুরু করলাম ব্লগার জীবনের এর পথ চলা। আপনাকে আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ জানাব। আর আমার লেখা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আশা করি আমন্ত্রণ রাখবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলা ব্লগিং এর সামু পরিবারে আপনাকেও স্বাগতম। আর আপনাকেও অভিনন্দন। এই মাত্রই ঘুরে এলাম আপনার ব্লগ। শীঘ্রই মন্তব্য পাবেন। হাত খুলে লিখে যান। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

অপ্‌সরা বলেছেন: অপ্সরার ১০ বছরের পোস্টে সব তো লেখাই আছে ভাইয়া। :)

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা... মাত্রই পড়লাম। মাশাল্লাহ্ B-) ... হাত খুলে লিখে যান। আরো নিক খোলার ইচ্ছে আছে নাকি? পাবলিকতো কনফিউজড হয়ে যাবে। =p~ =p~

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

অপ্‌সরা বলেছেন: :P

হা হা হা


জানিনা যখনই ইচ্ছে হবে খুলে ফেলবো।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: শুভ কামনা রইল।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



সামুতে ১ যুগে পূর্তীতে অভিনন্দন আপনাকে; আপনারা যারা সিনিয়র আছেন তারা নিয়মিত লেখলে ব্লগ আরো সমৃদ্ধ হবে; সময় সুযোগে লেখলে নতুনরা শিখতে পারবে। (ধন্যবাদ)

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: সামু পরিবারে আপনাকেও স্বাগতম। নিয়মিত লিখার একটা ইচ্ছে বরাবরই ছিলো, এখনো আছে। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২০| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

সোহানী বলেছেন: অভিনন্দন.......।

আমার আগেই যুগের মাইল ফলক ছুইয়ে ফেললেন!!!!!!!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: B-) কিভাবে কিভাবে যেন হয়ে গেলো। আপনাকেও অগ্রিম শুভেচ্ছ। ভালো থাকুন সবসময়।

২১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ১২তম বছরে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে । :)

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় করে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

২২| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: একযুগ! প্রায় আমার জীবনের অর্ধেক। আপনি যখন ব্লগিং শুরু করেছেন তখন সম্ভবত আমি ব্লগের নামও শুনিনি। যাহোক, অভিনন্দন।
আরো অনেকদিন আমাদের সাথে থাকুন।

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: =p~ =p~ =p~ আপনার তুলনামূলক অভিব্যক্তিটা ভালো লাগলো। এক যুগ আগে ব্লগে আসলেও হয়তো তেমন কিছুই লিখতে পারিনি। হয়তো আপনিও এমন কিছু লিখা লিখে ফেলতে পারেন যা কিনা আমার এক যুগের লিখাকেও ছাপিয়ে যাবে। নতুনদের হাত ধরেই সবকিছু এগিয়ে যায়, তেমনি আপনি বা আপনারাও এগিয়ে নিতে পারেন সামুকে। এগিয়ে যান দুর্বার গতিতে এটাই চাই। অনেক ধন্যবাদ সময় করে মন্তব্য করার জন্য। ধন্যবাদ।

২৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

১২ বছর টিকে থাকাটাও অনেক কিছু।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। তাই নাকি? =p~ ওভাবেতো ভেবে দেখিনি! অনেক ধন্যবাদ আপনাকেও।

২৪| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

প্রামানিক বলেছেন: এক যুগ পার করার জন্য অভিনন্দন।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: অনকে ধন্যবাদ প্রামানিক দা। আপনার পাতায় গিয়ে ভ্রমন কাহিনী পড়লাম। অনেক ভালো লেগেছে, যেতে পারলে খুব ভালো লাগতো। কিন্তু আমিতো আর এখন ফেইসবুক ব্যবহার করিনা। কোন একদিন আপনাদের সবার সাথে আবার মেঘনায় যাওয়ার ইচ্ছে থাকলো। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

ভাইয়ু বলেছেন: আমি সামুর নতুন ব্লগার হলেও পাঠক সেই ১১ সাল থেকে৷ তখনকার সামু আর এখনকার সামু আসলেই অনেকেশি আলাদা৷ এখন মাঝে মাঝে সামুতে ঢুঁ মারলে ভুল করে মনে হয় ফেবুর টাইমলাইন দেখছি৷

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: আমিও খানিকটা একমত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৮

সচেতনহ্যাপী বলেছেন: অভিনন্দন রইলো।।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২২

মলাসইলমুইনা বলেছেন: যতই বারো বছর হোক ব্লগে সরকারের কাছে কিন্তু বয়স্ক ভাতা দাবি করবেন না I হিতে বিপরীত হবে কিন্তু I চুপি চুপি যখন কিনেই ফেললেন ডেল ৩৪" আল্ট্রা শার্প U3417W মনিটর তখন আরো বারো বছর সানন্দে মানে আনন্দের সাথে ব্লগিং করতে যেন বুড়ো হতে পারেন পারেন সেই কামনা রইলো I ও আরো রইলো শুভেচ্ছা I

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: বয়স্ক ব্লগার ভাতার জন্য এখন আন্দোলনে নামতে হইবো দেখি! X(
চুপি চুপি কিনলাম কোই? :|| দুনিয়ার তাবত মানুষ তথা সকল বাঙালীদের বলেইতো কিনলাম =p~
অনেক অনেক ধইন্যাপাতা। :``<<

২৮| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাকু হাসান বলেছেন:



১২ টি বছর চাট্টিখানি কথা না :|| । গর্বের ব্লগীয় পথ চলা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক । সেই শুভকামনা থাকলো ।
অভিনন্দন ভাইয়া । ১২ টি বছর চাট্টিখানি কথা না :|| । গর্বের ব্লগীয় পথ চলা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক । সেই শুভকামনা থাকলো ।
অভিনন্দন ভাইয়া ।

কথাগুলো ভাল বলেছেন ।

১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার জন্যেও রইল শুভ কামনা। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৯| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৭

মিখু হোসাইন তিতু বলেছেন: অভিনন্দন হে লেখক।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

Kazi Emran বলেছেন: ভাই আমি ব্লগে নতুন। নাম কিভাবে ইডেট জানাবেন প্লিজ।

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ব্লগের প্রথম পাতার প্রত্যেকটা পোস্টের নিচে লিখা আছে "এডিট করুন"। ওটাতে চেপেই লিখা এডিট করা যাবে। ধন্যবাদ।

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০২

সুলতানা শিরীন সাজি বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে।
আসলে ব্লগছাড়া লেখা লেখার এবং পড়ার অন্য কোন ভালো জায়গা নেই।
অনেক ভালো ভালো লেখককে এই ব্লগেই পেয়েছি আমরা।

শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.