নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

বাবা

১৮ ই জুন, ২০১৯ সকাল ৮:১৪

অনেকটাদিন হলো তোমাকে দেখিনা, তোমার কণ্ঠস্বরও শোনা হয়না।
প্রতিদিনই মা'র সাথে কথা হচ্ছে, মাঝে মাঝে মনে হয় মা'কে বলি,
ফোনটা তোমার হাতে দিয়ে আসুক, বলা হয় না।
ভাবি, সকালের নাস্তা শেষে তুমি হয়তো আবারও ঘুমিয়ে গেছো।

তুমিও আর আজকাল মা'কে জিজ্ঞেসও করছোনা, আমি ফোন দিয়েছি কিনা?
তুমি কেমন করে পারছো বাবা? সন্তানের জন্য কি তোমার একটুও চিন্তা হয় না?
আমার কোন নতুন চাকরি হলো কিনা সেটা জানার ইচ্ছেও কি তোমার নেই?
তুমি কিভাবে এতটা চুপ হয়ে গেলে বাবা?

হয়তো তুমি এখন অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, গভীর ঘুমে মগ্ন হয়ে আছো!
বাবা তুমি কোথায় আছো? কেমন আছো?
বলতে যদি না-ই পারো, তবে ঘুমের ঘোরে দেখা দিও।

ইতি, তোমার সন্তান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুব টাচি করে লিখেছেন। একেবারে অন্তর ছুঁয়ে গেল। তিনি যেখানেই থাকুন, সুখে থাকুন। পড়ার উদ্দেশ্য অপার শান্তি কামনা করি । সাথে সাথে বাবার অপূর্ণতা মাকে দিয়ে ভরিয়ে দিন। এমন সুখানুভুতিই হোক আপনার আগামী দিনের পথ চলা।

২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: বাবা হারানোর বেদনাটা বরাবরই ভয়াবহ। বিশেষ করে, যখন আমি নিজেই বাবা হওয়ার আনন্দে বিভোর। মহান সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তি দিন এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.